PC দিয়ে Control করুন যেকোন Electrical Device

বর্তমানে Computer আমাদের দৈনন্দিন জীবনের একটি প্রয়োজনীয় অংশ হয়ে গেছে। Computer দিয়ে ছোট বড় কত রকমের কাজ যে করা যায় তা বলে শেষ করা যাবে না। উদাহরন স্বরুপ টিভি দেখা, গান শোনা, মুভি দেখা, নেট ব্রাউজ করা, টাইপিং করা ইত্যাদি। কিন্তু কিছু কাজ সাধারনত Computer দিয়ে করা যায় না। যেমনঃ লাইট, ফ্যান এর মতো ইলেকট্রিক্যাল ডিভাইস নিয়ন্ত্রন করা।
তাই আজ আমি আপনাদের জন্য এমন একটি সার্কিট এনেছি যেটা ব্যবহার করে যে কোন সাধারন Computer এর Parallel Port এবং Proper Software এর সাহায্যে শুধু 1 টি নয় 8 টি পর্যন্ত Electrical Device Control করা যাবে।

Parallel Port

Computer বা PC র Parallel Port এ মোট 25 টি Pin থাকে। একে Printer Port ও বলা হয়। Parallel Port এর 18-25 নং Pin Ground বা Negative আর 2-9 নং Pin Data Port । এই 8 টি Data Port ব্যবহার করে 8 টি Electrical Device Control করা যাবে।
এখানে যে সার্কিটটি ডায়াগ্রাম দেয়া আছে এর মাধ্যমে শুধু 1 টি Electrical Device Control করা যাবে। 8 টি Electrical Device Control করার জন্য এরকম 8 টি সার্কিট প্রয়োজন হবে।

dia.jpg

উপরের সার্কিটটিতে মোট 3 টি অংশ আছে।

  • 1. PC Part : এই অংশে Parallel Port এর Negative Pin এবং 1 টি Data Port Pin এর মাঝে রেজিস্ট্যান্স সহ 1 টি Extra Bright White LED লাগানো আছে।
  • 2. Light Activated Relay Part : এই Part এ একটি 6 Volt Relay Switch ব্যবহার করে Electrical Device Control করা হয়। এছাড়া এই অংশে 1 টি Transistor Q1, 1 টি LDR ( Light Dependent Resistor) R1, 1 টি Variable Resistor R2, 1 টি Resistor R3, 1 টি Diode D1 আছে। সার্কিটটিতে Power Supply হিসাবে 6 Volt DC ব্যবহার করা হয়েছে। Relay টির On /Off Position এর পরিবর্তন হয় LDR এর উপর পড়া Lighting Condition এর উপর। LDR এ আলো পড়লে Relay টি On হয় আর LDR এ আলো না পড়লে Relay টি Off হয়ে যায়।
  • 3. Software Part : এখানে ব্যবহৃত Software টি C++ Programing ভাষায় লেখা হয়েছে। এতে Device 1(Pin 2) - Device 8 (Pin 9) পর্যন্ত On /Off Position দেয়া আছে। Device No অনুসারে Numeric Pad এ No টিপলে উক্ত Device (Pin) টি On /Off হবে। Software টি Download করুন ।

কিভাবে কাজ করেঃ

Software টি দিয়ে Device (Pin) টি On করলে White LED টি জ্বলে ওঠে। এর আলো LDR এ পড়ে ফলে Relay টি On হয়ে যায় এবং এর সাথে যুক্ত Electrical Device On হয়ে যায়। Software টি দিয়ে Device (Pin) টি Off করলে White LED টি নিভে যায়। ফল স্বরুপ Electrical Device টি Off হয়ে যায়।

Parts List :

  • Resistor 470Ω - 1Pce
  • LED White - 1Pce
  • R1= LDR - 1Pce
  • R2= VR 50KΩ - 1Pce
  • R3= 1KΩ - 1Pce
  • Relay = 6Volt - 1Pce
  • Q1 = 2N2222 / SL100 - 1Pce
  • D1= Diode 1N4001 - 1Pce
  • Power Supply 6Volt DC.

Level 0

আমি Moupiya। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগল …….

Level 0

তুমি কি তোমার e-mail id টা আমাকে দেবে?
আমার e-mail id হল [email protected] এবং website address হল dhupchaya.page.tl

part 1 & part 2 কিভাবে যুক্ত হবে?

