কোনটি মাস্টার কপি আর কোনটি ক্লোন কপি… জেনে নিন আসল স্মার্ট ফোন চেনার উপায়…

আসসালামুআলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ। সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো।

ভালো থাকাটাই সবসময়ের জন্য প্রত্যাশা।

এ পর্যায়ে আমি স্মার্টফোন চেনায় কয়েকটি উপায় সম্পর্কে বলবো।   এটি জানা থাকলে আপনি বুঝতে পারবেন কোনটি মাস্টার কপি আর কোনটি ক্লোন কপি।

চলুন শুরু করা যাক।

 

১. আপনার মোবাইলের স্ক্রীনে ডায়াল করুন *#0*#   আপনি  এলসিডি টেস্ট দেখতে পাবেন।

২. আপনার মোবাইলের স্ক্রীনে ডায়াল করুন *#0228#   আপনি ব্যাটারী স্ট্যাটাস দেখতে পাবেন।
৩. আপনার মোবাইলের স্ক্রীনে ডায়াল করুন *#1234#  আপনি বর্তমান সফটওয়ার ভার্সন, সিপি এবং সিএসসি সিরিয়াল নাম্বার দেখতে পাবেন।
৪.  আপনার মোবাইলের হোম বাটন, ভলিউম আপ কী এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করুন মোবাইল বন্ধ অবস্থায়।  আপনি মোবাইল এর বায়োস প্রোগ্রাম দেখতে পাবেন, যেখান থেকে আপনি হার্ড রিসেট দিতে পারবেন।  সেটিং পরিবর্তন করতে পারবেন মোবাইল চালু করা ছাড়াই।
৫.  মোবাইল এর ফার্মওয়্যার মুডে আপনি প্রয়োজনীয় অনেক কাজ সারাতে পারবেন এবং মোবাইল হ্যাং হয়ে গেলেও এ পজিশনে এসে সমাধান করতে পারবেন। আর এ অবস্থা থেকে ফিরে আসতে আপনাকে ব্যাটারী খুলতে হবে।
আপনার মোবাইল যদি ক্লোন কপি হয় তবে এসব কোন প্রোগ্রাম কাজ করবেনা।
আর যদি উপরোক্ত এসব প্রোগ্রাম বা সর্টকাট কাজ করে তবে আপনি নিশ্চিন্তে মোবাইলটি কিনতে পারেন।  কেননা, এটি যে আসল স্মার্টফোন তাতে কোন সন্দেহ নেই।  স্যামসাং ছাড়া অন্যান্য স্মার্টফোনের ক্ষেত্রে কিছু কিছু কোড ভিন্ন হতে পারে।এ সংক্রান্ত আরেকটি লেখা ফলো করতে পারেন।

সুতরাং আসল স্মার্ট ফোন কিনে নিশ্চিন্ত থাকুন। 

আগেই জেনে নিন আসল স্মার্ট ফোন চেনার উপায়...

 

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।  


আশা করি আপনি অনেক কিছু জানেন, জানার মাঝে কিছু অজানা থাকতেই পারে। 

আমি কিঞ্চিৎ প্রয়াস নিলাম আরেকটু জানাতে।  ভালো থাকবেন সবাই।  


ভালো লাগলে ঘুরে আসুন...


আমার ব্লগ থেকে। 


আমার ফেসবুক    এবং  ফ্যান পেজ। 


অনেক অনেক শুভ কামনা রইলো।

Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Jana chilo tobu o share korar jonno donnobad

    আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ।

পারলে নতুন কিছু দেন এটা পুরনো খবর।
http://epaper.prothom-alo.com/view/dhaka/2015-08-20/14

    ধন্যবাদ । আপনি যে লিংক দিয়েছেন তাতে বিস্তারিত বলা নেই, কিভাবে হার্ড রিসেট দিতে হয় মোবাইল অন না করে তা বলা নেই । এটি অনেকের জন্য উপকারী এবং সচেতন মূলক টিউন হিসেবে কাজ করবে বলে আশা করছি । এ লিংকে আরো পাবেন… http://msctg.blogspot.com/2015/08/how-to-realize-copyright-smartphone.html

its only for samsung smart phone.