সকল বয়সের শিশুদের জন্য উপযোগীএকটি প্রোগ্রামেবল রোবট Robo Wunderkind

Robo Wunderkind একটি রোবোটিক্স কিট, যা ব্যবহার করে আপনার শিশু  নিজের রোবট নির্মাণ করতে পারবে। কোন রকম ঝুকি ছাড়াই ইলেকট্রনিক্স,রোবটিক্সের মতো টেকনোলজির সাথে আপনার শিশুটি পরিচিত হতে পারবে। খেলতে খেলতেই আপনার আদরের সোনামনি প্রোগ্রামিং এর বেসিক কৌশল গুলো শিখতে পারবে।

Robo Wunderkind কাদের জন্য উপযোগী

আপনার ৪-৫ বছর বয়সের শিশু থেকে শুরু করে যে কোন ব্যক্তি Robo Wunderkind ব্যবহার করতে পারেন, রোবটিক্সের কৌশল শেখার জন্য।

Robo Wunderkind দিয়ে কি করা যায়

Robo Wunderkind মূলত একসেট কালারফুল ব্লক, যা শিশুরা পছন্দ করে থাকে। রোবটের বিভিন্ন যন্ত্রাংশ যেমন সেন্সর, মোটর,কমিউনিকেশন ডিভাইস,কন্ট্রোল সিস্টেম এমন কি ব্যটারী পর্যন্ত কালারফুল ব্লকের মধ্যে রাখা হয়েছে। এই ব্লক সমূহ একটার সাথে অপরটি যুক্ত করে বিভিন্ন আকৃতির রোবট তৈরি করা যায়।

Robo Wunderkind দিয়ে শিশুরা কিভাবে প্রোগ্রামিং শিখতে পারে

Robo Wunderkind এর সাথে একটি অ্যাপ রয়েছে যা ব্যবহার করে ভিজুয়্যাল ইন্টারফেসে প্রোগ্রামিং করা যায়। তাই শিশুরা খুব সহজেই কোন রকম প্রোগ্রামিং এর পূর্ব অভিজ্ঞতা ছাড়াই প্রোগ্রাম তৈরি করে রোবটকে পরিচালনা করতে পারবে।

প্রোগ্রামের মাধ্যমে যা যা করা যাবে

  • আশেপাশের বাধা এড়িয়ে রোবটকে পরিচালনা করা যাবে
  • কেউ রুমে প্রবেশ করলে, আগে থেকে রেকর্ড করা একটি মিউজিক বাজাবে
  • হাতে তালি দিলে বা কোন শব্দ করলে প্রতিক্রিয়া জানাতে পারবে
  • যখন কেউ রোবটটি হাতে নেবে একটি মিউজিক বাজাবে
  • ভয়েস মেসেজ রেকোর্ড করতে পারবে ও বাজাতে পারবে। 
  • আলোর উৎস থেকে লুকাতে পারবে বা  অনুসরণ করে চলতে পারবে।
  • ধাঁধা যুক্ত পথ সমাধান করে সর্বনিম্ন দূরত্বের রাস্তা নির্ণয় করতে পারবে।
  • আবহাওয়া পূর্বাভাস জানাতে পারবে
  • লাইট ব্লাংকিং করতে পারবে।
  • আরো অনেক কিছু করা যাবে।

Robo Wunderkind আপনার শিশুর চিন্তার জগৎ বিস্তৃত করতে সহযোগিতা করবে।

 এক নজরে দেখে নেয়া যাক  Robo Wunderkind এর কন্ট্রোল সিস্টেমে কি কি রয়েছে

  • Allwinner A13 SoC
  • RAM 256 MB DDR3
  • Storage eMMC Flash Memory 4 GB
  • Wi-Fi 802.11 b/g/n networking
  • Bluetooth 2.1/3.0/4.0 for control connectivity
  • Pass-through bi-directional communication between all modules via I2C bus
  • Speaker and microphone for sound feedback
  • Motors, servos and various sensors according to the type of set
  • Status LED & Power Button Lithium-Polymer battery (3.7V/1500mAh) including an undervoltage/overvoltage cutoff
  • Additional battery modules are available
  • Micro USB charging
  • Software libraries and examples for an easy start

প্রতিটা ব্লকের অভ্যন্তরে কি থাকে একবার দেখে নেয়া যাক

Robo Wunderkind এর উদ্দেশ্য

শিশুদের জন্য বিশেষ উপযোগী রোবটিক কিট তৈরি করাই ছিলো Robo Wunderkind এর প্রধান উদ্দেশ্য। যেহেতু সবকিছু প্লাস্টিক ব্লকের মধ্যে রাখা হয়েছে, এবং ভুল করার কোন সুযোগ নেই তাই শিশুদের জন্য নিরাপদ। অভিভাবকরা একটু সহযোগিতা করলে ৫ বছরের শিশুও রোবটিক্সের মতো টেকনোলজি শেখার সুযোগ পাবে Robo Wunderkind  এর মাধ্যমে।

Robo Wunderkind যদিও বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে না। তবে তরুন উদ্দোক্তারা ইচ্ছা করলে এমন কিছু তৈরি করতেই পারেন আমাদের দেশের শিশুদের জন্য।


কোন বিষয় আমাকে জানানোর জন্য টিউমেন্ট করতে পারেন এর পাশাপাশি আমাকে ফেসবুকে ম্যাসেজ দিতে পারেন।

আপনার মতামত, জিজ্ঞাসা, সবার সাথে শেয়ার করুন। প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করুন। নূন্যতম প্রতিদিন দুই ঘন্টা করে কোডিং করুন, টিমওয়ার্ক করুন। আপনার ইচ্ছা আর সক্রিয় অংশগ্রহণই আপনাকে এ বিষয়ে অভিজ্ঞ করে তুলবে।

আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। শুভকামনা রইলো।

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানানোর জন্য ধন্যবাদ
আফসোস কিনতে পারলাম নাহ !

এটাতো এক অর্থে অস্থির জিনিস বানিয়ে বসে অাছে ওরা…..খেলতে খেলতে খেলুড়ে বানাবার এই চেষ্টা দেখে অামারই বাচ্চা হতে মুঞ্চাইতেছে…..টিউবে গিয়ে একটু গুঁতো মেরে দেখে অাসলাম- দারুন অাইডিয়াটা……সত্যিই অাজকালকার পুলাপানরা বেশি বেশি জাইনা ফ্যালতেছে :mrgreen:

বাচ্চা রোবটটা বুইড়াদের সাথে ভাগাভাগির জন্য তাজা ধইন্যা 🙂