আসসালামু আলাইকুম। আশা করি সভাই ভালো আছেন।
আমার নাম সৈয়দ মোঃ মাহমুদ হাসান মাছুম। এটা আমার ভাই এর আইডি। Googlee এ Masum Scientist লিখে সার্চ দিলেই আমাকে পাবেন।
আজকে আমি আপনাদের দেখাবো আমার নতুন প্রজেক্ট যা হিট সেন্সর এর কাজ করবে। এটা আমি ছাড়া আগে কেও বানায় নাই। চাইলে Youtube, Google এ সার্চ দিয়ে দেখতে পারেন।
এর আগে আমি দেখাইছিলাম, পৃথীবির সবচাইতে সহজ ইনভার্টার।
যাই হোক এটা আপনারা চাইলে কপি করতে পারেন কিন্তু আমার নাম উল্লেখ করতে ভুইলেন না।
আমরা জানি, গ্যাস (বাতাস) কে চাপ দিলে তরলে পরিনত হয়। তরল কে তাপ দিলে গ্যাস এ পরিনত হয়। আবার, গ্যাস কে তাপ দিলে আয়তনে প্রসারিত হয়। ঠান্ডা করলে সংকোচন হয়। যাইহোক আমি পদার্থের ক্লাস নিতে চাইনা। আমরা এইখানথেকে জানতে পারলাম গ্যাস কে তাপ দিলে বারে বা প্রসারিত হয়।
আমরা এই ধর্মকে কাজে লাগিয়ে এটা বানাতে পারি।
প্রথমে একটা বোতলের মুখ নেই। নিসচিত হতে হবে যেনো লিক বা ফুটা না থাকে। বোতল এর মূক্ষার চার পাসে ডাবল সাইট কস্টিপ লাগাই। কোথাও যেনো বাদ না থাকে। বেলুন কেটে মোখের চার পাসের কস্টিবে ভালো করে আটকাতে হবে। যাতে বিতরের বাতাস বের না হতে পারে। এবার ড়াবার দিয়ে অতিরিক্ত টাইট করে আটকাই। এবার ছবি দেখেন
এবাবে লাগাবেন। গুনায় ভোল্ট ইন করাবেন। আর বেলুনে একটা লুহার টুকটা লাগানো তাতে যেই তার আছে সেটা দিয়া ভোল্ট আউট হবে। আর এই দুই তার এর মদ্দে ফাকা দিবেন।
তাহলেই কাজ শেষ। এবার এটাকে এইবাবে চালাতে পারেন
২ তারের মধ্যে ফাকা তাই স্বাভাবিক অবস্থায় এর আউট পুট নাই। কিন্তু যখন তাপ পুয়োগ করবেন তখন এটার ভিতরে যেই বাতাস আছে তা প্রসারিত হবে কিন্তু বের হতে পারবে না তাই বেলুন টা হাল্কা উপরের দিকে ঊঠে আসবে। আর গুনার সাথে টাচ করলেই আউট পুট পাবে। অর্থাৎ সাভাভিক অবস্থায় আউট পুট পাবেন না। গরম গলে পাবে। যেমন গরম গলে ফ্যান চালু ইত্যাদি।
নোটঃ এটা যেহেতু নরমাল জিনিস তাই এটায় সরাসরি AC কারেন্ট দিবেন না। এটা দিয়ে Relly এর মাধ্যমে AC কারেন অন অফ করবেন। আর নরমাল তাপ বা এটা ঠান্ডা করলে আবার বন্ধ হয়ে যাবে। আর ২ তারের মাঝে যতো ফাকা দিবেন তত বেশি গরমে চালু করবে। তাই নিশ্চিত হন বেশি ফাকা দেন নাই।
এটা আমি টেস্ট না করে টিউন করি নাই।
এই বক্সে আমি কিছু ক্যামিকেল রাখবো যা তাপে রাখতে হয়। তাই এটা বানিয়েছি। নির্ধারিত তাপে বনধ হয়ে যাবে আবার তাপ কমলে লাইট জালিয়ে তাপ দিবে। তাই তাপ সমান থাকবে। (আশাকরি)
উত্তরঃ রুটি ফুলতে দেখে।
বিদ্রঃ কাজে সফল না হলে পুরো টিউন ভালো করে পড়েন। টিউমেন্ট তো আছেই
আমি mahadi hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
all kinds of computer & software ----- virus
atar kg ki vai??