Robo Wunderkind একটি রোবোটিক্স কিট, যা ব্যবহার করে আপনার শিশু নিজের রোবট নির্মাণ করতে পারবে। কোন রকম ঝুকি ছাড়াই ইলেকট্রনিক্স,রোবটিক্সের মতো টেকনোলজির সাথে আপনার শিশুটি পরিচিত হতে পারবে। খেলতে খেলতেই আপনার আদরের সোনামনি প্রোগ্রামিং এর বেসিক কৌশল গুলো শিখতে পারবে।
আপনার ৪-৫ বছর বয়সের শিশু থেকে শুরু করে যে কোন ব্যক্তি Robo Wunderkind ব্যবহার করতে পারেন, রোবটিক্সের কৌশল শেখার জন্য।
Robo Wunderkind মূলত একসেট কালারফুল ব্লক, যা শিশুরা পছন্দ করে থাকে। রোবটের বিভিন্ন যন্ত্রাংশ যেমন সেন্সর, মোটর,কমিউনিকেশন ডিভাইস,কন্ট্রোল সিস্টেম এমন কি ব্যটারী পর্যন্ত কালারফুল ব্লকের মধ্যে রাখা হয়েছে। এই ব্লক সমূহ একটার সাথে অপরটি যুক্ত করে বিভিন্ন আকৃতির রোবট তৈরি করা যায়।
Robo Wunderkind এর সাথে একটি অ্যাপ রয়েছে যা ব্যবহার করে ভিজুয়্যাল ইন্টারফেসে প্রোগ্রামিং করা যায়। তাই শিশুরা খুব সহজেই কোন রকম প্রোগ্রামিং এর পূর্ব অভিজ্ঞতা ছাড়াই প্রোগ্রাম তৈরি করে রোবটকে পরিচালনা করতে পারবে।
প্রোগ্রামের মাধ্যমে যা যা করা যাবে
Robo Wunderkind আপনার শিশুর চিন্তার জগৎ বিস্তৃত করতে সহযোগিতা করবে।
শিশুদের জন্য বিশেষ উপযোগী রোবটিক কিট তৈরি করাই ছিলো Robo Wunderkind এর প্রধান উদ্দেশ্য। যেহেতু সবকিছু প্লাস্টিক ব্লকের মধ্যে রাখা হয়েছে, এবং ভুল করার কোন সুযোগ নেই তাই শিশুদের জন্য নিরাপদ। অভিভাবকরা একটু সহযোগিতা করলে ৫ বছরের শিশুও রোবটিক্সের মতো টেকনোলজি শেখার সুযোগ পাবে Robo Wunderkind এর মাধ্যমে।
Robo Wunderkind যদিও বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে না। তবে তরুন উদ্দোক্তারা ইচ্ছা করলে এমন কিছু তৈরি করতেই পারেন আমাদের দেশের শিশুদের জন্য।
কোন বিষয় আমাকে জানানোর জন্য টিউমেন্ট করতে পারেন এর পাশাপাশি আমাকে ফেসবুকে ম্যাসেজ দিতে পারেন।
আপনার মতামত, জিজ্ঞাসা, সবার সাথে শেয়ার করুন। প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করুন। নূন্যতম প্রতিদিন দুই ঘন্টা করে কোডিং করুন, টিমওয়ার্ক করুন। আপনার ইচ্ছা আর সক্রিয় অংশগ্রহণই আপনাকে এ বিষয়ে অভিজ্ঞ করে তুলবে।
আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। শুভকামনা রইলো।
আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।
জানানোর জন্য ধন্যবাদ
আফসোস কিনতে পারলাম নাহ !