আসসালামু আলাইকুম,
জিনিসটা হাস্যকর ঠেকছে? প্রফেশনাল জিনিস না দেখেই এমন লাগছে।
এখন পর্যন্ত বাংলাদেশে কেউ এই জিনিশ বানায় নাই।
এটা একটা মিনি বেস শেকার।
বেজ শেকার কি?
নিচে ছবি দেখুন।
এর কাজ হল সাউন্ড ইফেক্টের সাথে আপনার আসবাব কাপান।
মানে যখন স্পিকারে বেস দিবে তখন আপনার খাট - চেয়ার - টেবিল কাপতে থাকবে।
ওখানে ৫০ ওয়াট স্পীকার ইউজ করে আর আমি করেছি ৫ ওয়াট :v
তাই আমারটার পাওয়ার কম।
আমারটা একটা টেবিল কোনোমতে কাঁপাতে পারে।
প্রথমে স্পিকারের পিছনে LM358 Sound Amplifire সার্কিট মাউন্ট করুন বা সুপারগ্লু মেরে লাগিয়ে দিন।
এখানে সার্কিটের ডিজাইন পাবেন। এখানে
উপরের নিয়মে বসালে ভালো ফলাফল পাবেন। মানে টেবিল ভালো শেক করবে।
.
আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।