৫৫৫ আইসি দিয়ে বাই পোলার এলইডি ড্রাইভার |
আজকের টিউটোরিয়ালে আমরা ৫৫৫ টাইমার আইসি ইউজ করে একটি বাই পোলার এলইডি ড্রাইভার সার্কিট তৈরি করতে শিখবো।
এই প্রোজেক্টটি যারা কেবল নতুন এবং আগ্রহী তাদের জন্য, অন্যথা টিউমেন্টে "আমি এটা জানি" কিংবা "সব্বাই জানে এটা" বইলা আওয়াজ না করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি।
কিন্তু টিউটোরিয়াল শুরুর আগে আমাদের বাই পোলার এলইডি নিয়ে জানা দরকার।
বাই পোলার এলইডি হলো এমন এক ধরনের এলইডি যা দুইটি পোলারিটীই কাজে আসে, অর্থাৎ এতে দুইভাবে কারেন্ট বায়াস দিলে দুইভাবে কাজ করে থাকে।
যেমন পজিটিভ এবং নেগেটিভ বায়াস দিলে হলুদ এবং নেগেটিভ ও পজিটীভ (উলটে দিলে) বায়াস দিলে লাল আলো নিঃসরণ করে।
YELLOW for PN
RED for NP
Bi Polar LED Schematic Symbol |
আশা করি বুঝতে পেরেছো বাই পোলার এলইডিএর কাজ? এটা মুলত টিভি, কম্পিউটার ইত্যাদি ডিভাইজের ডায়াগনস্টিক এলইডি হিসেবে ব্যবহার করা হয়।
একটা সাধারন বাই পোলার এলইডি ড্রাইভার বানানোর জন্য তোমরা ৫৫৫ আইসি ইউজ করতে পারো যা আমি নিচের ভিডিও টিউটোরিয়ালে ইউজ করেছি।
এই সার্কিটে ৫৫৫ আইসিতে ২ নাম্বার পিনে, যার নাম "ট্রিগার", সেখান থেকে একটি ক্যাপাসিটর গ্রাউন্ডে বা নেগেটিভে চলে গেছে।
এর দ্বারা আমরা আউপুট সিগন্যাল নিয়ন্ত্রন করতে পারি।
ক্যাপাসিটরের মান বাড়লে আউটপুটের গতি কমবে, এবং মান কমলে আউটপুটের গতি বাড়বে।
এখানে ৫৫৫ আইসিটি, অ্যাস্টেবল মোডে কাজ করছে, যার মানে একটি ক্লিন আউটপুট, যার কোনো মাঝে মাঝে বিরতি নেই। একনাগাড়ে করে যাবে।
Bi Polar LED |
Circuit with Potentiometer |
তুমি যদি ভলিউম (পটেনশিওমিটার) দিয়ে স্পীড কন্ট্রোল করত্যে না চাও তবে নিচের ডায়াগ্রাম ব্যবহার করতে পারো।
Circuit without Potentiometer |
Circuit without Potentiometer |
আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Kj er Video vai