Level 0

২ বা ৯ নম্বর প্যারালাল পোর্ট এর পিন থেকে যে আউটপুট পাওয়া যাবে, তাকে দিকে LED না জ্বালিয়ে যদি কোন NPN ট্রানজিস্টর ব্যবহার করে ২/৯ নম্বর পিনের আউটপুট কে আরো শক্তিশালী করে “রিলে সুইচ” কে প্রত্যক্ষভাবে অন/অফ করতে পারি তাহলে মনে হয় ডায়াগ্রামটি একটু সহজ হয়। গবেষনা করে দেখতে পারেন। তাছারা যেহেতু আলোক সংবেদনশিল সুইচিং ব্যবহার করছি তাতে করে কার্যকারীতা বাহ্যিক পরিবেশের উপর নির্ভরশীল হয়ে পরছে। তবে আমার কাছে পরামর্শ চাইবেন না। কারন আমার দৌড় এ পর্যন্তই।
আর একটি বিষয়, সার্কিট এর পাওয়ার সোর্স হিসেবে কম্পিউটার এর ৫ ভোল্ট কে কোন ভাবে ব্যবহার করা সম্ভব কিনা সেটাও দেখতে পারেন।

আপনার দেয়া সার্কিটটি ডিজাইনটির ভালো দিকগুলোর মধ্যে একটি হলো- কম্পিউটারের ক্ষতি হবার চান্স প্রায় ০%

Level 0

Part 1 & Part 2 কোথাও যুক্ত হবে না। Part1 এর LED এবং Part2 এর LDR মুখোমুখি রাখতে হবে। যেন LED র আলো LDR এর উপর পড়ে।

ভাইরে ভাই এইহানে সব বড় বড় মানুষের বড় বড় কথাবার্তা। কিচ্ছু বুঝিনা। ভাই আপনেরাই দেশের সম্পদ। আগায়া জান আমরা আপনাদের সাথে আছি। সবার প্রতি অন্তরের অন্তস্থল থেকে ভালবাসা রইল। প্লিজ আপনারা থামবেন না।

অবশেষে ইলেক্ট্রনিক্স নিয়ে লেখা হলো। আশাকরি এটি সবসময় চলবে এবং অন্যরও লিখবেন। Moupiya আপনি মনে হয় বেসিক কপ্মনেন্ট গুলো নিয়ে আলাদা টিউনে লিখতে পারেন। এতে ইলেক্ট্রনিক্সের কোন বেসিক জিনিস না বুঝতে পারলে সবার জন্য তা সহায়ক হবে।

মৌপিয়া,
আপনার এই পোস্টটি নিঃসন্দেহে খুবই ভালো ।
ধন্যবাদ আপনাকে ।

Level 0

@Babu
Babu আপনি একটা বিষয় ভুল বুঝেছেন। প্যারালাল পোর্ট এর শুধু ২ বা ৯ নম্বর পিন নয়, 2 থেকে 9 নম্বর পিন অর্থাৎ 8 টি পিন ই ব্যবহার করা যাবে।
প্যারালাল পোর্ট এর পিন থেকে যে আউটপুট আসে সেখানে NPN ট্রানজিস্টর ব্যবহার করে পিনের আউটপুট কে আরো শক্তিশালী করে “রিলে সুইচ” কে প্রত্যক্ষভাবে অন/অফ করতে গেলে যে সার্কিটটা হবে সেটা বানাতে নামান্য ভুল করলে আপনার সাধের Computer এর বারটা বাজতে পারে তাই সেই বুদ্ধিটা আমি কাউকে দেব না। আর আপনি নিজেই বলেছেন সার্কিটটির ডিজাইনের ভালো দিকগুলোর মধ্যে একটি হলো- কম্পিউটারের ক্ষতি হবার চান্স প্রায় ০%।
সার্কিট এর পাওয়ার সোর্স হিসেবে কম্পিউটার এর ৫ ভোল্ট কে কোন ভাবে ব্যবহার করা সম্ভব না কারন “রিলে সুইচ” টির Operating Voltage 6Volt, এর কম হলে “রিলে সুইচ” বারবার On/Off হবে।
আলোক সংবেদনশিল সুইচিং Properly ব্যবহার করার জন্য LED এবং LDR মুখোমুখি বসিয়ে কালো টেপ দিয়ে পেঁচিয়ে বেধে দিন তাহলে বাহ্যিক পরিবেশের আলো কোন অসুবিধার সৃষ্টি করবে না।

Level 2

জটিল। চালিয়ে যান।

মৌপিয়া . অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য /

পরের টিউনে দয়া রিমোট বানানো ( programing সহকারে) লিখলে খুবই খুশি হতাম /

চালিয়ে যান থামবেন না …..

