চলেন একটা টাচ সুইচ বানাই এবং টাচ করেই on off করুন যেকোনো ডিবাইস

আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মোঃ মাহমুদ হাসান মাছুম, কিন্তু এইটা আমার ভাই এর আইডি, আমার আইডি নাই, তাই এই আইডিতেই টিউন করলাম।
এইটা আমার প্রথম টিউন, যদি আপনাদের ভালো লাগে, তাহলে এই ধরনের টিউন আরো পাবেন, তাই ভালোকরে পড়েন-
আজকে আমি দেখাবো কিবাবে টাচ সুইচ ভানাইতে হয়।
এটা আমি আরো ৩বছর আগে বানিয়েছিলাম। এতোদিন একাই চালাইছি কারন আমিই নিজের জিনিস ত ইক্টু অন্যরকমই।
যাই হোক কাজের কথায় আসি।
Step 1 প্রথনে কিছু জিনিস সংগ্রহ করতে হবে।
১- ৫৫৫ নাম্বার IC এর পিন থাকে ৮টা
২- ২২২২ নাম্বার ট্রাঞ্জিস্টার।
৩- 1m বা 1k রেজিস্টার
৪- 100k ড়েজিস্টার
 ৫- ৩৩০k রেজিস্টার
৬- 10uf 25V কেপাসিটার।
৭- ১০n বা 104 কেপাসিটার
Step 2 এবার নিচের মত করে লাইন দিন।
Step 3  Touch Plate  লিখা জায়গাতে এক্টা তামার প্লেট বা বিদ্যুৎ প্রিবাহি কিছু লাগান
Step 4 এবার স্যারকেটে ৬ভোল্ট  পাওয়ার দিন। ব্যাটারি বা ট্রান্সফরমার লাগাইতে পারেন।কাজ শেষ।
Test স্যারকেট ঠিক মত লাগাইলে পাওয়ার দিয়ে টাচ প্লেটে বা তারে ছুইলে বা হাত দিয়া টাচ করলেই স্যারকেটে থাকা লাল লাইট টি জলে উঠবে।
আপ্নি লাল লাইট এর বদলে 6V রিলে সুইচ লাগিয়ে কারেন্টের জিনিস পত্র on off করতে পারবেন।
এবার দেখুন, কি হাই পাই স্মার্ট সুইচ বানিয়ে ফেল্লেন।
প্রথম প্রকাশিত হয়েছে - আমার ব্লগে
সময় পেলে ঘুরে আসুন আমার ব্লগ
Thank you all

আমি mahadi hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

all kinds of computer & software ----- virus


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thank you ভাই 😀