সবাই কেমন ? আজ আমি যেই টিউন উপহার দিব, আশা করি সকলের ভাল লাগবে। তবে যারা নতুন তাদের অনেক ভাল লাগবে। আজ আমি Mini Pushbutton Switch দিয়ে যেকোন বৈদ্যুতিক লোডকে নিয়ন্ত্রনের ছোট একটা প্রজেক্ট উপহার দিবো। এটির মাধ্যমে আপনি লাইট, ফ্যান,সকেট, মটর বা যেকোন লোডকে Mini Pushbutton Switch দিয়ে নিয়ন্ত্রন করতে পারবেন। এখানে Mini Pushbutton Switch বলতে টিভি, ভিসিডি বা ডিভিডি ইত্যাদির মেনু বাটনে যেই ধরনের ছোট সুইচ ব্যবহার করা হয়, সেটাকে বুঝানো হয়েছে।এক কথায় যেই সুইচে চাপ দিয়ে ধরে থাকলে on হয় আর ছেড়ে দিলে off হয়। যাইহোক, যদি কেউ এই সার্কিটটি তৈরি করতে চান, তাহলে নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন:
li> R5= এক কিলোওহমের রেজিস্ট্যান্স একটি।
এবার নিচের ডায়াগ্রাম অনুযায়ী সংযোগ দিন।
push switch এ এক চাপ দিলেই রিলে অন হবে আর পরের চাপে রিলে অফ হয়ে যাবে। এই সার্কিটটি আপনি কোন ডিভাইসের Standby switch হিসেবে ব্যবহার করতে পারবেন।
যদি বুঝতে সমস্যা হয় তাহলে ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন, সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর 8801716218847 .
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
ভাইয়া আমি প্রায় আপনার পোষ্ট পড়ি,ভাল লাগে।আপনার কাছে কি টাইম কন্ট্রোল সার্কিট আছে?যেমন আমি কোন লোড কে আমি কিছু সময় চালাব তারপর তা নিজে নিজেই বন্ধ হবে