আসসালামু আলইকুম। সবাই কেমন আছেন? আমরা ধারাবাহিক ভাবে আরডুইনো নিয়ে আলোচনা করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজ আমরা আছি ১৫তম পর্ব। আজকের আলোচ্য বিষয় হলো লাইব্রেরী ফাইল ব্যবহার করে সেভেন সিগমেন্ট ডিসপ্লে অপারেট করার পদ্ধতি।
আজকের মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে লাইব্রেরী ফাইল কি সেটা জেনে নিই। আরডুইনোতে বিশেষ কিছু যন্ত্রপাতি, সেন্সর এবং ডিভাইস সহজে ব্যবহার করার জন্য ডিফল্টভাবে কিছু কোড তৈরী করে রাখা হয়। যাদেরকে লাইব্রেরী বলা হয়। এই লাইব্রেরী ব্যবহার করে আমরা শুধু কিছু বেসিক ডিক্লারেশন করে খুব সহজেই বিভিন্ন মডিউল, ডিভাইসকে খুব সহজেই আরডুইনোতে ব্যবহার করা যায়।
আরডুইনোতে সেভেন সিগমেন্ট ডিসপ্লে সহজে ব্যবহার করার জন্য একটা লাইব্রেরী রয়েছে। এই লাইব্রেরী ব্যবহার করে আমরা খুব সহজেই সেভেন সিগমেন্ট ডিসপ্লে অপারেট করতে পারি। গত পর্ব গুলোতে আমরা দেখেছিলাম অ্যারে ব্যবহার করে সেভেন সিগমেন্ট ডিসপ্লে কিভাবে অপারেট করতে হয়। কিন্তু যারা অ্যারে দিয়ে সেভেন সিগমেন্ট ডিসপ্লে অপারেট করা বুজতে কষ্ট হয় তারা আজকের টিউটোরিয়ালটি দেখতে পারেন। তবে আমি সবসময় অ্যারে ব্যবহার করেই সেভেন সিগমেন্ট ডিসপ্লে ব্যবহার করার পরামর্শ দেই। তারপরও যাদের বুজতে অসুবিধা হয় তারা লাইব্রেরী ব্যবহার করে কাজটা করতে পারেন। তবে আমার ব্যক্তিগতভাবে লাইব্রেরীটা পছন্দ নয়। কারণ এতে কিছু সমস্যা দেখি আমি। যাই হোক ওটা আপনারা এখন বুজবেন না। আপনাদের কাছে যেটা পছন্দ হয় আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। আমি উভয় পদ্ধতিই দেখিয়ে দিলাম। আজকের টিউটোরিয়ালটি দেখে নিন:
আশা করছি আজকের পর্বটি আপনারা ভালো করে বুজতে পেরেছেন। তারপরও যদি কারো কোন সমস্যা থাকে তাহলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন।
আমাদের ফেসবুক পেজ: নাবা টেক ওয়ার্ল্ড
আমাদের ইউটিউব চ্যানেল: Naba Tech World
আমাদের এই টিউটোরিয়াল সম্পর্কে আপনাদের যে কোন মতামত বা জিজ্ঞাসা আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে এবং আপনার সামান্যতম উপকারও হয়ে থাকলে অামাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি নাদিমুল হক জুলাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।