নষ্ট এল.সি.ডি মনিটর কিভাবে ঠিক করবেন? নিজেই ঠিক করুন নিজের নষ্ট মনিটর।

যারা ডেক্সটপ কম্পিউটার ব্যবহার করেন তাদের অত অবশ্যই একটি ভাল মানের মনিটর দরকার। ভাল মানের মনিটর ব্যবহার করলেও অনেক সময় নানা সমস্যা দেখা দেয়। মনিটর চালানো সহজ হলেও এই মনিটর ঠিক করা কিন্তু বলতে গেলে অনেক কঠিন। মনিটরের বেশিরভাগ সমস্যাই ঠিক করতে দক্ষ কারিগরের প্রয়োজন। তবে আমরা চাইলে নষ্ট মনিটরের কিছু কিছু সমস্যা নিজেরাই ঠিক করতে পারি।

তবে এর জন্য আপনার ইলেক্ট্রনিক্স সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে। আর অবশ্যই হাতের কাছে কিছু নরমাল ইলেক্ট্রনিক্স যন্ত্র যেমন স্ক্রু ড্রাইভার থাকতে হবে। তবে আপনার মনিটরের যদি ওয়ারেন্টি থাকে তাহলে অবশ্যই আগে ওয়ারেন্টি কাজে লাগাতে হবে। তারপরে যদি ওয়ারেন্টি না থাকে তবে আশে পাশের টিভি ঠিক করে এমন দোকানে নিতে হবে।

তবে তারপরেও যদি আপনি নিজের মনিটর নিজেই ঠিক করতে চান তবে আপনার জন্যই আজকের এই টিউন। তবে এই টিউনটি সাবধানে ফলো করবেন। কারণ আপনি যদি মনিটর সম্পর্কে ভালভাবে না জানেন তবে মনিটর ঠিক ত করতেই পারবেন না উল্টো আরো নষ্ট করে ফেলতে পারেন। তাই সাবধান।

মনিটরের কিছু সাধারণ সমস্যার সমধানঃ

ফ্লিকারিং(Flickering)

অনেক সময়ই আমাদের মনিটরের ডিসপ্লে কাঁপে। অনেকে ভেবে বসতে পারেন যে কম্পিউটারকে ভূতে ধরল নাকি?না সেরকম কিছু না। অনেক কারণেই মনিটরের এই সমস্যা হতে পারে। কম্পিউটারের মনিটরে ফ্লিকারিং এর সমস্যা দেখা দিলে সবার প্রথম যে কাজটি করবেন সেটি হলো কম্পিউটারের পিছনের যে তারগুলো আছে সেগুলো চেক করবেন। আপনার মনিটর যদি ভি.জি.এ ক্যাবল দিয়ে কানেক্ট করা থাকে তাহলে খুব সম্ভব আপনার ভি.জি.এ ক্যাবলে কোন সমস্যা আছে। তাই এই ক্যাবল চেঞ্জ করে দেখতে পারেন। অনেক সময় এতেই সমস্যা সমাধান হয়ে যায়।

অনেক সময় কম্পিউটারের রিফ্রেশ রেট ঠিক না থাকলে কম্পিউটারের মনিটরে ফ্লিকার দেখা দিতে পারে। কম্পিউটার নিজেই মনিটর অনুযায়ী রিফ্রেশ রেট ঠিক করে নেয়। তাও আপনি চেক করে নিতে পারেন। নরমাল মনিটরগুলোর রিফ্রেশ রেট হয় 60Hz, তবে আপনি আপনার মনিটরে অনুযায়ী চেক করে নিবেন। এর জন্য আপনাকে কম্পিউটারের সেটিংস্‌ থেকে ডিসপ্লে অপশন্‌স খুঁজে বের করতে হবে। এজন্য উইন্ডোজ সার্চ বারে “Change Display Settings” লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। এখান থেকে দেখে নিবেন যে সব সেটিং ঠিক আছে কিনা।

তবে আরেকটি কারণে এই সমস্যা হতে পারে। সেটি হলো যদি আপনার মনিটর ঠিকমত পাওয়ার না পায়। আপনার কম্পিউটার যদি অনেক পাওয়ার নেয় একসাথে তাহলে এই সমস্যা হতে পারে। তাই মনিটর অন্য প্লাগে লাগিয়ে দেখবেন সমস্যা যায় কিনা। যদি যায় তাহলে আরেক জায়গা থেকে লাইন এনে মনিটরে সংযোগ দিলেই সব ঠিক হয়ে যাবে।

তারপরেও যদি সমস্যা না যায় তবে আপনার মনিটরকে ডাক্তার দেখাতে হবে। আগেই বলেছি আশে পাশের ভাল টিভি সাড়ায় এমন দোকানে নিলেই হবে। এছাড়া মাল্টি প্ল্যান অথবা আই.ডি.বি তে আপনার মনিটর নিয়ে যেতে পারেন। সবচেয়ে ভাল হয় যে দোকান থেকে কিনেছেন সেখান থেকে ঠিক করাতে পারলে।

ভার্টিকেল লাইনস(Vertical Lines)

