১ ওয়াট এলইডিএর ডিমার বানাও [ভিডিও টিউন]

আমার এক বন্ধু আমাকে এলইডি এর ব্রাইটনেস কন্ট্রোলার তৈরি করতে বলেছিলো।
তার টেবিল ল্যাম্পের ব্রাইটনেস কন্ট্রোল করার জন্য।
সে ৫৫৫ আইসি দিয়ে পিডব্লিউএম বা পালস ওয়াইডথ মডুলেটর সার্কিট তৈরির চেষ্টা করেছিলো, কিন্তু সামান্য কাজের জন্য একটা কমপ্লেক্স সার্কিট সে তৈরি করতে চাচ্ছিলো না।
আমি তাকে ভলিউম (পটেনশিওমিটার) এবং ট্রান্সজিস্টার ব্যবহার করে কাজটা করতে বলেছিলাম।

এই ডিমারটি ১ ওয়াটের একটা এলইডি ড্রাইভ করতে পারে।এই এলইডি এর কালার টেম্পারেচার বেশি তা চোখের জন্য বেশ আরামদায়ক, আমি তাই আমার টেবিল ল্যাম্পের টিউব রিপ্লেস করে এগুলো বসিয়েছি।

1w LED with Heatsink

এই ১ ওয়াট এলইডি নিয়ে কিছু তথ্য,

Forward Voltage:3.0V – 3.4V
Angle:110 deg
Luminous Flux (lm):110 – 130
Color Temp:2700K – 3300K
এখানে আমি বিসি৫৪৭ ব্যবহার করেছি কারণ এর ব্যবহার এবং অপারেশন সহজ। কিন্তু যেকোনো এনপিএন ট্রানজিস্টার ব্যবহার করা যাবে।
একটা এনপিএন ট্রাঞ্জিস্টরের সুইচ করতে পজিটিভ ভোল্টেজ লাগে।
যখন ট্রাঞ্জিস্টরের বেস থেকে পজিটিভের সাথে যুক্ত তারের রোধ বা রেসিস্ট্যান্স গ্রাউন্ডের বা নেগেটিভের সাথে লাগানো তার হতে বেশি থাকে তখন ট্রাঞ্জিস্টর দুর্বল বা হালকা আউটপুট দেয়।
আবার এর উলটো বা নেগেটীভের সাথে রিসিসট্যান্স বেশি হলে তুলনামুলক বেশি আউটপুট ভোল্টেজ দেয়।
তাই আমরা দুই পাশের রিসিস্ট্যান্স ভ্যারি করার জন্য পটেনশিওমিটার ব্যবহার করেছি।
আমি এই প্রোজেক্টের একটা ভিডিও করে রেখেছি, তোমরা চাইলে তা দেখতে পারো।

Project Video:

Project Image:

Level 0

আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Khub Sundor Video