আমরা হয়তো দোকানে "ইউএসবি নাইট এলইডি ল্যাম্প" বলে একটা জিনিশ দেখেছি।
আজ আপনাদের এটা বাড়িতে বানানো শিখিয়ে দেবো।
প্রথমে আপনার ক'টি জিনিশ লাগবে।
যেমন,
১ম ধাপঃ
এখন,
ইউএসবি তারের বিপরীত মাথা কেটে লাল ও কালো তার বের করুন। পজিটিভ নেগেটিভ আরকি?
১ম ধাপ |
২য় ধাপঃ
পুরাতন চার্জার লাইট বা টর্চ থাকলে সেটার লাইট বোর্ড তার সহ খুলে নিন।
২য় ধাপঃ ১ |
২য় ধাপঃ ২ |
৩য় ধাপঃ
পজিটিভ ও নেগেটিভ প্রান্ত যোগ করে দিন।
চতুর্থ ধাপঃ
ভিত্তি মজবুত করার জন্য ষ্টীলের তার গায়ে জরিয়ে দিন।
কাজ শেষ হলে আমারটা দেখতে এরকম হয়েছিলো।
আপনারটার ছবির লিঙ্ক আমাকে দেবেন।
+
আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
https://youtu.be/Dzvv4RJN1Og