আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আরডুইনোর উপর ধারাবাহিকভাবে শেখার চেষ্টা করছি। সেই ধারাবাহিকতায় আজ আমরা আছি ৩য় পর্বে। এই পর্বে আজ আমরা জানবো কিভাবে আরডু্ইনোর জন্য একটি সিমুলেশন সফটওয়্যার ইনস্টলেশন করতে হয়। সিমুলেশন সফটওয়্যারের মাধ্যমে মূলত আমরা আরডুইনোর জন্য লিখা কোড গুলোকে বাস্তবে ব্যবহার করার আগেই কম্পিউটারে ভার্চুয়ালি সিমুলেট করে দেখতে পারবো। এরফলে কোন একটি প্রজেক্ট বাস্তবে করার আগে আপনি এটি কম্পিউটারে রান করে দেখতে পারবেন এতে কোন সমস্যা আছে কিনা। এতে আপনার অর্থ এবং সময় দুটিই সাশ্রয় হবে। এই কারণেই মূলত সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করা হয়।
ইলেক্ট্রনিক্স জগতে একটি জনপ্রিয় ও ব্যাপক ব্যবহৃত সিমুলেশন সফটওয়্যারের নাম হলো প্রোটিয়াস। প্রোটিয়াসে প্রচুর পরিমাণে ইলেক্ট্রনিক্স কম্পোনেন্ট থাকার কারণে এবং মাইক্রোকন্ট্রোলার বেইজড প্রজেক্টগুলো সিমুলেশন করার সুবিধা থাকার কারণে এটি এত জনপ্রিয়। তবে প্রোটিয়াসের ডেমো ভার্সনে আরডুইনো এর কাজ গুলো করা যায় না। এর জন্য প্রয়োজন হয় প্রফেশনাল ভার্সনের। প্রফেশনার ভার্সনটি নিতে হলে আপনাকে কিছু টাকাও গুণতে হবে। কিন্তু আমি আজকে আপনাদেরকে প্রফেশনাল ভার্সনটি দিয়ে দিবো এবং এটি কিভাবে ইন্সটল করতে হয় তার পূর্ণাঙ্গ পদ্ধতিও দেখিয়ে দিবো। আশা করছি ভিডিওটি দেখলে আপনারা প্রোটিয়াস আইএস আইএস ৭ প্রফেশনাল ভার্সনটি কম্পিউটারে সঠিকভাবে ইনস্টল করতে পারবেন। সফটওয়্যারটির ডাউনলোড লিংক আমি ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি।
আরডুইনো বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়ালের গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আরডুইনোতে কোড লিখা এবং আপলোড করার জন্য যে সফটওয়্যার প্রয়োজন হয় তা কিভাবে ইনস্টল করতে হয়। আজ দেখলাম কিভাবে আরডুইনোর জন্য লিখা কোডগুলো ভার্চুয়ালি সিমুলেট করে দেখার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করতে হয়। এর মধ্য দিয়ে মূলত আমরা সব ধরনের সফটওয়্যার ইনস্টল করা শেষ করেছি। ইনশাআল্লাহ আগামী পর্ব থেকে আমরা সরাসরি আরডুইনোতে কিভাবে কাজ করতে হয় তা দেখবো। আরডুইনোর টিউটোরিয়াল গুলো সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন থাকলে, কিংবা কোন মতামত থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজেও জয়েন করতে পারেন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে আজই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।
আমাদের ফেসবুক পেজ: http://www.facebook.com/nabatechworld
আমি "MoHiBbUr sHoPniL,,। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আজ কা কাম, কালপার নেহি ডাল।
অনেক ধন্যবাদ ভাই। এই সফটওয়্যার টি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ছাত্র-ছাত্রীদের জন্য অনেক কাজের। এটি দিয়ে সার্কিট সিমুলেশন খুব সহজেই করা যায়। ধন্যবাদ।