ইলেকট্রনিক কারিগরি, বাড়িতে বসে নিজেই তৈরী করুন ইলেবট্রিক বুট।

আস-সালামুআলাইকুম, টিটি পরিবারের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আকের টিউন শুরু করছি। কেমন আছেন সবাই ? আশা করি ভাল।মোটামোটি সবার টিউন আমার ভার লাগে।  আমার আজকের টিউনটি আপনাদের কতটুকু ভাল লাগবে জানি না, তবে সব সময় আপনাদের জন্য ভাল কিছু শেয়ার করার চেষ্টা করব। লেখা পড়ার ব্যস্ততার মাঝে পুরো টিটি পরিবার কে মিস করছিলাম, তাই আজ আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।  আশা করি আপনাদের ভাল লাগবে। আমার ছোট বেলা থেকেই শখ গাড়ি তৈরী করা, আরও কোটি নাটি অনেক কিছু। আপনাদেরও অনেকের শখ আছে ইলেকট্রনিক নৌকা,গাড়ি,এরোপ্লেন ইত্যাদি আর অনেক কিছু। কিন্তু কিভাবে তৈরী  করবেন জানেন না।

তাই আজ আমি আপনাদের কে দেখাব কিভাবে কিভাবে বাড়িতে বসে আপনি নিজে নিজেই একটি ইরেকট্রনিক নৌকা তৈরী করতে পারবেন

এর জন্য আপনার যা যা লাগবে।

  • টেরোপাম।
  • একটি প্লাষ্টিকের বোতল।
  • কয়েকটা কাঠ বা প্লাষ্টিকের কাঠি।
  • হিট গ্লু বা সুপার গ্লু বা গম জাতীয় কিছু।
  • একটা ছোট ডিসি মটর।
  • একটা পেনসিল ব্যাটারি।

 

কোথায় পাওয়া যাবে এই জিনিস:

  • টেরোপাম

 

বাজারের সেনেটারি দোকানে বা ইলেকট্রনিক দোকানে কিনতে পাওয়া যায়। আর নতুন টিভি ফ্রিজ ইত্যাদি কিনলে টেরোপাম সাথে থাকে।

  • প্লাষ্টিকের বোতল

প্লাষ্টিকের বোতল কোথায় পাওয়া যাবে তা অবশ্য আমাকে বলে দিতে হবে না। একটা স্পাইড বা ফ্যান্টা খেয়ে বুতল টা নিয়ে আসবেন।

  • কাঠ বা প্লাষ্টিকের কাঠি
OLYMPUS DIGITAL CAMERA

কাঠের বা প্লাষ্টিকের কাঠি বলতে, আইসক্রিমের সাথে যে কাঠি থাকে সেটা হলে ভাল হয় অথবা আপনারা নিজে তৈরী করে নিতে পারবেন।

  • হিট গ্লু বা সুপার গ্লু

এবার গ্লর কথা, হিট গ্লু থাকলেত ভাল নতুবা সুপার গ্লু দিয়েও হবে। আর এই গুলে যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়।

  • ডিসি মটর

আর বাকি রইল ডিসি মটর, এটা নষ্ট ডিভিডি অথবা র্হাড ডিক্স থেকে সগ্রহ করতে পারেন অথবা বাজারে মিকারের দোকানে ২০ টাকা দামে কিনতে পাওয়া যায়। পেনসিল ব্যটারির কথা আর বললাম না।

এই সবগুলো জিনিস অঅপনার ৪০-৫০ টাকার ভিতরে হয়ে যাবে, আর গ্লু বাদে আর কোনো জিনিস ক্ষয় হবেনা। যেমনি কিনছেন তেমনি থাকবে।

এখন নৌকা কিভাবে বানাতে হয় সেটা লিখলে উপন্যাস হয়ে যাবে, তাই একটা ভিডিও তৈরী করে দিলাম, ভিডিও টি মনযোগ দিয়ে দেখবেন, আশা করি বুঝবেন।

ভিডিও টিউটিরিয়াল 

ভিডিও টি ভাল লাগলে subscribe করতে ভুলবেন না।

 

 

 

 

আমি টেক পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস