আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা একটা মজার বিষয় শিখবো। আজকে যে বিষয়টি শিখবো তা হলো Multiplexing। পাশাপাশি আমরা আরো শিখবো Multiplexing ব্যবহার করে কিভাবে আরডুইনোতে মাল্টিডিজিট সেভেন সিগমেন্ট ডিসপ্লে অর্থ্যাৎ অনেক গুলো সেভেন সিগমেন্ট ডিসপ্লে একসাথে ব্যবহার করতে হয় তা শিখবো।
Multiplexing কি? Multiplexing হলো একটি সিঙ্গেল ডাটা লাইন দিয়ে একই সময়ে মাল্টিপল সিগন্যাল প্রেরণ করার পদ্ধতি। এটা হলো বইয়ের সংজ্ঞা। আমি বিষয়টা বাস্তবে বুজানোর চেষ্টা করছি। গতপর্বে আপনারা দেখেছেন যে আমরা একটা সিঙ্গেল ডিজিট সেভেন সিগমেন্ট ডিসপ্লে ব্যবহার করে ০ থেকে ৯ পযন্ত দেখিয়েছি। কিন্তু আমরা যদি ৯৯ পযন্ত দেখাতে যাই তাহলে কি একটা ডিজিট দিয়ে দেখানো যাবে? মানে বলতে চাচ্ছি আমরা যখন বড় কোন ভ্যালু দেখাতে যাবো তখন আমাদেরকে অনেকগুলো ডিজিট ব্যবহার করতে হবে।
যেমন ধরুন আমরা যদি একটা ডিজিটাল ঘড়ি তৈরী করতে যাই তাহলে আমাদেরকে ৬টি ডিজিট ব্যবহার করতে হবে। যার মধ্যে ২ডিজিটে ঘন্টা, ২ ডিজিটে মিনিট আর ২ ডিজিটে সেকেন্ড দেখাতে হবে। এখন একটু চিন্তা করুন তো একটা সেভেন সিগমেন্ট ডিসপ্লেতে ৭টি পিন থাকে যাদেরকে আরডুইনোতে সংযোগ করতে হয়। যদি ৬ টি ডিজিট ব্যবহার করতে যাই তাহলে আমাদের প্রয়োজন হবে ৪২টি পিন। কিন্তু এত পিনতো আরডুইনোতে নেই। তার মানে কি আমরা আরডুইনোতে একাধিক ডিজিটের ডিসপ্লে ব্যবহার করতে পারবো না? অবশ্যই পারবো। এ সমস্যা থেকে উত্তরণের জন্যই আমরা মাল্টিফ্লেক্সিং মেথড ব্যবহার করবো। এর ফলে আমরা শুধু একটা ডিজিট ব্যবহার করতে যতগুলো পিন লাগে ঠিক ততগুলোই ব্যবহার করবো কিন্তু ডিজিট ব্যবহার করতে পারবো একাধিক। কি অবাক হয়েছেন? বিশ্বাস হচ্ছে না? অবাক হওয়ার দরকার নেই। ভিডিওতে আজকে এই বিষয়টিই করে দেখাবো। চলুন তাহলে জেনে নেই:
আশা করছি আজকের পর্বটি আপনারা ভালো করে বুজতে পেরেছেন। তারপরও যদি কারো কোন সমস্যা থাকে তাহলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন।
আমাদের ফেসবুক পেজ: নাবা টেক ওয়ার্ল্ড
আমাদের ইউটিউব চ্যানেল: Naba Tech World
আমাদের এই টিউটোরিয়াল সম্পর্কে আপনাদের যে কোন মতামত বা জিজ্ঞাসা আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে এবং আপনার সামান্যতম উপকারও হয়ে থাকলে অামাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি নাদিমুল হক জুলাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।