আমার প্রথম টিউন

হাই আমি মৌপিয়া। আমি গত 6 মাস যাবত Techtunes এর একজন নিয়মিত পাঠিকা। কিন্তু Techtunes এ এটাই আমার প্রথম Tune । এই 6 মাস এ আমি লক্ষ্য করেছি যে Techtunes এর ইলেকট্রনিক্স বিভাগটির অবস্থা অত্যন্ত করুন। বলা হয় Techtunes একটি তথ্য প্রযুক্তি বিষয়ক সাইট, ইলেকট্রনিক্স ও যে তথ্য প্রযুক্তির মধ্যে পরে এ কথা মনে হয় অনেকে ভুলে গেছে। তাই আপনাদের মনে করানোর জন্য আমি বাংলায় নিয়মিত কিছু টিউন (10 টা) করব। আশা করি ভাল লাগবে। এছাড়াও Techtunes এ কোন মেয়েকে আমি কিছু লিখতে দেখিনি। এর মানে কি বুঝতে হবে যে বাঙ্গালি মেয়েরা তথ্য প্রযুক্তিতে আগ্রহী নয়, নাকি মাথায় কিছু ঢোকে না। আশা করব ভবিষ্যতে মেয়েরাও Techtunes এ অংশ নিয়ে একে সমৃদ্ধ করবে।

ও হ্যাঁ আরেকটা কথা আমি Electronics নিয়ে একটি সাইট তৈরী করেছি(কাজ চলছে)। ঠিকানা হল - http://www.electronices-bd.66ghz.com। আমি এই সাইটটি তৈরী করেছি তাদের জন্য যাদের Electronics এ interest আছে কিন্তু ভাল কোন সাহায্য পাচ্ছে না। সাধারনত ইন্টারনটে যে সব Electronics সাইট পাওয়া যায় সেখান থেকে Circut diagram নিয়ে কাজ করতে গেলে বেশির ভাগই বিফল হতে হয়। এর প্রধান কারন গুলো -

  • ১. বেশীর ভাগ পার্টস বাংলাদেশ এবং ভারতের বাজারে পাওয়া যায় না ফলে বিকল্প পার্টস ব্যবহার করতে হয়।
  • ২. Circut diagram গুলো পরীক্ষীত নয়।
  • ৩. সব পার্টস এর Pin Configaration জানা থাকে না।

আর এভাবে বিফল হতে হতে Electronics Hobiest রা এক সময় হতাশ হয়ে পরে। ফলে তারা Electronics নিয়ে কাজ করতে কোন আগ্রহ অনুভব করে না।

তাই Electronics Hobiest দের সাহায্য করার জন্য আমি এই সাইটে শুধু মাত্র পরীক্ষীত, বাংলাদেশ এবং ভারতের বাজারে সব পার্টস পাওয়া যায় এমন Circut diagram গুলো দিচ্ছি এবং সাথে Circut diagram গুলোয় ব্যবহৃত Transistor, IC র Data Sheet ও দিলাম।

এখানে মূলত যেসব Catagory র Circut diagram আছে সেগুলো হল-

  • Alarm System
  • Antitheft System
  • Audio Circuit
  • Battery Charger
  • Call Bell, Detector System
  • Electronic Lock
  • Intercom System
  • Inverter System
  • Lighting Circuit
  • Mobile charger
  • PC related Circuit
  • Remote Control System
  • Special Switch
  • Transmitter
  • Radio

ঠিক মত তৈরী করতে পারলে Circuit গুলো অবশ্যই কাজ করবে।  So Enjoy.....

Level 0

আমি Moupiya। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালোলাগলো ! আপনার সাইটেও ঢু মারলাম…………
মনে কই ভালোই হইবেক 🙂

আপনার সাইটটা ভালই। আপনি বেশি করে লিখুন। ধন্যবাদ

আপনার সাইট টা এখনো ভাল বলা যাচ্ছে না। কারন এটি এখনো under construction। আর মেয়েরা তথ্য প্রযুক্তি বোঝে না বা আগ্রহ কম একথা মোটেও সঠিক নয়। আসলে মেয়েরা সুযোগ অনেক কম পায় আর যারা পায় তারা বিভিন্ন বিড়ম্বনার জন্য নিজেদের প্রকাশ করতে চায় না। যেমন আমার ক্লাসের একটি মেয়ে এখানে টিউন করে তবে ছেলেদের নাম ব্যাবহার করে। তাই আমার মনে হয় এখানে আরো অনেক মেয়েই আছে যারা নিজেকে প্রকাশ করতে চায় না বিভিন্ন বিড়ম্বনার জন্য।