অনেক সময় আমি বিভিন্ন গ্রুপ এই সমস্যার কথা দেখি। যদি এই সমস্যা দেখা দেয় তাহলে আগে উপরে আমি যে সমাধান গুলো দিয়েছি সেগুলো আগে চেক করবেন। যদি সমস্যা না যায় তাহলে বুঝতে হবে আপনার মনিটরের ডিসপ্লেতে সমস্যা আছে। আপনার মনিটরের এল.সি.ডি প্যানেলটি পালটে নিলেই সব সমস্যা ঠিক হয়ে যাবে। এর জন্য মনিটর ঠিক করে এমন যেকোনো দোকানে নিলেই হবে।

ডেড পিক্সেল(Dead Pixel)

অনেক সময় কম্পিউটারের মনিটরের বিভিন্ন জায়গায় কালো ডট দেখা যায়। এগুলো অনেক চেষ্টার পরেও যায় না। এগুলোই ডেড পিক্সেল। এর কারণ মুলত আপনি যেই জায়গাটুকু কালো দেখেন সেখানের পিক্সেলগুলো নষ্ট হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে এই সমস্যা ঠিক করা গেলেও বেশিরভাগ সময় এই সমসসা ঠিক করা যায় না। এই পিক্সেল কাল, লাল, সবুজ অথবা নীল যেকোনো রং দেখাতে পারে এবং একটি রং সবসময় দেখায় অর্থাৎ আপনি মনিটরে যাই প্লে করুন না কেন অই ডেড পিক্সেল সবসময় অই একি রঙে থাকবে।

ডেড পিক্সেল সমস্যা সমাধানের জন্য বিশেষ কিছু করা যায় না। কারণ এটি মনিটরের প্যানেলের একটি সমস্যা। তাই যাদের মনিটরের এই সমস্যা তারা আগে ডাক্তার দেখান। তবে বেশিরভাগ সময় এই ডেড পিক্সেল আপনার চোখে পরবে না। তাই মোটামুটি কোন সমস্যা ছাড়াই আপনি নরমাল কাজগুলো করতে পারবেন। তবে কিছু কিছু সফটওয়্যারের মাধ্যমে এই ডেড পিক্সেল এর ছোট ভাই Stuck Pixel সমস্যা ঠিক করা যায়।

মনিটরের স্ক্রিন ভেঙ্গে গেলে কি করবেন?

অনেক সময় আমাদের মনিটরে নিচে পরে যায় অথবা নানা কারণে এই মনিটরের গায়ে দাগ পরে যায় অথবা মনিটর ভেঙ্গে যায়। এই রকম সমস্যা হলে দেরি না করে মনিটর ঠিক করে এমন কারও সাথে যোগাযোগ করুন। যদি শুধু ডিসপ্লে প্যানেল ভাঙ্গে এবং ভিতরের বোর্ডের কিছু না হয় তবে শুধু এই প্যানেল পরিবর্তন করলেই সব ঠিক হয়ে যাবে। তবে এরকম সমস্যা হলে নতুন মনিটর কেনাই ভাল আমার মতে। তারপরেও আপনি চাইলে পুরাতন মনিটর ঠিক করে নিতে পারেন।

মনিটরের ভিতর থেকে আওয়াজ আসলে কি করবেন ?

অনেক সময় এল.সি.ডি মনিটরের ভিতর থেকে হিস হিস আওয়াজ আসে। এরকমটা হয় কারণ অনেক মনিটরের ভিতরে সি.এফ.এল লাইট থাকে, সেগুলো নষ্ট হলে এরকম হতে পারে। তবে এখনকার এল.ই.ডি প্যানেলগুলোর এই সমস্যা থাকে না। তবে মনিটরের ভিতর থেকে আওয়াজ আসলে মনিটরের ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। তারপরেও সমস্যা না গেলে যারা মনিটর ঠিক করে তাদের কাছে নিয়ে যান।

মনিটরের রেসুলেশনে সমস্যা

অনেক সময় না না কারণে মনিটরের রেসুলেশনে সমস্যা থাকতে পারে। এরকম সমসসা দেখা দিলে আপনার কম্পিউটারের ডিসপ্লে অপশন্‌স থেকে আপনার মনিটর অনুযায়ী রেসুলেশন ঠিক করে নিবেন।এছাড়াও আপনার মনিটর যদি নিজ থেকে বন্ধ হয়ে যায় তাহলে আপনার পাওয়ার ক্যাবল ঠিক আছে কিনা দেখুন। যেই প্লাগ থেকে পাওয়ার আসছে সেটা ঠিক আছে কিনা দেখুন।

ল্যাপটপের মনিটরের সমস্যা

উপরে আমি যে সমস্যাগুলোর কথা বললাম তার প্রায় সবই ল্যাপটপের মনিটরে হতে পারে। কিন্তু ডেক্সটপ মনিটরের মত ল্যাপটপের মনিটর এত সহজভাবে ঠিক করা যায় না। তাই ল্যাপটপে এরকম সমস্যা দেখা দিলে দেরি না করে আপনি যেখান থেকে ল্যাপটপ কিনেছেন সেখানে নিয়ে যান। তারা হয়ত আপনাকে সাহায্য করতে পারবে। এছাড়াও ল্যাপটপ রিপেয়ার শপেও যেতে পারেন।

আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের টিউনটি ভাল লেগেছে। যদি আপনাদের এই টিউন সম্পর্কে কোন প্রশ্ন থাকে থাকে টিউমেন্ট এর মাধ্যমে জানাবেন। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

Level 2

আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই ভাল লিখেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।