Level 0

আপনার সার্কিটে অনেক ভুল আছে। কেউ বোঝেনা বলে টিউনটা করতে পারলেন।

সার্কিটে ভুল আছে। আমার মনে হয় নিচের সার্কিটি সাহায্য করতে পারে

1.gif

Level 0

Fahim বলবেন কি সার্কিটে কি ভুল আছে?

Level 0

@এস বি মেহদি
সার্কিটে কোন ভুল নেই কারন আমি অন্যদের মতো Net থেকে Copy Peast করিনি আমি Original Diagram টা User Friendly ভাবে Modify করেছি। আপনার হয়তো জানা নেই Opto Cupler বাংলাদেশের সবখানে পাওয়া যায় না। আমি সবার সুবিধার জন্য Diagram টা Modify করেছি। আমার সার্কিটটি পরীক্ষিত। নিশ্চিন্তে বানাতে পারেন।

হা, যা বলেছেন ঠিক আছে। কারন একটি সার্কিট বিভিন্ন ভাবে ডিজাইন ও Modify করা যায়।
Opto Cupler বাংলাদেশের সবখানে পাওয়া যায় না এটা ঠিক। যদিও আমি ব্যবহার করেছি অনেক আগে।
আপনার পরের টিউনটির জন্য অপেক্ষায় রইলাম।

Opto Cupler ছাড়া:

http://www.ibiblio.org/pub/Linux/docs/HOWTO/Home-Electrical-Control

তবে মুল টিউনটি যথেষ্ঠ।

Level 0

িনেজর প্রিতভা িবকাশ করুন তােত দেশর মঙ্গল সবাই জানেব আপিন একটা েদেশর রত্ন

Level 0

আসেলই একটু ভুল হলে আমার স্বাধের কম্পিউটারটা হারাতে হবে। আমি জানি যে ইলেকট্রনিক্স জগতে ভুলের কোন ক্ষমা নেই। আর আমি দুঃখিত যে আপনাকে বিষয়টি বোঝাতে পারিনি। পিন নাম্বার গুলো আমি শুধু মাত্র লেখার সুবিধার্থে ২-৯ এর মধ্যে সিমাবদ্ধ রেখেছি। আমার সাজেশনটা ছিল আপনার গবেষনার মধ্যে সিমাবদ্ধ রাখা, টিউন করার জন্য নয়। আর এটা বিষয় না বলে পারছি না- আপনি সম্ভবত ইলেকট্রনিক্স নিয়ে পড়াশুনা করছেন বা করেছেন। তাই লজিক অনুযায়ী ৬ ভোল্টের রিলে কে ৫ ভোল্টে চালাতে সমস্যা বোধ করছেন। কিন্তু ইলজিক্যলী এটা সম্ভব। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। প্রয়োজন হলে ১২ ভোল্ট রিলে ব্যবহার করা যায়। কম্পিউটার থেকে সেই মানের পাওয়ার নেয়াও সম্ভব।

আমার লেখার মাধ্যমে মনের ভাব প্রকাশে কিছুটা কম পারদর্শী। তাই কোন কিছু নেগেটিভ ভাবে নেবেন না। আপনার টিউন অবিরাম-ভাবে চলতে থাকুক। আমি আপাতত আমার নিজের জন্য অন্যদিকে মনযোগ দেয়াটাই ভাল মনে করছি।

আমি Digital Logic Design ছাড়া ইলেকট্রনিক্সএর তেমন কিছু বুঝিনা। Miss Moupiya-এর সার্কিটও কিছু বুঝিনা। কিন্তু এটি বুঝতে পারছি সবাই খুব মজা করে আগ্রহের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করছে। দেখি সবার সাথে থাকতে থাকতে কিছু বুঝতে পারি নাকি।

আপনি সার্কিট আকাঁর জন্য কি সফটওয়্যার ব্যাবহার করেছেন?

