আসসালামু আলাইকুম,
নতুনদের জন্য এই টিউনে নতুনদের স্বাগতম ও সালাম,
পুরাতনদের তো অবশ্যই।
আমরা জানি, ইলেকট্রনিকস সেখা শুরু করতে ৫৫৫ টাইমার আইসি এর বিকল্প নেই। এর ব্যবহার সোজা। সহজ স্কিম্যাটিকে মজার মজার সার্কিট বানানো যায় এটি দিয়ে।
৫৫৫ হল মূলত একটা বাই পোলার অস্কিলেটর। যেটাকে আমরা নানা রকম টাইমারে বসাতে পারি। যেমন ১ সেকেন্ড টাইমার।
মানে এটা এক সেকেন্ডে একবার আউট পুট দেবে।
নিচে এরকমই একটা টাইমার বানানো হয়েছে।
এখানে টাইমার টি একটি এলইডি কে নির্দিষ্ট সময় পরপর নেভাবে ও জ্বালাবে।
এটা যেকোনো এলইডি বাতিকে ব্লিপ করাতে পারে, যেটাকে আমরা ব্লিঙ্ক বলি (Blink)
১ কিলো ওহমের রিসিস্টর এবং 1uF ক্যাপাসিটর বদলে আরও বেশি মানের দিলে বা কম দিলে ব্লিঙ্কের স্পীড কমবে বা বাড়বে।
এটা বানানোর জন্য তোমাদের লাগবে,
এখানে ভোল্টেজ সাপ্লাই আছে ৫ ভোল্ট। তবে ৩ থেকে ৯ ভোল্টের হলে ভালো হয়।
৯ ভোল্টের হলে লাইট কেটে যেতে পারে, তাই রিসিস্টর ব্যবহার করা যেতে পারে ১ কিলো ওহমের।
এই সার্কিটটি শেয়ার করতে ভুলবেন না।
আমার ইলেকট্রনিকস নিয়ে আরও টিউন পেতে আমার টেকটিউনস আইডি তো আছেই। সাথে সেখানে ব্লগার সাইট টিউটরিয়াল পাবে।
আমার ব্লগ blog.grplusbd.com
আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।