একসময় টি টি তে আসতাম শুধু ইলেক্ট্রনিক্স প্রজেক্ট এর লোভে । সে অনেক দিন আগের কথা। টি টি তে এখন ইলেক্ট্রনিক্স প্রজেক্ট তেমন একটা দেখা যায় না। তাই চেষ্টা করলাম নিজেই কিছু দেয়ার। আজ আপনাদের সাথে এমন একটা ইলেক্ট্রনিক্স প্রজেক্ট শেয়ার করবো এটি একদিকে খুব সহজ। আবার অন্যদিকে এর ব্যাবহারিক প্রয়োগ ব্যাপক । আমরা রাস্তা ঘাটে এমন লাইটিং দেখতে পাই ।যেগুলো জ্বলে নিভে। বিভিন্ন দোকান কিংবা মার্কেটে এগুলো পথচারীদের আকৃষ্ট করে। খুব সহজেই এটি তৈ্রী করে আপনি ও চমকে দিতে পারেন যে কাউকে। কাজের কথায় আসি ।
প্রয়োজনীয় Instruments:
১. LED বিভিন্ন রঙের (লাল, হলুদ, সবুজ ইত্যাদি) (6 pieces)।
২. রেজিস্টর (8 pieces) (R1 10kΩ, R2 100kΩ, R3থেকেR8 10Ω)।
৩. ক্যপাসিটর (1μF).
৪. D.C. ব্যাটারী (৯ ভোল্ট)(9V).
৫. আইসি (Model No. 17555 Timer).
৬. সুইচ (1 piece).
৭. তার (প্রয়োজন মত)
৮. প্রজেক্ট বোর্ড
সার্কিট ডায়াগ্রামঃ
আমার কাজঃ
পরিশিষ্ট
এখন আপনাদের যেটি বলব সেটি খুব দরকারী। এই সার্কিট এর মাধ্যমে ডিজাইন করে লাইটিং করতে পারেন আগেই বলেছি। হ্যা চাইলেই পারেন। লক্ষ্য করুন এই সার্কিটে যেখানে লেড বা LED লাগানো আছে চাইলেই এগুলো আপনি বিভিন্নভাবে সাজাতে পারেন। এগুলো যদি কোন বিল বোর্ড এর চারপাশে বা কোন লেখা আকারে সাজান তবে তা অনেক দৃষ্টিন্দন হবে।কিংবা ঘর সাজানোর কাজেও ব্যাভার করতে পারেন এই Disco Light .
এভাবেই তৈরী হবে খুব সহজেই মজার কিন্তু কাজের ইলেক্ট্রনিক্স প্রজেক্ট Disco Light.
কিছু ইলেক্ট্রনিক্স প্রজেক্ট ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে।আশা করি শীঘ্রই আরো কিছু ইলেক্ট্রনিক্স প্রজেক্ট আপনাদের সামনে নিয়ে আসবো।তার আগে সহজ এই Disco Light প্রজেক্টি নিয়ে কাজ করুন ।
টিউন পড়ার জন্য ধন্যবাদ।
ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি স্তাবক দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a student Of EEE. I love electronics. And a regular visitor of techtunes......
অসাধারন সামনে এই রকম আরো টিউন আসবে আশা করি।
অনেক অনেক ধন্যবাদ টিউনের জন্য।