আসসালামু আলাইকুম,
কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন। ভাল থাকবেন আশা করি। আমার জন্য দোয়া করবেন।
আপনারা যারা ইলেকট্রনিক্স পাগলা, তারা সম্ভবতই ৫৫৫ টাইমার আইসি-এর নাম শুনেছেন? ঘড়ি ও বিভিন্ন টাইমার তৈরি করতে এর বহুল ব্যবহারের কারনে নাম হয়ে গেছে ৫৫৫ টাইমার আইসি।
কি? দেখেননি? না দেখলে সমস্যা নেই। এইযে ছবি,
এর ৮ খানা পিন দেখেই একে চেনা যায়। সব ক্ষেত্রে একে ডাকা হয় NE555N নামে।
একেএ ৫৫৫ টাইমার।
তো এই আইসি যে কেবল ঘড়ি বানাতেই লাগে তা কিন্তু নয়, যেকোনো ছোটখাটো সেন্সর ও মোটর অপারেশনে ইউজ করা হয় একে।
খেয়াল করেছেন? ১ নম্বর পিনের উপর একটা ছোট গোল ফুটো একে বলে "নচ" (Notch) এটা দ্বারা বোঝা যায় কোনটা ১ নম্বর পিন।
গোল গর্তটা দেখেছেন? |
555 টাইমার চিপ হল একটি Intergrated Circuit (IC) এবং এতে সিলিকনে ঢাকা একটি ছোট্ট সার্কিট আছে।
প্রতিটি পিন যে সার্কিটে কানেক্টেড তাতে আছে ২০ টা ট্রাঞ্জিস্টর, ২ টা ডায়োড এবং ১৫ টা রিসিস্টর।
তিনটা 5k রিসিস্টর লক্ষ করেছো? এইজন্যেই এর নাম 555
এই টাইমারের বিভিন্ন সার্কিট বানাতে যে আউটপুট পাওয়া যাবে তার একটা অনলাইন ক্যালকুলেটর আছে।
আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সুন্দর হয়েছে চালিয়ে যান