সবাই কেমন ? আজ আমি যেই টিউন উপহার দিব, আশা করি সকলের ভাল লাগবে। তবে যারা নতুন তাদের অনেক ভাল লাগবে। আজ আমি দেখাবো কিভাবে কারেন্টের সাথে না লাগিয়ে ২-৩ ইঞ্চি দুর থেকে কারেন্ট টেস্ট করা যায় এবং কিভাবে তারের ফল্ট বের করে তার মেরামত করা যায়। এটির মাধ্যমে আপনি তারের কাভারের উপর দিয়েও কারেন্ট চেক করতে পারবেন।
যাইহোক, যদি কেউ এই সার্কিটটি তৈরি করতে চান, তাহলে নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন:
এবার নিচের ডায়াগ্রাম অনুযায়ী সংযোগ দিন।
এখন Antena তারকে AC কারেন্টের কাছে নিয়ে গেলে LED জ্বলা নেভা করবে। যদি না করে তাহলে বুঝতে হবে লাইনে কারেন্ট নেই। এই একই পদ্ধতি কাজে লাগিয়ে আপনি যেকোন তারের ফল্ট বেড় করতে পারবেন। এজন্য আপনাকে তারের এক প্রান্তে কারেন্ট প্রবেশ করিয়ে ওই তারের উপর দিয়ে Antena এর তার নিয়ে যেতে হবে। যতদুর পর্যন্ত LED জ্বলানেভা করবে ততদুর পর্যন্ত তার ঠিক আছে। যেখানে LED অফ হয়ে যাবে বুঝবেন সেখানেই ফল্ট আছে। এবার কারেন্ট থেকে তার খুলে ওই অংশের মাঝখানে কেটে দুই দিক থেকে ৫-৮ ইঞ্চি তার বাদ দিয়ে জোরা দিন। এবার দেখুন তারের ফল্ট সেরে গেছে।
সর্তকতাঃ
যদি বুঝতে সমস্যা হয় তাহলে ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন, সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর 8801716218847।
আর যদিকেউ কোন প্রজেক্ট কিনতে চান তাহলেও যোগাযোগ করতে পারবেন।
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
Need 4 led level indicator circuit for home water tank with buzzer. Thanks