Arduino Uno মাইক্রোকন্ট্রোলারের বাংলা ভিডিও রিভিউ।
ভিডিও টির ইউটিউব লিংক: https://www.youtube.com/watch?v=Rj1ilUtC-zE
ভিডিও টির ট্রান্সক্রাইব নিচে লিখে দিলামঃ
আজ আমরা আরডুইনো নামক একটি মাইক্রোকন্ট্রোলার এর রিভিউ দেখবো।
আপনাদের সাথে শেয়ার করবো আরডুইনো কি এবং এটি দিয়ে কি কি করা যায়।
আরডুইনো হলো একটি ওপেনসোর্স মাইক্রোকন্ট্রোলার বোর্ড যে টি দিয়ে আপনি অত্যন্ত অল্প হার্ডওয়্যার জ্ঞান ও দক্ষতা দিয়েই জটিল সব ইলেক্ট্রনিক প্রোজেক্ট তৈরি করতে পারবেন।
এর পিন গুলোতে শুধু মোটর, আইসি, LED, সেন্সর ইত্যাদি লাগান এবং বোর্ড টি কম্পিউটার দিয়ে প্রোগ্রাম করুন ব্যাস আপনার প্রোজেক্ট তৈরি।
আমার হাতে আপনারা একটি ATMEGA ic দেখতে পাচ্ছেন,
ইঞ্জিনিয়ার রা এই ধরণের ic গুলো প্রোগ্রাম করে বিভিন্ন প্রোজেক্ট তৈরি করে। এজন্য তারা নিজেরা হার্ডওয়্যার তৈরি করে।
সাধারণ মানুষের জন্য যা সম্ভব নয়,
তাই আমার মত সাধারণ মানুষও যেন ic প্রোগ্রাম করতে পারে এজন্যই আরডুইনো তৈরি করা হয়েছে।
আমারর হাতে যে বোর্ড টি দেখতে পাচ্ছেনন এটির নাম আরডুইনো উনো,
লেখা আছে, অপেনসোর্স ইলেক্ট্রনিকস, প্রোটোটাইপিং প্লাটফরম, মেড ইন ইটালি।
অরজিনাল আরডুইনো ইটালির তৈরি হলেও এটি চাইনা ক্লোন। কারণ আগেই বলেছি আরডুইনো অপেনসোর্স, তাই যে কেউ এটি তৈরি করতে পারে।
আমি ক্লোন টা কিনেছি কারণ এটির দাম প্রায় ৯০০ টাকার মত যেখানে আসল টার দাম এর দুই থেকে তিন গুন।
এবার আরডুইনো বোর্ডের বিভিন্ন অংশের সাথে পরিচিত হই,
আগেই বলেছি এর cpu হলো এটমেগা ic,
এর আউটপুট পিন রয়েছে ১৩ টি।
এবং এই পাশের গুলো হলো ইনপুট পিন।
এটিকে আপনি সহজেই কম্পিউটার এর মাধ্যমে প্রোগ্রাম করতে পারেন। এজন্য কম্পিউটার এ একটি সফটওয়্যার লাগবে, সফটওয়্যার টির নাম আরডুইনো IDE.
সফটওয়্যার টি এই arduino.cc ওয়েবসাইট থেকে ফ্রি নামাতে পারবেন।
এবং বোর্ড টি প্রোগ্রাম করার জন্য একটি usb কেবল লাগবে। আমার হাতের এই ধরণের কেবল দিয়ে আরডুইনো টিকে কম্পিউটার এ যুক্ত করা যায়।
আরডুইনো তে কেবল টির এপাশ এভাবে সংযুক্ত করতে হবে। এবং অপর পাশ টিতে ফুল সাইজ usb কানেক্টর দেখতে পাচ্ছেন, এটিকে শুধু আপনার পিসিতে যুক্ত করুন।
আরডুইনো বোর্ডের বিভিন্ন অংশের মধ্য রয়েছে,
১. রিসেট বাটন
২. এখানে এক্সট্রা পাওয়ার ইনপুট।
৩. ইনপুট ও আউটপুট পিন।
৪. এখানে ছোট্ট একটি LED আছে।
৫. এখানে একটি ক্লক ক্রিষ্টাল
৬. এবং আছে ডিজিটাল ic টি।
আমি অপঠিত দৈনিকী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলাদেশকে বিজয়ী করতে প্রয়োজন আপনার ভোট। প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্ম কি একবার সাড়া দেবে ? এসো সবাই মিলে বিজয়ী করি বাংলাদেশকে। বিশ্বকে জানিয়ে দেই আমরাই চ্যাম্পিয়ন
https://www.techtunes.io/tech-talk/tune-id/438763