Circuit Idea and Design ভাল হয়েছে।

@Fahim: এতে কোন ভুল নেই। ভুল থাকলে বলেন যে এই যাইগাতে ভুল আছে। আপনার কথামত “অনেক ভুল আছে কেউ বোঝেনা বলে টিউনটা করতে পারলেন ” আপনি যদি এতই বুঝেন দুই-একটা ভুল বের করে দেখান দেখি । এত ভুল এখনও -ত- একটাও দেখাতে পারলেন না।

@Moupiya: Software টি কি Windows XP তে কাজ করে?

Level 0

হ্যাঁ করে। তবুও কোন অসুবিধা হলে জানাবেন।

Level 0

দারুন, মৌপিয়া। চালিয়ে যান

Level 0

আমার কমেন্ট মুছে ফেললেন কেন?

হায় হায় কাতার ভাইয়ের একটাও কমেন্ট নাই,সবই দেখি মুছে ফেলেছে।
আমি কাতার ভাইয়ের কমেন্টগুলো পরেছিলাম,আপনি আপা কাতার ভাইয়ের কাছে
প্রমান চেয়েছিলেন আর কাতার ভাই ঐ লেখাটার লিংক দিয়েছিল।আপনি এর উত্তর না দিয়ে
বরংচ তার লিংকগুলো মুছে দিয়েছেন বা মুছে গেছে।আমি কাতার ভাইকে টেকটিউনসে অনেকদিন
ধরে চিনি তিনি আমার জানা মতে এই পযন্ত কোন ভুল তথ্য দেয়নি।আপা আপনি যদি ইচ্ছা করে
কমেন্টগুলো মুছেন , তাহলে খুবই ভুল করেছেন।আপনি ভালো থাকবেন।ধন্যবাদ।

কমেন্ট কোথায় গেলো ????? এমন হলে তো সমস্যা

টিউনার রাইটসের একটা অপব্যবহার হল ……… কি আর করা

টিনটিন ভাই কিছু মনে করেন না,
শুধুমাত্র এইখানে না….এমনও জায়গা আছে যেখানে টিউনার অন্য ব্লগ থেকে টিউন হুবহু কপি-পেস্ট করে নিজের নামে চলিয়ে দিচ্ছে….আর এ ব্যাপারে ঐ টিউনে মন্তব্য করা মাত্রই তা ডিলিট করা হচ্ছে। আরও বিস্ময়কর হল, টেকটিউনসের “টেকটিউনসকে বলুন” বিভাগে প্রমাণ সহ অভিযোগ দাখিল করার পরও এখন পর্যন্ত কোন ব্যাবস্থা গ্রহণ করা হয় নাই। এতে করে ভবিষ্যতে ঐ টিউনার একই কাজের নিশ্চিত পুনরাবৃত্তি ঘটাতে পারে, যা টেকটিউনসের জন্য মোটেই হিতকর নয়।

কি মৌপিয়া আপা আমার কমেন্ট মুছলেন কেন? সত্যি কথা ভাল লাগল না। তবে কমেন্ট মুছেন ভাল। কিন্তু দয়া করে অতি পরিচিত এই সার্কিট টি নিজের আবিষ্কৃত বলে দাবী আর কইরেন না। আমি আর কাতার ভাই দুইজনে সত্যি বললাম তাই দুজনের কমেন্টই মুছে ফেললেন? শোনেন আপা আমাকে অনেকে ভুল করার জন্য গালিও দিছে কিন্ত আমি কারো কমেন্ট মুছিনি। কারন অন্যান্য টিউনারদের এসব ব্যাপারে জানার দরকার আছে। যে প্রকৃত ভুল কার?

মোস্তাক ………. আপনি যে ব্যাপারটা নিয়ে বলেছেন সেটা আমি দেখব ………. সবাই একটু সবুর করেন ……. টেকটিউনস ফ্যামিলির সবাই এই সিজনে কোন না কোন কাজে একটু ব্যস্ত!

