আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছি। আমরা আজ আরডুইনো টিউটোরিয়ালে ১৩তম পব নিয়ে আলোচনা করবো। এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনার করবো তা হলো অ্যারে ব্যবহার করে সেভেন সিগমেন্ট ডিসপ্লে অপারেট করার পদ্ধতি।
অ্যারে কি এটা নিয়ে আমরা একটা পর্বে বিস্তারিত আলোচনা করেছি। পাশাপাশি আমরা অ্যারে কিভাবে ব্যবহার করতে হয় তা্ও শিখেছি। গত পর্বে আমরা শিখেছিলাম সেভেন সিগমেন্ট ডিসপ্লে কিভাবে ব্যবহার করতে হয়। কিন্তু গতপর্বে আমরা সেভেন সিগমেন্ট ডিসপ্লে ব্যবহার করার জন্য যে কোড লিখেছিলাম তা অনেক বড় ছিল এবং ওই কোডটা প্রফেশনাল মানের ছিল না। আজকে আমরা দেখবো কিভাবে অ্যারে ব্যবহার করে মাত্র কয়েক লাইন কোড লিখেই একটা সেভেন সিগমেন্ট ডিসপ্লে রান করতে হয়।
অর্থ্যাৎ আমরা গতপর্বের কাজটাই আজ আবার করবো তবে আজ করবো অ্যারে ব্যবহার করে প্রফেশনাল ভাবে। অনেকেই হয়তো ভাবছেন যে গতপর্বে তাহলে অ্যারে দিয়ে করে দেখাইনি কেন? আসলে গতপর্বের মূল বিষয় ছিল সেভেন সিগমেন্ট ডিসপ্লে কিভাবে কাজ করে তা দেখানো। অ্যারেটা যদি গতপর্বে ব্যবহার করতাম তাহলে আপনারা সেভেন সিগমেন্ট ডিসপ্লের মেকানিজমটা হয়তো বুজতে কষ্ট হতো। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ধারাবাহিকভাবে শেখাতে। যাতে করে পূর্বের পর্বে আমরা যা শিখেছিলাম তা পরবর্তী পর্বে কাজে লাগাতে পারি।
অ্যারে নিয়ে আলোচনা করার সময় আমি বলেছিলাম কেন অ্যারে এত দরকারি। আজকের পবটি যদি আপনারা ভালো করে দেখেন তাহলে বিষয়টি বুজতে পারবেন। তো আজ আর বেশি কথা বলবো না। আমরা এখন সরাসরি ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিবো।
আশা করছি আজকের পর্বটি আপনারা ভালো করে বুজতে পেরেছেন। তারপরও যদি কারো কোন সমস্যা থাকে তাহলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন।
আমাদের ফেসবুক পেজ: নাবা টেক ওয়ার্ল্ড
আমাদের ইউটিউব চ্যানেল: Naba Tech World
আমাদের এই টিউটোরিয়াল সম্পর্কে আপনাদের যে কোন মতামত বা জিজ্ঞাসা আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে এবং আপনার সামান্যতম উপকারও হয়ে থাকলে অামাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি নাদিমুল হক জুলাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।