555 Timer IC: প্রোজেক্ট:: ৪ :: টিক টিক সাউন্ড জেনারেটর

555 Timer IC: প্রোজেক্ট:: ৪ :: টিক টিক সাউন্ড জেনারেটর

বিজয়ের শুভেচ্ছা সকলকে,

আসসালামু আলাইকুম,

নতুনদের জন্য এই টিউনে নতুনদের স্বাগতম ও সালাম,

পুরাতনদের তো অবশ্যই।

কেমন আছেন সকলে? অনেকদিন অনলাইনে আসতে পারিনি। একদিকে পরীক্ষা, এছাড়া আম্মা অসুস্থ থাকায় অনলাইনে আসা হয়ে ওঠেনি।

তবে ভালো আছেন বলেই মনে হয়, ভালো থাকবেন আশা করি।

 

আজকে আমরা ৫৫৫ টাইমার আইসি দিয়ে কিভাবে ঘড়ির মতো টিক টিক টিক টিক আওয়াজ তৈরি বা জেনারেট করতে হয় তা জানব।

এটা শুধুমাত্র মজা করার জন্য বানিয়েছি, পাবলিক প্লেসে এটা না চালানই ভালো, নাহলে আপনাকে জঙ্গি বানিয়ে ছেরে দেবে।

না সরি, লকআপে চালান করে দিবে।

আচ্ছা, ভেতরে জাওয়া যাক,


এখন আমার মজার সার্কিটটি তোমাদের দেবো।


এটা বানানোর জন্য তোমাদের লাগবে,

  • ৫৫৫ টাইমার আইসি  দাম ২০ - ৩০ টাকা।
  • ৫ ভোল্ট সাপ্লাই
  • 600 কিলো ওহম পট (না পেলে 100k পটেও হবে) ১০ টাকা। 
  • ক্যাপাসিটর 1uF ৫ টাকা।
  • 5k রিসিস্টর ২ টাকা।
  • স্পিকার বা বাযার ২০ - ৪০ টাকা।
  • ক্যাপাসিটর 10uF ৫ টাকা।

আজ আর নয়, এখানেই টানি সমাপ্তি। সমস্যা হলে টিউমেন্ট করবেন। খোদা হাফেজ।

আমার ব্লগ

যদি কোনরুপ সমস্যা হয়, তবে টিউমেন্ট করবেন।

আমার ব্লগ

আর্জেন্ট যোগাযোগে ফেসবুক আছে আমার।

আমার পাবলিক ব্লগ সাইট জিআর+

আমার ফেসবুক পেজ 

 

 

বিজয়ের মাসে ব্লগ নতুন রঙে সাজান! (ব্লগস্পট)

ব্রাউজার ভিপিএন সেটআপ গাইড দেখে নিন

ফেসবুক :: আরেকবার ছোট্ট একটা সাইট রিভিউ

 

 

 

 

 

Level 0

আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ধন্যবাদ টিউটোরিয়াল এর জন্য।