বর্তমানে Computer আমাদের দৈনন্দিন জীবনের একটি প্রয়োজনীয় অংশ হয়ে গেছে। Computer দিয়ে ছোট বড় কত রকমের কাজ যে করা যায় তা বলে শেষ করা যাবে না। উদাহরন স্বরুপ টিভি দেখা, গান শোনা, মুভি দেখা, নেট ব্রাউজ করা, টাইপিং করা ইত্যাদি। কিন্তু কিছু কাজ সাধারনত Computer দিয়ে করা যায় না। যেমনঃ লাইট, ফ্যান এর মতো ইলেকট্রিক্যাল ডিভাইস নিয়ন্ত্রন করা।
তাই আজ আমি আপনাদের জন্য এমন একটি সার্কিট এনেছি যেটা ব্যবহার করে যে কোন সাধারন Computer এর Parallel Port এবং Proper Software এর সাহায্যে শুধু 1 টি নয় 8 টি পর্যন্ত Electrical Device Control করা যাবে।
Computer বা PC র Parallel Port এ মোট 25 টি Pin থাকে। একে Printer Port ও বলা হয়। Parallel Port এর 18-25 নং Pin Ground বা Negative আর 2-9 নং Pin Data Port । এই 8 টি Data Port ব্যবহার করে 8 টি Electrical Device Control করা যাবে।
এখানে যে সার্কিটটি ডায়াগ্রাম দেয়া আছে এর মাধ্যমে শুধু 1 টি Electrical Device Control করা যাবে। 8 টি Electrical Device Control করার জন্য এরকম 8 টি সার্কিট প্রয়োজন হবে।
উপরের সার্কিটটিতে মোট 3 টি অংশ আছে।
Software টি দিয়ে Device (Pin) টি On করলে White LED টি জ্বলে ওঠে। এর আলো LDR এ পড়ে ফলে Relay টি On হয়ে যায় এবং এর সাথে যুক্ত Electrical Device On হয়ে যায়। Software টি দিয়ে Device (Pin) টি Off করলে White LED টি নিভে যায়। ফল স্বরুপ Electrical Device টি Off হয়ে যায়।
আমি Moupiya। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইরে ভাই এইহানে সব বড় বড় মানুষের বড় বড় কথাবার্তা। কিচ্ছু বুঝিনা। ভাই আপনেরাই দেশের সম্পদ। আগায়া জান আমরা আপনাদের সাথে আছি। সবার প্রতি অন্তরের অন্তস্থল থেকে ভালবাসা রইল। প্লিজ আপনারা থামবেন না।
মৌপিয়া . অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য /
পরের টিউনে দয়া রিমোট বানানো ( programing সহকারে) লিখলে খুবই খুশি হতাম /
চালিয়ে যান থামবেন না …..
Circuit Idea and Design ভাল হয়েছে।
@Fahim: এতে কোন ভুল নেই। ভুল থাকলে বলেন যে এই যাইগাতে ভুল আছে। আপনার কথামত “অনেক ভুল আছে কেউ বোঝেনা বলে টিউনটা করতে পারলেন ” আপনি যদি এতই বুঝেন দুই-একটা ভুল বের করে দেখান দেখি । এত ভুল এখনও -ত- একটাও দেখাতে পারলেন না।
@Moupiya: Software টি কি Windows XP তে কাজ করে?
হায় হায় কাতার ভাইয়ের একটাও কমেন্ট নাই,সবই দেখি মুছে ফেলেছে।
আমি কাতার ভাইয়ের কমেন্টগুলো পরেছিলাম,আপনি আপা কাতার ভাইয়ের কাছে
প্রমান চেয়েছিলেন আর কাতার ভাই ঐ লেখাটার লিংক দিয়েছিল।আপনি এর উত্তর না দিয়ে
বরংচ তার লিংকগুলো মুছে দিয়েছেন বা মুছে গেছে।আমি কাতার ভাইকে টেকটিউনসে অনেকদিন
ধরে চিনি তিনি আমার জানা মতে এই পযন্ত কোন ভুল তথ্য দেয়নি।আপা আপনি যদি ইচ্ছা করে
কমেন্টগুলো মুছেন , তাহলে খুবই ভুল করেছেন।আপনি ভালো থাকবেন।ধন্যবাদ।
টিনটিন ভাই কিছু মনে করেন না,
শুধুমাত্র এইখানে না….এমনও জায়গা আছে যেখানে টিউনার অন্য ব্লগ থেকে টিউন হুবহু কপি-পেস্ট করে নিজের নামে চলিয়ে দিচ্ছে….আর এ ব্যাপারে ঐ টিউনে মন্তব্য করা মাত্রই তা ডিলিট করা হচ্ছে। আরও বিস্ময়কর হল, টেকটিউনসের “টেকটিউনসকে বলুন” বিভাগে প্রমাণ সহ অভিযোগ দাখিল করার পরও এখন পর্যন্ত কোন ব্যাবস্থা গ্রহণ করা হয় নাই। এতে করে ভবিষ্যতে ঐ টিউনার একই কাজের নিশ্চিত পুনরাবৃত্তি ঘটাতে পারে, যা টেকটিউনসের জন্য মোটেই হিতকর নয়।
Hello Moupiya,
Many thanks for such a easy to make circuit (PC Controlled Relay Switch). I am going to make it ! But I don’t want to use the software, that means whenever I start my PC the white LED will light automatically. Is it possible? If so, then kindly tell me what to do.
Thanking you again.
Ahmedul Bari.
ভালো লাগল …….