নিয়ে নিন মোবাইলের ব্যাটারির চার্জ লেভেলার

আস সালামু আলাইকুম।
ধরে নিলাম ভলই আছেন
আমি হয়ত টাইটেল দ্বারা মুল বিষয়টা বুঝাতে পারিনাই।
মুল বিষয়টা হলঃ আমরা অনেকেই মোবাইলের ব্যাটারি দিয়ে অনেক কিছু বানায়। যেমনঃ লাইট বা ছোট ফ্যান ইত্যাদি।
কিন্তু এই লাইট টাতে কি পরিমাণ চার্জ আছে তা জানতে পারিনা। ক্যামন হয় যদি ঐচার্জ সম্পর্কে জানতে পারি কয়েক টাকা খরচ করে!!!!
হ্যা, আজ থেকে সেটা পারবেন।!!!!
(ও হ্যা সম্ভবত এরকম টিউন কেউ করেনি করলেও ১২ ভোল্টের করেছে, আর এটা ৪ভোল্টের ব্যাটারির জন্য, তাই চাইলে ৪ভোল্টের যেকোন ব্যাটারি ব্যবহার করতে পরবেন)
আসুন সার্কিটের পার্টগুলো দেখিঃ-
১। ট্রান্জেস্টর bc 547 ১টি
২। ১কে রেজিস্টার ২টি।, কালার ব্রাউন, কালো লাল সোনালি
৩।ডায়োড In 4148 টি
৪। ১টা লাল ও ১টা সবুজ led বাল্ব
৫। ৪ভোল্ট এর মোবাইলের অথবা যেকোন ব্যাটারি ১টি।
এই হয়ে গেল।
এবার সার্কিটের ডিজাইন ও কিছু স্কিন সট দেখেনিন।

সবাইকে ধন্যবাদ।
কোনো প্রকার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বুঝতে না পারলে আমাকে ফেসবুকে বলবেন, কারন এখানে খব একটা রিপ্লাই দেয়না http://www.facebook.com/mdsarbd

Level 2

আমি রুবেল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমি শুধু লো ইন্ডিকেটর সার্কিট বানাতে চাচ্ছি। এই সার্কিটটিকে কিভাবে মডিফাই করব?

৪ভোল্ট ব্যাটারি ব্যবহার করলে লো হলে লালটা জলবে, ফলে এটাই লো এর কাজে ব্যবহার করতে পারেন।আর এটাতে তো চার্জ খায় বললেও চলে।

vai a postar akta video dwn plz bujtace na plz vai plz