তাইওয়ানের ড্রাগন আকৃতির আশ্চর্য্য সোলার স্টেডিয়াম !!!

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আজকে আপনাদের সাথে তাইওয়ানে নির্মিত ড্রাগন আকৃতি সোলার পাওয়ার স্টেডিয়াম সম্পর্কে আলোচনা করব। তো আলোচনা শুরু করা যাক।

সম্প্রতি তাইওয়ানে নির্মিত হয়েছে এক আশ্চর্য্যজনক সোলার পাওয়ার স্টেডিয়াম। যেটা ফটোভোল্টাইক প্রযুক্তির মাধ্যমে ১০০% ইলেক্ট্রিসিটি সরবরাহ করবে। আর এটা ডিজাইন করে করেছে Toyo Ito  নামের একটি প্রতিষ্ঠান। ড্রাগন আকৃতিতে ৫০ হাজার আসন ব্যবস্থা করেছে যা ৮৮৪৪ টি সোলার প্যানেল দ্বারা সজ্জিত যেটা পথ এবং মাঠ মিলিয়ে ৩৩০০ lux জ্বলবে।

একটা স্টেডিয়াম তৈরি করা সব সময় বড় ধরনের দায়িত্বের কাজ। এজন্য প্রয়োজন হয় মিলিয়ন মিলিয়ন ডলার আর সামর্থ্যবান শ্রমিকদের, সাথে সাথে এ কাজ কে এগিয়ে নিতে প্রয়োজন হয় বিপুল পরিমাণ ইলেক্টিসিটির। Toyo Ito এর ডিজাইন এ এই শক্তি প্রবাহকে পুরোপুরি পাশ কাটিয়ে গেছে ১৪,১৫৫ sq meter এর সোলার ছাউনির মাধ্যমে। যেটা ৩৩০০ লাইট আর দুইটা বিশাল আকৃতির ভিশন স্ক্রিন এ ইলেক্ট্রিসিটি দিতে সক্ষম ! এই অবিশ্বাস্য পাওয়ার সিস্টেমের ব্যাপারে আরো স্পষ্ট হতে একটা অফিসিয়ালি পরীক্ষা করা হয়, যেখানে দেখা যায় এটা মাত্র ৬ মিনিটে পুরো স্টেডিয়ামের সম্পূর্ণ লাইটিং সিস্টেম কে চালু করে দিতে সক্ষম !

স্টেডিয়ামে এছাড়াও সংযুক্ত করা হয়েছে সবুজ গাছ-পালা। পুরো এরিয়া আনুমানিক ১৯ হেক্টর এর মত। ৭ হেক্টরের মত জায়গা সংরক্ষণ করা হয়েছে সর্ব সাধারণের জন্য সবুজ বনায়ন, সাইকেল চলাচলের রাস্তা, খেলাধূলার পার্ক এবং পরিবেশ বান্ধব পুকুরের জন্য।

স্পোর্স্ট ভক্ত ছাড়াও অন্যদের জন্যও এটাতে অনেক আনন্দের ব্যাপার রয়েছে। সোলার সিস্টেম শুধু খেলা চলাকালীন সময়েই ইলেক্ট্রিসিটি দেবে তা নয়, খেলা না চললেও অতিরিক্ত ইলেক্ট্রিসিটি বিক্রি করা হবে। দিনের বেলায় যখন স্টেডিয়াম ব্যবহার করা হবে না, তখন তাইওয়ান সরকার পরিকল্পনা করেছে এই ইলেক্ট্রিসিটি জাতীয় গ্রিডে যোগ করে দেবে, যেটা আশেপাশের প্রায় ৮০% এলাকাতে সরবরাহ করা সম্ভব।এই স্টেডিয়াম বছরে ১.১৪ million KWh ইলেক্ট্রিক উৎপাদন করবে, যার ফলে বছরে ৬৬০ টন কার্বন ডাই-অক্সাইড নির্গমণ বন্ধ করা যাবে।

 

লেখাটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ। আগামীতে আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হব, ইনশাআল্লাহ !

Level 2

আমি সাদ্দাম হোসাইন সম্রাট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।