আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের দোয়াতে ভালো আছি। আপনারা সবাই আল্লার রহমতে ভালো আছেন নিচয়। অনেক দিন থেকে কিছু লিখব মনে করছি লাম কিন্তু সময় করে উতে পাছিলাম না। যায় হোক এখন কাজের কথায় আসাজাক।
আজকের বিষয় হচ্ছে রুম হিটার।
আজকাল বাজারে নানা রকুমের রুম হিটার কিন্তে পাওয়া যায়। যার মারকেত দাম হচ্ছে নিম্ন ১৫০০ টাকা থেকে আপনি যত দিতে পারেন। আমার মত গরীব মানুষ এতো টাকা দিয়ে কম্পানির রুম হিটার কিনতে পারবেনা। ৩০০ থেকে ৪০০ টাকার মদ্ধে রুম হিটার বানালাম। জানিনা আপনাদের পছন্দ হবে কীনা।
এবার দেখব ৩০০ থেকে ৪০০ টাকার রুম হিটার আমি কি কি দিয়ে বানাছি আমরা নিচে দেখব:
১। ১০০০ ওয়াটের এটা কয়েল। আপনি চাইলে আরো বেশী ওযাট ব্যাবোহার করতে পারেন। দাম ১৫-২০ টাকা আমি কিনেছি ১৫ টাকা দিয়ে
২। একটা মাটির ফুলের টব ছোট টা। দাম ২০টাকা
৩। একটা ফ্যান ১২ ভোল্ট ৫ইনচ্চি দাম ২০০ টাকা।আমি এটা ব্যাবোহার করেছি আপনি চাইলে অন্যটা ব্যাবোহার করতে পারেন।
৪। ১২ ভোল্ট এটেপটার
৫। একটা বস্ক আপনার পছন্দ মত
৫। ড্যিল মেশিন একটা।
আর এক কথা কয়েলের সাথে অবসই ভালো মানের তার ব্যাবোহার করতে হবে যেমন: তিন বিশ বা সাত বিশ। আরও একটা কথা সকেট আর ফ্যাগ অবসই মানের ব্যাবোহার করতে হবে কারন হচ্ছে হিটে গলে যাবে।
এবার দেখব কী ভাবে কানেক সান করবো। কানেক সান করার আগে আমরা ফুলের টব টিকে আমাদের প্রয়জন মত ছিদ্র করে নিব। তারপর কয়েল টিকে মাটির টবের সাথে ঠিক ছবিটার মতো করে বেধে নিবো।
আর মাটির টব টিকে নাট বল্ট দিয়ে বস্কটির সাথে আটকে দিতে হবে যাতে করে এদিক সেদিক পড়ে না যাই।
ঠিক নিচের ছবির মত করে কানেক সান দিবো এবং ফ্যানের লাইন আলাদা করে দিবো কারন হয়তো বা এটেপটা নষ্ট হয়ে যেতে পারে তাই।
এখানে পালাশ বা মাইনাস এর কোন কীছু না যে কোন একটাতে কানেকসন দিলে হবে।
আর এটাই হচ্ছে আমার রুম হিটার। ভালো লাগলে কমেনট করতে ভুলবেনা। আর লিখার মাঝে কোন ভুল হলে নিচয় খমার চোখে দেখবেন। আবারো হাজির হবো কোন এটা বাজে টিউস নিয়ে আজ এই পর্যন্ত আল্লাহাফেজ।
facebook link
আমি মো খালেকুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক দিন পর। ভালো লাগছে