কাঠ বা প্লাস্টিকের সরঞ্জাম তৈরী, সার্কিট বোর্ড নির্দিষ্ট স্থানে শক্তভাবে লাগানো, আর্টিফিসিয়াল ফ্লাওয়ার, ক্রাফট প্রজেক্টস, ফার্নিচার ও কাঠের কাজের জন্য দরকারী টুলস। হট গ্লু গান খুবই দরকারী একটা জিনিস। ছোট খাটো অনেক দরকারী কাজে এটি ব্যবহার করা হয়। এটি ইলেক্ট্রনিক্সের দোকান গুলোতে কিনতে পাওয়া যায়। তবে যদি আপনারা কিনতে না চান তাহলে খুব সহজেই বারিতে বসে তৈরি করে নিতে পারেন।
প্রথমে আপনাকে কার্ডবোর্ড দিয়ে হট গ্লু গান এর শ্যাপ এর মত করে ৪ টি কেটে নিতে হবে। তারপর নিচের চিত্রের মত করে কোল্ড ডিংকস এর ক্যান কাটতে হবে
কাটার পর এটা মোড়াতে হবে
মোড়ানোর পর যে গ্লু গানের শ্যাপ বানালেন তার মাথায় লাগিয়ে দিতে হবে।
উপরের গ্লু স্টিক ঢুকানোর জায়গা রাখতে হবে এবং আইস্ক্রিমের কাঠি ঢুকানোরও জায়গা করে নিতে হবে।
বিস্তারিত ভিডিওতেঃ
আমি শরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় শরিফুল ইসলাম,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।