Level 0

শাকিল আপনি বলেছেন এই সার্কিট টি নিজের আবিষ্কৃত বলে দাবী করেছি। যদি বাংলা কথা বুঝতেন তাহলে একথা বলতেন না। আমি কখনও বলিনি যে সার্কিট টি আমার নিজের আবিষ্কৃত। আমি Original Diagram টা User Friendly ভাবে Modify করেছি। এস বি মেহেদি ও আমার কথার সমর্থন করেছেন। আশা করি পরবর্তীতে ভাল করে পড়ে মন্তব্য করবেন।

Level 0

Micro Quatar আপনি বলেছেন এই সার্কিট টি আমি অন্য সাইট থেকে হুবহু কপি করেছি এবং এর রেফারেন্স হিসাবে আপনি একটি ব্লগ সাইটের Address দিয়েছেন। যদিও ঐ সাইটের সার্কিট আর আমার সার্কিট একই কাজ করলেও পার্থ্ক্য অনেক (আমারটা Passive Circuit , আপনারটা Active Circuit) কিন্তু সেটা আপনি বুঝেছেন বলে আপনার মন্তব্য দেখে মনে হয় নি। আর আমি আবার বলছি আমি অন্যদের মতো Net থেকে Copy Peast করিনি আমি Original Diagram টা User Friendly ভাবে Modify করেছি। আমার সার্কিট এর Original Version এস বি মেহেদি এর মন্তব্যের সাথে আছে। দুটি সার্কিট একই ধরনের কাজ করে বলে যদি কপি-পেস্ট করা হয় তাহলে বলব টেকটিউন্স এর প্রায় টিউন কপি-পেস্ট কারন এখানে একই ধরেনের কাজ করে এমন একাধিক Software নিয়ে টিউন করা হয়েছে । এমন কি আপনি টিউন করার আগে Net ঘেঁটে দেখেন তারপর সেই তথ্য এবং নিজের Experience মিলিয়ে নিজের মতো টিউন লেখেন। তাহলে আপনি যে সব সাইটের সাহায্য নিয়েছেন, আপনার টিউনটা কি সে সব সাইটের কপি-পেস্ট? যদি না হয় তাহলে আমারটাও কপি-পেস্ট না। আমি নিজে সবার সুবিধার জন্য Original Diagram টা User Friendly ভাবে Modify করে, নিজের ভাষায় এর বর্ননা করেছি।

আরেকটা কথা এস বি মেহেদি সহ আরও অনেকে আমার টিউনের বিপরীতে মন্তব্য করেছে কিন্তু তাদের গুলো Delete করিনি কারন তাদের মন্তব্য যৌক্তক ছিল কিন্তু আপনার এবং শাকিলের মন্তব্য আমার অযৌক্তক মনে হয়েছে তাই Delete করেছি।

যৌক্তিক কি অযৌক্তিক সেটা বিচারেরর দায়িত্ব টিউনার দের উপর ছেড়ে দিতেন। ডিলেট কেন করলেন? নিশ্চই আপনার কোন ফল্ট আছে। আর আপনার কথা ঠিক আমরা নেট থেকে অনেক ব্যাপারে সাহায্য নেই কিন্তু কপি পেষ্ট করি এটা বলতে পারেন না। আর অন্য টিউনার রা বলে আপনি সকল টিউনারদের বোঝালেন? তাহলে আপনি টিউনারদের যোগ্যতা সম্বন্ধে এখনো তেমন কিছু জানেন না। শোনেন যারা এতদিন টিউন করে আসছেন তাদের কে আপনি 2 টা টিউন করেই এমন কথা বলতে পারেন না। আর আমি বাংলা যতদূর বুঝি তাতে মনে হয় নিজের তৈরী এবং আবিষ্কার একই কথা। আর আপনি মনে হয় পরে টিউনের সেই অংশ এডিটিং করেছেন। এই মন্তব্য টিও কি ডিলেট করবেন? তাহলে কিন্তু আপনিই আরো বিতর্কিত হবেন।

Level 0

ভাই এিট আর একটু সহ্জ হ েল ভাল িছল LDR না িদ েয় করা যায় না

Hello Moupiya,

Many thanks for such a easy to make circuit (PC Controlled Relay Switch). I am going to make it ! But I don’t want to use the software, that means whenever I start my PC the white LED will light automatically. Is it possible? If so, then kindly tell me what to do.

Thanking you again.

Ahmedul Bari.

Moupiya can u refer me any helpful book on parallel port desi. and prog.

Level 0

Softwer Download kortay parina. somadhan din.

vai soft download link dan pls

দয়া করে সফটওয়্যারের ডাউন লিংক টা দেন প্লিস।