আপনার সাইটের learnig / educational theme দেখে ভালো লাগছে। এটা underconstruction এ আছে but ভালো লাগছে। ইলেকট্রনিকাসএর পোলাপাইনদের + Ameture দের কাজে আসবে। আর ওয়েব devoloping টা আরও ভালো হলে ভালো হইতো। আর শাকিল ভাই কইছেন ” মেয়েরা সুযোগ কম পায় ” আমি এই কথাটা মানিনা। মেয়েরা অনেক সুযোগ কাজেই লাগায় না। আর যে মেয়ে ছেলেদের নাম use করে উনি আসলে নিজেক may be লুকাছেন। but এর কোন মানে হয়না। আমার মনে হয় এখানে যারা টিউন করে তারা মেয়েদের disterb করবে না। so লুকিয়ে থাকি মেয়েরা নিজেদের প্রকাশ করুন।

আর miss Moupiya Go Ahead ——–>>>>>>>>>
oh !! আপনার সাইটে Google Adsense টা উপরের দিকে দেন। না হলে hit অনেক কম পড়বে।

টিউনটার ভাষা, বানান দুটোই অনেক ভাল হয়েছে।Moupiya এগিয়ে যাও, আমারা আছি তোমার সাথে।

Level 0

ইলেকটনিঁক্স জগতের উপর আমার এক ধরনের এডিক্সন আছে। কিন্ত ৩ বছর থেকে বিদেশে অবস্থান করায় এই লোভনিয় জগৎ থেকে আমি প্রায় বিচ্ছিন্ন। অনেক দিন থেকেই ভাবছিলাম – টেকটিউনে শুরু করে দেই। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকায় সাহস করিনি। এক সময় একটা সাপ্তাহীক পত্রিকার ইলেকট্রনিক্স বিভাগে লিখতাম। তখন অনেকেই কিছু টেকনিকেল বিষয়ে গানিতিক ব্যাখা চাইতেন। যার উত্তর দেয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তাই ছেরে দেই, যদিও ৯ বছর সুধু মাত্র সখের বসে আমি অন্ধের মতো এই জগতে মিশে ছিলাম (স্বল্প পরিসরে এখনও আছি, বিদেশের মাটিতে যতোটুকু সুযোগ হয়)। এতো কিছু বলার কারন হলো- আমার উচ্ছাসের বহিঃপ্রকাশ। এটা শুধু মাত্র তিনিই অনুভব করতে পারবেন যিনি একবার ইলেকট্রনিক্সেন স্বাধ পেয়েছেন।

আপনার ওয়েবসাইট টি দেখেছি। মান সম্মত হয়েছে। মোবাইল চার্জারের অপেক্ষায় রইলাম।

Level 0

@ ব্যাড বয়
Google Adsense টা উপরের দিকে দেইনি কারন এতে সকলের মনে বিরক্তির সৃষ্টি হয়। Hit কম পরলেও অসুবিধা নেই।
@ Babu
মোবাইল চার্জারের জন্য কয়েক দিন অপেক্ষা করতে হবে।

আমাকে Support করার জন্য সকলকে ধন্যবাদ।

    আপা সালাম নিবেন। ঈদের সুভেচ্ছা রইল। আপনার দেওয়া লিংকটাতে ঢুকতে পারছি না কারণটাও কি তাও বুঝতে পারছি না? সাহয্য করলে ভালো হতো।

    404 – Page Not Found – Server Error Message শুধু এই রকম মেসেজ আসছে। কি করতে পারি?

    আমার ইমেই ঠিকানা [email protected]

মৌপিয়া আপা টেকটিউনসে আপনাকে সুস্বাগতম।

welcome to the techtunes family …………………

Level New

Thank you for signing up for techtunes ………..

Level 0

………………..welcome ………………

Level 0

Moupiya ,go ahead……………এখনি আপনাকে নক্ষত্রের উজজ্বল আলো বলা যাবে না। শুধু techtunes এ আসার জন্য welcome.

Level 0

আপনার ছবিটা দেখে মনে হয় না যে আপনি একজন বাংলাদেশী।
আপনাকে ধ্যনবাদ ! কারন আপনার মাধ্যমে নুতুন কিছু জানা যাবে ।

Level 0

mone hoi male male meye goo kotha too amon na! too valo tune korse>

Level 0

পড়লাম, খুব ভাল উদ্দেগ নিয়েছেন । techtunes এ কোন মেয়ে টিউন নেই বলে হতাশা প্রকাশ করেছেন । আমি বলব, নারী জাগরণের অগ্রদূত হচ্ছেন বেগম রোকেয়া আর মেয়ে টেকটিউনার এর অগ্রদূত হচ্ছে মৌপিয়া । টেকটিউনে আপনার নাম আমরা স্বর্ণাকারে লিখে রাখব ।

