পেন্সিল ব্যাটারি দিয়ে পাওয়ার ব্যাঙ্ক বানাও [ভিডিও টিউন]

কেমন আছো বন্ধুরা? জি ল্যাবের প্রথম বাংলা টিউনে তোমাদের স্বাগতম। আশা করি আমি তাওসিফ তোমাদের সাথেই থাকবো। তোমাদের কি মনে আছে আমরা ছোটো থাকতে পেন্সিল ব্যাটারি দিয়ে মটর চালাতাম :p আর নিজেদের পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানি ভাবতাম :p একটা পেন্সিল ব্যাটারি, যার সাইজ ব্যাবসায়িক ভাবে ডাবল এ বলা হয়, এর রেটেড ভোল্টেজ ১.৫ ভোল্ট। আর আমরা এরকম চারটি ব্যাটারি দিয়ে একটা সাধারণ মোবাইল বা ইউএসবি ডিভাইজ চার্জ করার মতো এম্পিয়ার এবং ভোল্ট পেয়ে যাবো।
ভিডিও

সিরিজে আমরা চারটা ডাবল এ সাইজের ব্যাটারি সেটাপ করলে আমরা ৬ ভোল্ট এবং ১.৫ এম্পিয়ার কারেন্ট পাবো।

এখন দেখা যাক আমরা কিভাবে এই পাওয়ার ব্যাঙ্কটি বানাবো।

আমাদের কিছু ইলেক্ট্রনিক কম্পোনেন্ট এবং হার্ডওয়ার লাগবে যা খুবই সহজলভ্য।

  1. কিছু স্ক্রু
  2. তার
  3. ইউএসবি ক্যাবল বা পোর্ট
  4. চারটে ডাবল এ সাইজের পেন্সিল ব্যাটারি
  5. ১ বর্গ ফিটের কার্ডবোর্ড
  6. ধাতব বক্স

একটা ডাবল এ সাইজের পেন্সিল ব্যাটারির দাম ১২ টাকা, এখানে আমাদের লাগবে চারটি। আমরা টাকা বাচাতে চাইলে রিচার্জেবল ডাবল এ সাইজের ব্যাটারি ইউজ করতে পারি।

কিন্তু তার আগে আমাদের লাগবে ব্যাটারি কেস।

আমরা অনলাইন শপে সহজেই এই ব্যাটারি কেইসিং খুঁজে পেতে পারি। কিংবা পুরনো খেলনা হতে ভেঙ্গে নিতে পারি।

কিন্তু আমার মনে হয় আমরা সহজেই কার্ড বোর্ড, স্টাপলার পিন এবং আঠা দিয়ে কেসিং বানাতে পারবো, যদিও এটা রিলায়েবল বা সুবিধার না।

এবার আমাদের ব্যাটারিগুলোর মাঝে সিরিজ কানেকশান তৈরি করতে হবে, যেটা সবাই পারবে আশা করি নিচের ছবি দেখার পর, বা আমি এই কাজটা ভিডিওতে করে দেখিয়েছি সেটা দেখতে পারো।

উপরের ছবিতে আমি কিভাবে সিরিজ কানেকশান হবে তা ব্যাখ্যা করে দিয়েছি।

নিচের ছবিতে আমি একটা ইউএসবি ক্যাবলের নানা অংশের নাম উল্লেখ করেছি জানার জন্য।

USB Cable Configuration

এবার আমাদের এই পাওয়ার ব্যাঙ্কের সাথে কানেক্ট করার জন্য ইউএসবি জ্যাক বা ক্যাবল তৈরি করতে হবে।

এডাপ্টার বানাতে, একটা ইউএসবি ক্যাবল নাও, ইউএসবি জ্যাক কেটে ফেলো( মাইক্রো বি - না), তুমি চারটা তার দেখতে পাবে।

লাল, সবুজ, সাদা, এবং কালো।

সবুজ এবং সাদাটি ডাটা ট্র্যান্সফার করার জন্য।বাকিগুলো পাওয়ার ক্যাবল।

এখানে লালটি পজিটীভ এবং কালোটি নেগেটিভ।

USB Cable Inside

তুমি যদি লাল কালো তার না পাও তবে মাল্টিমিটার বা এলইডি দিয়ে পজিটীভ নেগেটিভ বের করে নিতে পারো।

এবার লাল তারটি ব্যাটারির সিরিজ প্রান্তের পজিটীভ প্রান্তে এবং কালোটি মেগেটিভ প্রান্তে যুক্ত করে কেসিং-এ বসালেই আমাদের পাওয়ার ব্যাঙ্ক প্রস্তুত।
এটা একটা ৬ ভোল্ট ১.৫ অ্যাম্পিয়ার পাওয়ার ব্যাঙ্কের কাজ করবে।

<a href="

#DIY_EveryWeek

Level 0

আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

joto kosto korlen r thaka komdamer akta power bank kinai to valo…..

khub suondor post