আসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের সামনে এমন একটি সার্কিট নিযে আসছি সেটা আমরা প্রতি নিয়ত ব্যবহার করে থাকি। তো আসলে আমরা আজ আমাদের হাতে তৈরী সার্কিটটি আমাদের বাডিতে ব্যবহার করব। কাজের কথায় আসি ! এক কথায় বলতে গেলে নিজের বাড়ীর সব বাল্ব নিজে তৈরী করে নিজের বাড়ীতে ব্যবহার করেন।
তো সে বাল্ব তৈরী করেতে গেলে কী কী লাগবে।
পার্টস গুলো সব ঠিক মত বসা হলে। এবার সিরিজ বোর্ড এর মধ্যে টেস্ট করে ফেলুন। কোন প্রকার সমস্যা হলে আমাকে কমেন করে জানাতে পারেন। পূর্বে প্রকাশিত হয়। ডিজিটাল ইনফর মেশান
কোন প্রকার ভুল হলে ক্ষমা করবেন। ভাল লাগলে টিউমেন্ট করুন।
আমার ফেসবুক প্রোফাইল fb.com/mujiburrahman.trader
আমি মুজিবুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই সার্কিটটির আরো ডিটেলইস্ দরকার। চপারের ব্যাপারে কিছু বলেন নি। টিউবের চারটি পা কোথায় কানেক্ট করব? এই সার্কিটটার ওয়াট কত?