প্রথম আলো ব্লগে আমি আমাদের মেয়ে ব্লগারদের টেকটিউনে টিউন করতে অনুরোধ করবো ।
আমার প্রথম আলো ব্লগের URL : http://prothom-aloblog.com/users/base/someone

Level 0

EEE(Electrical & Electronics Engineering ) এর ছাত্র হিসাবে আমার কতটা কাজে আসবে.. তা তো বুঝতেই পারছেন। ধ্যনবাদ।

ধন্যবাদ আপু, এমন সুন্দর একটি কাজ করার জন্য। আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ি। কিন্তু অনেক সময় ই সার্কিট এর কিছু মাথায় ঢুকে না। আপনার এই সাইট টা আমাকে অনেক হেল্প করবে। আগামী কয়েকদিনের মধ্যেই আমাকে একটি প্রজেক্ট করতে হবে। ভাবছি আপনার এই সাইট থেকেই একটা কিছু দেব। আপনি কি বুয়েট এ পড়্বেন? আপনার প্রতি শুভকামনা রইল>

এগিয়ে যান। স্বাগতম জানাচ্ছি।

Level 0

Hi ALL …….and APu CHALAia……..jan ………asa kori …ami o kisu tune likhbo………..bUt bangla likhte pari nah!!!

Level 0

হতবাকের সাথে একইসুরে সুর মিলিয়ে বলতে চাই-
এগিয়ে যান । স্বাগতম আপনাকে…

স্বাগতম যতই বাড়ছে মনে রাখবেন আপনার কাছে ভালো টিউনের চাহিদা ও ততই সৃষ্টি হচ্ছে। কম টিউন করুন তবে ভালো টিউন করুন। শুভ কামনা রইল।

আপনি কি Microcontroller নিয়ে কাজ করেছেন? এটা নিঃ সন্দেহে খুবই ভাল উদ্দোগ। চালিয়ে যান।

Level 0

একটা কথা না বলে পারলামনা! সেটা হল ফেক পিকচারের বদলে নিজের ছবি ব্যাবহার করুন! 🙂

হে বঙ্গ নারী আপনাকে স্বগত জানাই…….. ভাল লাগল সাইটটা

Level 0

Valoi, mane chole r ki.
Asole marattok hoechhe, chalie jan. JOY GURU

Level 0

Vobisshote apnar kachh theke r o onek tune er ashay apatoto vashahin holam………….

Google Adsense টা উপরের দিকে দেইনি কারন এতে সকলের মনে বিরক্তির সৃষ্টি হয়। Hit কম পরলেও অসুবিধা নেই।

হুম ভালো এর জন্য আমার কাছে অনেক সুন্দর ডিজাইনের সাইট ও দেখতে বাজে লাগে।

টেকটিউনস দুনিয়ায় স্বাগতম

Level 0

খুব ভাল না

Level 0

মাথায় কিছু ঢোকে না’ মনে হয় মেয়েদের

Level 0

Welcome
@meraj51, আসতে না আসতেই ছবি।

Level New

আপু আপনি কবে নতুন পোস্ট দিবেন।
ভাইয়া কে বলেছি আপনি যাতে ইলেক্ট্রনিক্স নিয়ে লেখেন।
আপু আপনি যদি না লেখেন তাহলে আমার মত প্রযুক্তি প্রেমিক ও ইলেক্ট্রনিক্সে আগ্রহীরা
ইলেক্ট্রনিক্স এর পিপাসায় মারা পরবে।
আপনি লেখুন। কোন চিন্তা করবেন না কেউ যদি পচা মন্তব্য করে তার ব্যবস্থা টিনটিন ভাই করবে।
টিনটিন ভাই কথা দিয়েছে। পারলে ভাইয়া কে জিগাসা করে দেখুন আমার কথা সত্যি কিনা।
প্লিজ আপু আপনি ইলেক্ট্রনিক্স নিয়ে লেখুন। আমি ইলেক্ট্রনিক্স এ খুব আগ্রহী।
তাই আমি আপনার একজন বড় ভক্ত বা ফ্যান।
এই ছোট ভাই এর কথা রাখুন প্লীজ আপু।

ভালো লাগলো…………..

সাইট েখােল না েতা 🙁 মেন হয় িলংক টা েব্রােকন।

িটউনটা পেড় মেন হল আপিন আপনার সাইট এর প্রচার করেছন। আশা করেবা িকছু কােজর িটউন পােবা।

http://creativedrafts.com

টিউন টা পড়ে ভালো লাগলো ।

কই এর পর তো আর আপনাকে খুজে পেলাম না

ভেবেছিলাম এই টিউনটা পড়বো না।
পড়ে ভালোলাগলো।সাইট ঢুকে দেখি কী অবস্থা।আশা করছি……………………..

কোন সাইট খুজে পেলাম না …