"বিসমিল্লাহির রাহমারনির রাহিম"
বুক ভরা আশা নিয়ে টেকটিউনসে একটা বিষয় শেয়ার করলাম। আশা করি এখানকার ইলেক্ট্রনিক্স মেধাবী টিউনার গনের কাছ থেকে সঠিক পরামর্শ / সহযোগিতা পাবো।
আমার জানি ডেক্সটপ কম্পিউটার চালাতে ATX power supply ব্যবহৃত হয়।
এটি এসি ২২০ ভোল্টকে ট্রান্সফরমার মাধ্যমে ডিসি ১২, ৫ এবং ৩.৩ ভোল্টে পরিনত করে পিসি তে স্পালাই দেয়। তার মানে পিসি চালেতে মূলত ডিসি ১২, ৫ ও ৩.৩ ভোল্ট দরকার।
আমরা যখন বিদ্যুত চলে গেলে ইউপিএস দিয়ে পিসি চালায় তখন একটি ১২০০ ভিএ ইউপিএস ব্যাকআপ দেয় ২০ থেকে ২৫ মিনিট। অথচ এই ব্যাটিরি দিয়েই ৩০ মিনিটের উপরে ব্যাকআপ দেয়া সম্ভব।
আমারা জানি ইউপিএস ব্যাটারির ১২ ভোল্ট ডিসি কারেন্টকে ২২০ ভোল্ট এসি কারেন্টে পরিনত করে। পিসির পাওয়ার স্পলাই আবার সেই ২২০ ভোল্ট এসি কারেন্টকে ডিসি ১২, ৫ ও ৩.৩ ভোল্টে পরিনত করে। এই দুই কনভর্টারে প্রয় ২০% শক্তি নষ্ট হয়। (পিসির পাওয়ার স্পলাই এর পিছন দিয়ে গরম বাতাস আর ইউপিএস এর বড় বড় হিটসিং দেখলেই এটা অনুমান কার যায়)
আমরা যদি ব্যাটারির ১২ ভোল্ট কে কনর্ভাটিং বাদ দিয়ে ইউজ করতে পারি তাহলে বিদ্যুত অনেক সেভ হবে এবং আমাদের ব্যাটারি অনেকক্ষন ব্যাকআপ দিবে।
ভাবছেন অনেক কঠিন কাজ। আমি তো মনে করি অত কঠিন না। আর যারা ইলেক্ট্রনিক্স নিয়ে পড়াশুনা / কাজ করেন তাদের কাছে তো আরো সহজ হবার কথা।
চায়না অনেক আগেই বানিয়েছে। ইমপোর্ট করলে দাম পরবে ১৫০০ টাকার মত। কিন্তু আমি মনে করি আমাদের মেধাবীরা কম খরচে এর চেয়ে ভালো মানের ডিসি পাওয়ার স্পলাই বানেতে পারবে ইনশাআল্লাহ। নিচে কয়েকটা ছবি দিলাম। খুবই সিম্পল..
একটি এসি পাওয়ার স্পলাইয়ে যত ক্যাপাসিটর, আইসি ও রেষ্টেন্স লাগে ডিসি পাওয়ার স্পলায়ে তার অর্ধেক ও লাগে না। তাই দামও অর্ধেক হবার কথা।
আমি এতো কথা বললোও আসলে আমার ইলেক্ট্রনিক্স সম্পর্ক বিশেষ কোন ধারনা নাই। তাই এই বিষয়ে এক্সপার্ট ভাইদের মতামতের দিতে তাকিয়ে থাকলাম।
শুধু এই ২৪ পিনের জ্যাক টাই কঠিন এটা বানাতে পারলে বাকি ১২ ও ৫ ভোল্টের জ্যাক কোন ব্যাপরই না।
ধন্যবাদ সবাইকে!
আমি Arman Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইলেক্ট্রনিক্স ভাই এরা একটু সারা দিয়েন।
কারন এটা করতে পারলে সোলার দিয়েও আমরা ডেক্সটপ চালাতে পারবো।
সবচেয়ে বড় কথা দেশের বিদ্যুৎ শক্তি কিছুটা হলেও সেভ করতে পারবো।
তাই দেশের কাথা চিন্তা করে আসেন ভাই চেষ্টা করি।