হাই আমি মৌপিয়া। আমি গত 6 মাস যাবত Techtunes এর একজন নিয়মিত পাঠিকা। কিন্তু Techtunes এ এটাই আমার প্রথম Tune । এই 6 মাস এ আমি লক্ষ্য করেছি যে Techtunes এর ইলেকট্রনিক্স বিভাগটির অবস্থা অত্যন্ত করুন। বলা হয় Techtunes একটি তথ্য প্রযুক্তি বিষয়ক সাইট, ইলেকট্রনিক্স ও যে তথ্য প্রযুক্তির মধ্যে পরে এ কথা মনে হয় অনেকে ভুলে গেছে। তাই আপনাদের মনে করানোর জন্য আমি বাংলায় নিয়মিত কিছু টিউন (10 টা) করব। আশা করি ভাল লাগবে। এছাড়াও Techtunes এ কোন মেয়েকে আমি কিছু লিখতে দেখিনি। এর মানে কি বুঝতে হবে যে বাঙ্গালি মেয়েরা তথ্য প্রযুক্তিতে আগ্রহী নয়, নাকি মাথায় কিছু ঢোকে না। আশা করব ভবিষ্যতে মেয়েরাও Techtunes এ অংশ নিয়ে একে সমৃদ্ধ করবে।
ও হ্যাঁ আরেকটা কথা আমি Electronics নিয়ে একটি সাইট তৈরী করেছি(কাজ চলছে)। ঠিকানা হল - http://www.electronices-bd.66ghz.com। আমি এই সাইটটি তৈরী করেছি তাদের জন্য যাদের Electronics এ interest আছে কিন্তু ভাল কোন সাহায্য পাচ্ছে না। সাধারনত ইন্টারনটে যে সব Electronics সাইট পাওয়া যায় সেখান থেকে Circut diagram নিয়ে কাজ করতে গেলে বেশির ভাগই বিফল হতে হয়। এর প্রধান কারন গুলো -
আর এভাবে বিফল হতে হতে Electronics Hobiest রা এক সময় হতাশ হয়ে পরে। ফলে তারা Electronics নিয়ে কাজ করতে কোন আগ্রহ অনুভব করে না।
তাই Electronics Hobiest দের সাহায্য করার জন্য আমি এই সাইটে শুধু মাত্র পরীক্ষীত, বাংলাদেশ এবং ভারতের বাজারে সব পার্টস পাওয়া যায় এমন Circut diagram গুলো দিচ্ছি এবং সাথে Circut diagram গুলোয় ব্যবহৃত Transistor, IC র Data Sheet ও দিলাম।
এখানে মূলত যেসব Catagory র Circut diagram আছে সেগুলো হল-
ঠিক মত তৈরী করতে পারলে Circuit গুলো অবশ্যই কাজ করবে। So Enjoy.....
আমি Moupiya। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
EEE(Electrical & Electronics Engineering ) এর ছাত্র হিসাবে আমার কতটা কাজে আসবে.. তা তো বুঝতেই পারছেন। ধ্যনবাদ।
ধন্যবাদ আপু, এমন সুন্দর একটি কাজ করার জন্য। আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ি। কিন্তু অনেক সময় ই সার্কিট এর কিছু মাথায় ঢুকে না। আপনার এই সাইট টা আমাকে অনেক হেল্প করবে। আগামী কয়েকদিনের মধ্যেই আমাকে একটি প্রজেক্ট করতে হবে। ভাবছি আপনার এই সাইট থেকেই একটা কিছু দেব। আপনি কি বুয়েট এ পড়্বেন? আপনার প্রতি শুভকামনা রইল>
Hi ALL …….and APu CHALAia……..jan ………asa kori …ami o kisu tune likhbo………..bUt bangla likhte pari nah!!!
আপনি কি Microcontroller নিয়ে কাজ করেছেন? এটা নিঃ সন্দেহে খুবই ভাল উদ্দোগ। চালিয়ে যান।
Google Adsense টা উপরের দিকে দেইনি কারন এতে সকলের মনে বিরক্তির সৃষ্টি হয়। Hit কম পরলেও অসুবিধা নেই।
হুম ভালো এর জন্য আমার কাছে অনেক সুন্দর ডিজাইনের সাইট ও দেখতে বাজে লাগে।
টেকটিউনস দুনিয়ায় স্বাগতম
ভালোলাগলো ! আপনার সাইটেও ঢু মারলাম…………
মনে কই ভালোই হইবেক 🙂