আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-৩৬] :: এবার যেকোন বৈদ্যুতিক লোডকে আঙ্গুল দিয়ে Touch করে নিয়ন্ত্রন করুন!

আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট!

সবাই কেমন ? আজ আমি যেই টিউন উপহার দিব, আশা করি সকলের ভাল লাগবে। তবে যারা নতুন তাদের অনেক ভাল লাগবে। আজ আমি আঙ্গুল দিয়ে Touch করেযেকোন বৈদ্যুতিক লোডকে নিয়ন্ত্রনের ছোট একটা প্রজেক্ট উপহার দিবো। এটির মাধ্যমে আপনি লাইট, ফ্যান,সকেট, মটর বা যেকোন লোডকে Touch করে নিয়ন্ত্রন করতে পারবেন। যাইহোক, যদি কেউ এই সার্কিটটি তৈরি করতে চান, তাহলে নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন:

  • ic1= CD4017 একটি।
  • একশ ওহমের রেজিস্ট্যান্স একটি।
  • দশ মেগাওহমের রেজিস্ট্যান্স একটি।
  • 390 ওহমের রেজিস্ট্যান্স একটি।
  • 120 ওহমের রেজিস্ট্যান্স একটি।
  • যেকোন কালারের led দুইটি।
  • যেকোন মানের রেকটিফায়ার ডায়োড একটি। আমি এখানে 1N4007 ব্যবহার করেছি।
  • যেকোন মানের NPN ট্রানজিস্টর একটি। আমি এখানে BC547 ব্যবহার করেছি।
  • যেকোন মানের PNP ট্রানজিস্টর একটি। আমি এখানে BC557 ব্যবহার করেছি।
  • 9 অথবা12 ভোল্টের রিলে একটি।
  • Touch Plate হিসাবে যেকোন কম্পোনেন্টের পা কে পাশাপাশি রাখবেন, যেন মাঝখানে আঙ্গুল রাখলে দুপাশেই যেন স্পর্শ করে। আমি এখানে Touch Plate হিসাবে দুটো রেজিস্ট্যান্সের পা ব্যবহার করেছি।
  • সার্কিটটির পাওয়ার সাপ্লাই হিসেবে 9 বা 12 ভোল্টের ব্যাটারি অথবা 9 বা 12 ভোল্টের ট্রান্সফরমার দিয়ে অ্যাডাপটার বানিয় ব্যবহার করতে পারবেন।

এবার নিচের ডায়াগ্রাম অনুযায়ী সংযোগ দিন।

TTC Tunes
ভেরোবোডে আমার সংযোগ করা সার্কিটটি দেখুন:

TTC Tunesএখন দুই পিনের মাঝখানে আঙ্গুল দিয়ে একবার Touch করলেই রিলে অন হবে আর পরের Touch এ রিলে অফ হয়ে যাবে।

যদি বুঝতে সমস্যা হয় তাহলে ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

3volt চালিত এরকম একটি টাচ্ সুইচ বানানোর সার্কিট আপনার কাছে থাকলে শেয়ার করেন প্লীজ।