সবাই কেমন ? আজ আমি যেই টিউন উপহার দিব, আশা করি সকলের ভাল লাগবে। তবে যারা নতুন তাদের অনেক ভাল লাগবে। আজ আমি আঙ্গুল দিয়ে Touch করেযেকোন বৈদ্যুতিক লোডকে নিয়ন্ত্রনের ছোট একটা প্রজেক্ট উপহার দিবো। এটির মাধ্যমে আপনি লাইট, ফ্যান,সকেট, মটর বা যেকোন লোডকে Touch করে নিয়ন্ত্রন করতে পারবেন। যাইহোক, যদি কেউ এই সার্কিটটি তৈরি করতে চান, তাহলে নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন:
এবার নিচের ডায়াগ্রাম অনুযায়ী সংযোগ দিন।
যদি বুঝতে সমস্যা হয় তাহলে ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
3volt চালিত এরকম একটি টাচ্ সুইচ বানানোর সার্কিট আপনার কাছে থাকলে শেয়ার করেন প্লীজ।