☞আপনার ফোনে অতিরিক্ত নেট ডাটা খরছ কমান ! (ভিডিও টিউটরিয়াল)
☞আপনার ফোনে ওয়ার্জনাল ভার্সন বের করুন ! (ভিডিওটিউটরিয়াল)
এত দিন ক্যামেরা, স্মার্টফোনে ছবি তোলার
বিষয়টি দেখেছেন
। এখন চোখে বসানো বিশেষ
যন্ত্রের সাহায্যে ছবি তোলা বা ভিডিও
ধারণ করার
যন্ত্র তৈরি শুরু করছে প্রযুক্তিপণ্য নির্মাতা
প্রতিষ্ঠানগুলো। ওই ছবিগুলো মোবাইল ফোন বা
ল্যাপটপেও দেখা যাবে। এ রকম নতুন ধরনের
কন্টাক্ট
লেন্স ক্যামেরার জন্য পেটেন্ট আবেদন করেছে
প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। তাদের দাবি,
এই কন্টাক্ট লেন্স দিয়ে চোখের পলকে ছবি তোলা,
ভিডিও ধারণ ও তার সংরক্ষণ করে রাখা যাবে।
কন্টাক্ট লেন্সে আছে একটি লেন্স ইউনিট, ইমেজ
সেন্সর, মাইক্রোচিপ প্রসেসর ও স্টোরেজ ইউনিট।
এতে একটি বিল্ট ইন ওয়্যারলেস অ্যানটেনা আছে, যা
স্মার্টফোন ও ল্যাপটপে ছবি স্থানান্তর করতে
পারে।
সনির পেটেন্ট আবেদনে বলা হয়েছে, মানুষের
চোখের পলক ফেলার সময় সাধারণত দশমিক ২ থেকে
দশমিক ৪ সেকেন্ডের মধ্যে ঘটে। কিন্তু যখন চোখের
পলক ফেলার সময় দশমিক ৫ সেকেন্ড অতিক্রম করে,
সেটি সচেতনভাবে চোখের পলক ফেলার ঘটনা।
পেটেন্ট আবেদনে কন্টাক্ট লেন্সে বসানো
ক্যামেরায় ইমেজ স্ট্যাবিলাইজেশন, অ্যাপারচার,
জুম লেন্স ও ফোকাস লেন্সও যুক্ত করার কথা বলা
হয়েছে।
সনি ছাড়াও বিল্টইন ক্যামেরা যুক্ত কন্টাক্ট লেন্স
তৈরির জন্য পেটেন্ট আবেদন করেছে গুগল ও
স্যামসাং।
তথ্যসূত্র: সিনেট।
☞আমার ইউটুব চ্যানেল Subscribe করুন ৷
ধন্যবাদ, আমার টিউনস টি পড়ার জন্য ৷
আশা করি সামনে নতুন কিছু নিয়ে আবার হাজির হব, এথন এই প্রযন্ত বিদায় ৷
আমি রক স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।