খুব সহজেই বানিয়ে নিন সাবউফার বক্স – বেসিক

বাজারে প্রচলিত বিভিন্ন ব্রান্ডের ডিজাইনের সাথে মিল রেখে এটা করা হয়েছে। এটা মুলত ফোর্থ অর্ডার ব্যন্ডপাস ফিলটার টাইপ আর টিউনিং রেঞ্জ ৪০ হার্য থেকে ৮০ হার্য এর আশেপাশে হবে। স্পীকার বা ড্রাইভার বাইরে থেকে বক্স ফিট করবার পর আর দেখা যাবে না এবং এর যে ভেন্ট পাইপ আছে শব্দ মুলত এর মাধ্যমেই বাইরে আসবে। বাজারে প্রচলিত কমার্শিয়াল বিভিন্ন ব্রান্ডের মতোই দেখতে হবে।

আমার তৈরি করা সাবউফার বক্সের ডিজাইন ও মাপঃ

নিচের ছবিতে আমার তৈরি করা সাবউফার বক্সের ডিজাইন ও মাপ দেয়া হলো-

সাবউফার বক্স - বেসিকসাবউফার

বিভিন্ন সাইজের স্পীকারের জন্য করা হয়েছে মাপ গুলো। তেমন জটিল কিছু না বিষয়টি। আশা করি বানাতে পারবেন। কেউ বানালে টিউমেন্টে বা টিউন দিয়ে আমাদের জানাবেন আপনার অভিজ্ঞতা যাতে আমরা আরও উন্নত করতে পারি পরবর্তিতে। আগামীতে বক্স বানানোর টেকনিক নিয়ে একটি টিউন দেবার আশা রাখি সেই সাথে বক্স কে কিভাবে সুন্দর করবেন সেটাও থাকবে।

৪ থেকে ৬ ইঞ্চি স্পীকারের জন্য ৫০ ওয়াট মেক্সিমাম ওয়াটের এম্প – ৮ থেকে ১০ ইঞ্চি স্পীকারের জন্য ২০০ ওয়াটের মধ্যে আর ১২-১৫ ইঞ্চির জন্য ২০০+ ওয়াটের এম্প ব্যবহার করলে রেজাল্ট ভাল আসবে।

মতামতের অপেক্ষাতে রইলাম। শুভ কামনা

পূর্বে এখানে প্রকাশিতঃ সাবউফার বক্স – বেসিক | আমাদের ইলেকট্রনিক্স

Level 0

আমি Tanvir Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিছুই বুঝবার পারলাম না 🙁