অভিন্দন সবাইকে। এই গরমে সবাই নিশ্চয় কিছুটা কষ্টের মধ্যে আছেন। অবশ্য সমাজের উচ্চবিত্তরা হয়ত এই গরমের আচ থেকে বেশ কিছুটা দূরে আছে। যাই হোক আমরা আজ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবৃত্তের ক্রয় ক্ষমতার মধ্যে থাকা এয়ার কুলার সম্পর্কে জানব।
এয়ার কুলান একটি বিশেষ ধরনের ফ্যান যা পানি এবং বরফ ব্যবহার করে একটি কুলিং প্যাডের সাহায্যে বাতাস পরিচালনা করে ব্যবহারকারীকে ঠান্ডা বাতাস প্রদান করে। এয়ার কুলারের মধ্যে কোন কম্প্রেসার থাকে না। এটি সাধারনত বক্সাকার হয়। সহজে পরিবহনের জন্য অধিকাংশ কুলারের নিচে চাকা থাকে। রিমোট কন্টোলারের মাধ্যমে এটিকে দূর থেকে নিয়ন্ত্রন করা যায়।
এয়ার কুলার গুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে। সাধারনত এয়ার কুলারের মডেল নম্বর ঐ এয়ার কুলারের পানি সংরক্ষক ট্যাংক এর সাইজের সাথে মিলিয়ে রাখা হয়। যেমন : 10 লিটার, 15 লিটার, 20 লিটার। পানির ট্যাংক বড় হওয়ার সাখে সাখে এয়ার কুলারের ফ্যানের ক্ষমতাএ বাড়তে থাকে। বাংলাদেশের বাজারে ভারতীয়, চায়নিজ এবং অন্যান্য দেশের এয়ার কুলার গুলো পাওয়া যায়। এগুলোর মধ্যে হানিওয়েল, সিম্ফনি, ইয়ামাদা ইত্যাদি অন্যতম।
Model -Water Cap. Price
Honeywell CL 151 - 15L - 9,000 Taka
Honeywell CL20 - 20L - 13,900 Taka
Honeywell CL 30XC - 30L - 15,100 Taka
Model -Water Cap. Price
Symphoney Diet8i - 8L - 8,000 Taka
Symphoney Diet22i - 22L - 12,100 Taka
Symphoney Diet50i - 50L - 13,900 Taka
Symphoney Storm70i - 70L - 23,500 Taka
Symphoney Storm100i - 100L - 28,000 Taka
এছাড়া অন্যান্য ব্রান্ডের এয়ারকুরাল গুলো 7,000 টাকা থেকে 15,000 টাকার মধ্যে পাওয়া যায়। কেনার পূর্বে অবশ্যই দেখে বুঝে কিনবেন।
সাধারনত এয়ার কুলার ম্যানুফ্যাক্চারিং কোম্পানী গুলো এক বছরের বিক্রয়োত্তর সেবা দিয়ে থাকে। তবে ক্রয়ের সময় অবশ্যই ওয়ারেন্টি সম্পর্কিত কার্ড বুঝে নিন।
উল্লেখ্য যে এয়ার কুলার গুলো থেকে কখনই উচ্চমূল্যের এয়ার কন্ডিশনারের মত ঠান্ডা বা পারফমেন্স আশা করা ঠিক হবে না। অনেকে এসির বিকল্প হিসাবে এয়ার কুলার কিনে ঐরূপ ঠান্ডা না পেয়ে আশাহত হন। মনে রাখতে হবে এটি এভাপোরেটিভ কুলার। এটির বিশেষ সুবিধা হল এটি বিদ্যুত সাশ্রয়ী এবং ইউজার ফ্রেন্ডলী। তাছাড়া মোটামুটি সকলের ক্রয় ক্ষমতার মধ্যে।
টিউনটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ...
আমি জ্ঞান পিপাসু (R@FIZ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার ,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
ধন্যবাদ আপনাকে।