বেসিক ইলেকট্রনিক্স [পর্ব-০৪] :: ইলেকট্রনিক্স এর ব্যবহৃত বিভিন্ন টুলস এর কাজ ও এর বৈশিষ্ট্য

বেসিক ইলেকট্রনিক্স

আসসালামু-আলাইকুম। আমি মোঃ তাজউদ্দিন চৌধুরী। ইলেকট্রনিক্স এর একজন ছাত্র। হয়ে যান ইলেকট্রনিক্স এর মহাগুরু। যাদের ইলেকট্রনিক্স সম্পর্কে আগ্রহ রয়েছে তাদের জন্য আমি একেবারে শুরু থেকে সহজ ভাষায় চেইন টিউন করছি। আমি কথা না বাড়িয়ে শুরু করছি। গত পর্বগুলোতে আমরা কিছু কম্পোনেন্ট সম্পর্কে আলোচনা করেছি। আমাদের আজকের বিষয়ঃ ইলেকট্রনিক্স এর ব্যবহৃত বিভিন্ন টুলস এর কাজ ও এর বৈশিষ্ট্য। তো চলুন শুরু করি।

 

১। সোল্ডারিং আয়রনঃ ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়। সাথে সোল্ডারিং লিড ও রজিন/রজন প্রয়োজন হয়। নিচের চিত্র দেখুনঃ

২। কম্পোনেন্ট বোর্ড/ ভেরো বোর্ডঃ এই বোর্ডের উপর সার্কিটের যন্ত্রাংশ গুলো রেখে ঝালাই করে বিভিন্ন সার্কিট তৈরি করা হয়। নিচের চিত্রটি দেখুনঃ

৩। এভোমিটার/ মাল্টিমিটারঃ ভোল্টেজ, রেজিস্ট্যান্স, কারেন্ট ইত্যাদি পরিমাপক যন্ত্র। নিচের চিত্র লক্ষ্য করুনঃ

আমাদের বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী তৈরি করতে হলে আরো কিছু আবশ্যক যন্ত্র প্রয়োজন যেমনঃ সিরিজ লাইন বোড, ডিসি পাওয়ার সাপ্লাই, স্ক্রু ড্রাইভার সেট, কাটার, টেপ, গাম/আঠা ইত্যাদি। এগুলো থাকার পাশাপাশি উপরের যন্ত্রগুলো আবশ্যক। তবে বেসিক ভাবে সার্কিট তৈরিতে আমরা এই যন্ত্রগুলো হলেই কাজ করতে পারব।

আজ এ পর্যন্তই। বুঝতে সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন। আগামী পর্বে আমরা ইলেকট্রনিক্স এর বহুল ব্যবহৃত কম্পোনেন্ট ও এদের প্রতীক সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে টিউমেন্ট বক্সে জানাবেন। আমি  ইলেকট্রনিক্স এর উপর একজন ছাত্র। আমি সাধ্যমত সকল বিষয় সহজ ভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ভাল থাকেবেন সবাই। আসসালামু-আলাইকুম।

Level 2

আমি মোঃ তাজউদ্দিন চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Nice. Digital AVO meter er price koto? kon brand valo?

Digital meter motamuti 1000 er moddhe kinle khub valo hoy tobe ami choto size er akta kineci 250 taka dia, pokete e takha jay, kharap na valoi.
valo kisu brand holo: NT, Excel, Hyelec, Hioki

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।

Vai sundor post, #kintu digital AVO Meter er dam koto?

কমেন্ট করার জন্য খুবই ধন্যবাদ। ডিজিটাল এভোমিটার 200 থেকে শুরু তবে বেশি ভাল চাইলে 800-1000 টাকার মধ্যে কিনলে খুবই ভালো মিটার পা্ওয়া যাবে। আমি একটা মিটার ব্যবহার করি 250 টাকা দামের ছোট সাইজ, পকেটে বহন করা যায়। কাজ ও ভালো করে।

ভাইয়া প্রতিটা টিউনের সাথে যেসব টুলস নিয়ে কথা বলবেন তাদের দাম এবং কোথায় কিনতে পাওয়া যাবে তাও একটু লিখে দিবেন প্লিজ। টিউনের নিচে নোট করে দিলে ভালো হয়।

@শাহরিয়ার সৌরভঃ ধন্যবাদ ভাই। আপনার সাথে আমি একমত। পরবর্তীতে আমি প্রাপ্তিস্থান এবং আনুমানিক দাম সম্পর্কে নোট লিখে দিব। আসলে আমার মাথায় ছিল না ব্যাপারটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন ভাই।