ইলেক্ট্রো-মেডিকেল ইঞ্জিনিয়ারিং পর্বে আজ দেখাবো কিভাবে নষ্ট সাকশন মেশিন সহজে সারানো যায় (ভিডিও টিউন) পর্ব – ০১

আসসালামুয়ালাইকুম,

আশা করছি টেকটিউনস পরিবারের সকলেই ভালো আছেন। সকলের দোয়াতে আমিও ভালো আছি। আজ থেকে এমন কিছু অতি প্রয়োজনীয় কাজের ভিডিও টিউন নিয়ে আসবো যা আগে কেউ কখনও দেয় নেই। আশা করছি কম বেশি সকলের কাজে আসবে, বিশেষ করে যারা ইলেক্ট্রো-চিকিৎসা প্রকৌশলী বিদ্যা, টেকনিসিয়ান, ডাক্তার এর পেশার সাথে  জড়িত আছেন তাদের ভাল লাগবে এবং অবশ্যই কাজে আসবে। এই ভিডিও তে আমি দেখাবো কিভাবে নষ্ট সাকশন মেশিন সহজে সারানো যায়।

কাজের পূর্ণ সুবিধার্থে ভিডিও টি তে ভালো ভাবে দেখানো হয়েছে।

পর্ব - ০১

পর্ব - ০২

পর্ব - ০৩

বিঃ দ্রঃ মেডিকেল ডিভাইস ও একুইপমেনট মেরামত এবং কেনা সহ যেকোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইলেক্ট্রো-মেডিকেল ইঞ্জিনিয়ারিং কাজ শিখতে আমার পরবর্তী ভিডিও গুলো দেখুন।

আমার ফেসবুক এ যোগাযোগ করতে লাইক দিনঃ ফেসবুক পেজ

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আরও বেশ কিছু ভিডিও দেখতে আমার সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মতামত দিয়ে আরও ভালো কিছু করার সুযোগ করতে সহায়তা করবেন। সকলকে আবার ধন্যবাদ জানাই ভিডিও টি দেখার জন্য।

শুভ কামনায়

সোহেল

Level New

আমি মোঃ শাহজাহান সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tr 2000 x ray matchin এর small focus কাজ করেনা। small focus কিভাবে কাজ করানো যাবে

    আপনার এক্স-রে মডেল ভুল আছে। সম্ভবত এটি টি আর- ২০০ এম এ। ফোকাস এর ভেতর এর হ্যালোজেন বাল্ব টি ভাল আছে কিনা দেখুন।