আপনার পানির ট্যাংকে কত পানি আছে তা দেখাবে এবং ট্যাংক ফুল হলে এলার্ম বেজে উঠবে।

#প্রজেক্ট: ওয়াটার লেভেল ইন্ডিকেটর

আনন্দের আতিসহ্যে এই সামান্য আপ্যায়নের ব্যবস্থা। 🐸🐸

আপ্যায়িত হতে লাগবে-
১। ট্রান্জিস্টর (548)
২। রেসিস্টোর (২২০-৩৩০ ওহম)
৩।LED লাইট
৪। ৪/৫/৯ ভোল্ট ব্যাটারী

মন খুবই উৎফুল্ল। তাই বাসায় বসে বসে একটা বানাইলাম।পানির ৪টা লেভেল ইন্ডিকেট করে ওটায়। তবে এখানে যেটা উপস্থাপন করবো, সেটা কেবল একটা লেভেল ইন্ডিকেট করতে পারে।

#ধাপ-১: ট্রানজিস্টরের ' কালেক্টরের ' সাথে LED 'র ক্যাথড (ছোট পা) সংযুক্ত করেন। LED ' র অপর পায়ে একটা রেসিস্টোর লাগান। রেসিস্টোরের অপর প্রান্ত ব্যাটারীর ধনাত্মক প্রান্তে যুক্ত করেন।

#ধাপ-২: ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে একটা তার নিয়ে পানি-পাত্রের একদম তলানিতে রেখে দেন।

#ধাপ-৩: ট্রান্জিস্টোরের এমিটারের (emitter) সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত সংযুক্ত করুন।

#ধাপ-৪: ট্রান্জিস্টোরের বেসের (Base) সাথে একটা রেসিস্টোর লাগান। রেসিস্টোরের অপর প্রান্তে একটি তার সংযুক্ত করে তারটিকে পানিপাত্রের ভিতর কাংক্ষিত উচ্চতায় রাখুন।

পানি যখনই তারের এই প্রান্ত স্পর্শ করবে, তখনই LED জ্বলে উঠবে !!!

খুবই সহজ, তাই না ?
(পুরো প্রজেক্ট তৈরী করতে ১৫ টাকার মত লাগবে)

**এভাবে ইচ্ছে করলে ৪/৫ লেভেলের ইন্ডিকেটরও বানাতে পারবেন।

 

যদি না বোঝেন তাহলে  নিচের ভিডিও টি দেখেন সব পরিষ্কার হয়ে যাবে আশাকরি

আমার ইউটিউব চেনেলঃ https://youtu.be/pEFZzOoJydQ

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি শরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস