সহজেই তৈরী করুন মজার কিন্তু কাজের ইলেক্ট্রনিক্স প্রজেক্ট Disco Light

একসময় টি টি তে আসতাম শুধু ইলেক্ট্রনিক্স প্রজেক্ট এর লোভে । সে অনেক দিন আগের কথা। টি টি তে এখন ইলেক্ট্রনিক্স প্রজেক্ট তেমন একটা দেখা যায় না। তাই চেষ্টা করলাম নিজেই কিছু দেয়ার। আজ আপনাদের সাথে এমন একটা ইলেক্ট্রনিক্স প্রজেক্ট শেয়ার করবো এটি একদিকে খুব সহজ। আবার অন্যদিকে এর ব্যাবহারিক প্রয়োগ ব্যাপক । আমরা রাস্তা ঘাটে এমন লাইটিং দেখতে পাই ।যেগুলো জ্বলে নিভে। বিভিন্ন দোকান কিংবা মার্কেটে এগুলো পথচারীদের  আকৃষ্ট করে। খুব সহজেই এটি তৈ্রী করে আপনি ও চমকে দিতে পারেন যে কাউকে। কাজের কথায় আসি ।

প্রয়োজনীয় Instruments:

১. LED বিভিন্ন রঙের (লাল, হলুদ, সবুজ ইত্যাদি) (6 pieces)।

২. রেজিস্টর (8 pieces) (R1 10kΩ, R2 100kΩ, R3থেকেR8 10Ω)।

৩. ক্যপাসিটর (1μF).

৪. D.C. ব্যাটারী (৯ ভোল্ট)(9V).

৫. আইসি (Model No. 17555 Timer).

৬. সুইচ (1 piece).

৭. তার (প্রয়োজন মত)

৮. প্রজেক্ট বোর্ড

সার্কিট ডায়াগ্রামঃ

আমার কাজঃ

পরিশিষ্ট

এখন আপনাদের যেটি বলব সেটি খুব দরকারী। এই  সার্কিট এর মাধ্যমে ডিজাইন করে লাইটিং করতে পারেন আগেই বলেছি। হ্যা চাইলেই পারেন। লক্ষ্য করুন এই সার্কিটে যেখানে লেড বা LED লাগানো আছে চাইলেই এগুলো আপনি বিভিন্নভাবে সাজাতে পারেন। এগুলো যদি কোন বিল বোর্ড এর চারপাশে বা কোন লেখা আকারে সাজান তবে তা অনেক দৃষ্টিন্দন হবে।কিংবা ঘর সাজানোর কাজেও ব্যাভার করতে পারেন এই Disco Light .

এভাবেই তৈরী হবে খুব সহজেই মজার কিন্তু কাজের ইলেক্ট্রনিক্স প্রজেক্ট  Disco Light.

কিছু ইলেক্ট্রনিক্স প্রজেক্ট ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে।আশা করি শীঘ্রই আরো কিছু ইলেক্ট্রনিক্স প্রজেক্ট আপনাদের সামনে নিয়ে আসবো।তার আগে সহজ এই  Disco Light প্রজেক্টি নিয়ে কাজ করুন ।

টিউন পড়ার জন্য ধন্যবাদ।

ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Level 0

আমি স্তাবক দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a student Of EEE. I love electronics. And a regular visitor of techtunes......


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন সামনে এই রকম আরো টিউন আসবে আশা করি।
অনেক অনেক ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

khubi e valo hoise……….

অনেকদিন পর ইলেক্ট্রনিক্স এর উপর ব্যাবহারিক টিউন পেলাম। আশা কি অব্যাহাত থাকবে।
…………………………………….ধন্যবাদ……………………………………………………………..

    আপ্নাকেও ধন্যবাদ HD ঈপন ভাই
    আসলে পরীক্ষা নিয়ে ঝামেলাই আছি । ইচ্ছা আছে অব্যাহাত রাখার।

গত অনেক অনেক অনেক দিন ধরে এরকম একটা জিনিস পাগলের মত খুঁজতেছিলাম, আপনাকে যে কি বলব কিছুই লিখতে পারছি না ,প্লিজ কন্টিনিউ করবেন………

    ধন্যবাদ শাহেদ খান ভাই
    কন্টিনিউ করার চেষ্টা করব।

অনেক অনেক ধন্যবাদ ।টেকটিউনসে সব কিছু নিয়েই টিউন হয় শুধু ইলেক্টনিক্স জিনিস ছাড়া ।আপনি সে অপূর্ণতা পূরণ করলেন।ধন্যবাদ।নিয়মিত টিউন করবেন আশা করছি।

    ধন্যবাদ প্রবাসী ভাই । আমিও বিষয়টি অনেক দিন ধরে লক্ষ্য করছি ইলেক্টনিক্স নিয়ে টিউন হচ্ছ না। আমি চেষ্টা করবো ইলেক্টনিক্স নিয়ে টিউন করার । দোয়া করবেন। যাতে করে যেতে পারি।

অনেক ধন্যবাদ আপনাকে এই টপিকে টিউন করার জন্য। আসা করবো ও রিকয়েস্ট করবো সামনে আরো ভালো কিছু উপহার দিবেন আমাদের। তবে কেনো জানি মনে হলো টিউনটির ফিনিসিং হয় নাই। কারন এখানে কি কি লাগবে শুধু বলা আছে কিন্তু কিভাবে কনটা কথায় লাগাতে হবে কিছুই লিখেন নাই তাহলে নিউ ইউসার কিভাবে বুঝবে? করবে কিভাবে? সামনে থেকে আরেকটু যদি পারেন বুঝিয়ে বলবেন প্লিজ 🙂
খুব ভালো থাকুন, শুভ কামনা

    ধন্যবাদ আপনাকে Pudina Pata ভাই। আসলে সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেয়ায় বুযিয়ে বলা হইনি । সামনে থেকে আপনার কথাটি মাথায় রাখব ভাই।

ভাইয়া, প্রজেক্ট বোর্ড বা ট্রেইনার বোর্ডটা কি আপনার নিজের? যদি তাই হয় তবে কোথা থেকে কত টাকা দিয়ে নিয়েছেন জানালে ভালো হত।

    হ্যা মাখন ভাই এটা আমার প্রজেক্ট বোর্ড। এটা চট্টগ্রামের সিটি কলেজ এর পাশ থেকে কেনা দাম মনে হয় ২৩০ টাকা পরেছিলো। ধন্যবাদ আপনাকে

অন্য রকম ভাল টিউন খুব ভাল লাগল
========================
Join Our Facebook Page http://www.facebook.com/a2zbd.info

দাদা অসাধারণ। 😀 ব্রেডবোর্ড একটা কিনতে হবে।ইউনিভার্সিটি আসলে কথা হবে।

    তোমাদের এর পরের সেমিসটার থেকে ব্রেডবোর্ড এ কাজ করতে হবে। আগে ভাগে কিনে রাখলে ভালো হবে। ধন্যবাদ তোমাকে।

দাদা মনে করেন আমি WELCOME লিখতে চাচ্ছি যেখানে লেখাগুলো W থেকে E পর্যন্ত একটার পর একটা জ্বলবে এরকম কন্টিনিউ করতে থাকবে, (আশা করি আপনি অবশ্যই বুঝতে পেরেছেন) আমি আসলে এর জন্য LED এবং কিনে একটা ফ্রেমে বসিয়েও রেখেছি কিন্তু যার সাহায্য পাব ভেবেছিলাম তার কাছ থেকে পেলাম না এরকম একটা সার্কিট ডায়াগ্রাম নিয়ে প্লিজ তাড়াতাড়ি একটা টিউন করেন না।

এটা আমার রুমে ঢুকতেই যাতে চোখে পরে এমনভাবে লাগাতে চাচ্ছি

ধন্যবাদ

    ধন্যবাদ শাহেদ খান ভাই।
    চেষ্টা করবো।

    WELCOME লিখতে চান, W থেকে E পর্যন্ত একটার পর একটা জ্বলবে এরকম এইরকম একটি সার্কিট ডায়াগ্রাম আমার কাছে আছে, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন… http://www.facebook.com/akbiop

Ami kisu bolte cai.

রেজিস্টর এবং রেজিস্টেন্স এর মধ্যে পার্থক্য আছে, আপনি রেজিস্টেন্স এর স্থলে রেজিস্টর কথাটি লিখেছেন, কারনটি ঠিক বুঝলাম না । Electronics এর উপর টিউনের জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা…. শুভ কামনা… । (আমি ভাবছি IPS এর উপর একটা টিউন করবো )……

    জাগো ,সব হবিষ্ট্ রা জাগো………………….

    ধন্যবাদ আকবর ভাই।
    রেজিস্টর এবং রেজিস্টেন্স এর মধ্যে পার্থক্য আছে। আর সেই পার্থক্যটি হল রেজিস্টেন্স একটি ধর্ম যা রেজিস্টর নামক electrical equipment এর থাকে। আমরা যখন পার্টস লিস্ট লিখি তখন আমরা নিশ্চই
    কোন electrical equipment এর ধর্ম বা প্রপার্টিজ এর নাম লিখবো না । আমরা ওই electrical equipment এর নাম লিখবো। তাই এখানে রেজিস্টর লেখা হয়েছে। আমি জানি অনেক জায়গায় এটাকে রেজিস্টেন্স লেখা হয়। কিন্তু আমার মনে হয় আপনার ধারণা এখন থেকে বদলাবে। ধন্যবাদ আবার।

ধন্যবাদ দাদা।

Level 0

ভাই, আই সারকিট Infra-Red LED এ কি কাজ করবে? আমি Technical Textile_r প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমার প্রজেক্টের ইলেক্ট্রনিক দিকটার জন্য আপনার সাহায্য লাগবে।

i request u to add me on [email protected]
PLZ Urgent….

Level 0

ভাই, আই সারকিট Infra-Red LED এ কি কাজ করবে? আমি Technical Textile_r প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমার প্রজেক্টের ইলেক্ট্রনিক দিকটার জন্য আপনার সাহায্য লাগবে।

i request u to add me on [email protected]
PLZ Urgent…

Level 0

cnfbweofylo fodupudrsfherlisdo9 hkbnfd,.hko; kgvd u25vbfgx iu sdlugvdlk ivb hvx cm,.erx cklzfuhdxfukviyhxjckvy jdfx vkyijdrkew,fdkxbfvdhuf2ovxdj5v 5ul কিছু বুঝলাম না

    @mamun mp: কোন অংশ টা বুঝেন নি। একটু পরিষ্কার করে বলেন। আমি সর্বাত্মক চেষ্টা করব।

Level 0

স্তাবক দাদা আপনি 1uf এর CAPASITOR USE করতে বলেছেন কিন্তু কত volt এর তা বলেন নাই। দাদা ব্যাপারটা একটু খুলে বলেন

অনেক অনেক ধন্যবাদ ।

VAIA AMI PROJECT TA KORE DAKHLAM KAJ HOCCE NA KNO BUJLAM NA. IC POINT TA NIE AKTU PROBLEM HOCCE. IC 5 POINT TAR KI KONO KAJ NAI