কেমন আছো সবাই?
আজকের এই ইলেক্ট্রনিক্স প্রোজেক্ট দিয়েই আমার ইলেকট্রনিক্সে হাতে খড়ি। হ্যাঁ, এটা একটা ডার্ক সেন্সর বা অন্ধকার সংবেদী ডিভাইজ।
এই ধরণের সার্কিট বেশ সহজ হয় বানাতে। যে কেউ এটা বানাতে পারে।
কিন্তু আমাদের ব্লগের জন্য, আমি আবার এটা বানালাম।
এই সার্কিটে আমি বিসি৫৪৭ এনপিএন ট্রাঞ্জিস্টর ব্যবহার করেছি।
LDR |
How It Works |
একটা এনপিএন ট্রাঞ্জিস্টর সুইচ করতে হলে পজিটিভ চার্জ দরকার হয়।এবং সেন্সর হিসেবে আমি এলডিআর বা লাইট ডিপেন্ডেন্ট রিসিস্টর ব্যবহার করেছি। এটি এক ধরণের ফটো রিসিস্টর।এলডিআর এর রেজিস্ট্যান্স বা রোধকত্ব তার ওপরের আলোর উপস্থিতির ওপর নির্ভর করে।
এভাবে এটা দিয়ে অটোমেটিক নাইট লাইট বানানো যাবে।
নিচে এর ডায়াগ্রাম দিয়ে দিলাম। সব শেষে ভিডিও টিউটোরিয়াল আছে।
আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।