আমার ডেক্সটপ পিসি'র বৈদ্যুতিক লাইনে একটা সমস্যা দেখা দিছে। সমস্যাটা আগে মনে হয় হত না। তবে এখন হচ্ছে।
সমস্যাটা হল, আমি যে এলাকায় থাকি ওই এলাকার মেইন লাইনে অর্থাৎ সম্পূর্ণ এলাকার মেইন লাইনে (মনে করেন, বৈদ্যুতিক পিলারে বা পিডিবি'র লাইনে) যদি কোন সমস্যা হয়ে সাথে সাথে বিদ্যুৎ চলে গেলে তাহলে UPS থাকা সত্ত্বেও আমার পিসি সরাসরি বন্ধ হয়ে যায়।
আবার অনেক সময় রিস্টার্ট নেয়। কিন্তু স্বাভাবিক লোডশেডিং এর সময় UPS ঠিকই তার কাজ করে। মানে, বন্ধ হয়ে যায় না, বা রিস্টার্ট নেয় না। আমি স্বাভাবিক ভাবেই পিসি শাট ডাউন দিতে পারি।
একদিনের ঘটনা, পিসি হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। আমি ভাবলাম এলাকায় লাইনে কোন সমস্যা হয়েছে। কিন্তু পরদিন শুনি চট্টগ্রামে হাটহাজারি বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। আমি থাকি চট্টগ্রামে লালখান বাজার এলাকার দিকে। অনেক দূরত্ব।
অর্থাৎ, মেইন লাইনে যেখানেই সমস্যা হয়ে বিদ্যুৎ যাক আমার পিসি বন্ধ হবেই।
কিন্তু, এভাবে ঠুস ঠাশ পিসি বন্ধ হয়ে গেলে তো আমার হার্ডডিস্ক নষ্ট হয়ে যাবে। এমনকি একবার আমার হার্ড ডিস্ক এমন একটি সমস্যার কারণে ক্রাশ করেছিল। আমার সব ডাটা ফাইল নষ্ট হয়ে গিয়েছিল।
এ সমস্যা কি আমার একারই হয়? নাকি আপনাদের ও হয়? সমাধান কি? ভয়ে আছি।
বিঃদ্রঃ অনেকেই দেখি কি যেন আরথিং ব্যবহার করে। আমি করি না। এমন কোন সমস্যাও হয় না। CPU বক্স ও তেমন শর্ট দেয় না।
আমি MD. Nasir Uddin.। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার সাধারণ দৃষ্টিতে যা মনেহয় তাহলো, আপনার UPS এর relay switch এ carbon জমে গেছে বা voltage dropdown এর কারনে সহজে relay trigger করেনা, একমাত্র clean cut off এই শুধু মাত্র relay trigger করে,
ভালো হয় যদি কোন ভালো মেকানিক এর কাছে নিয়ে UPS টি repair বাবস্থা করা, আরো ভালো হয় যদি কোন ভালো মানের UPS ব্যাবহার করলে। আরথিং ব্যবহার করা অবশই ভালো, যদি ব্রডব্যান্ড লাইন ব্যাবহার করে থাকেন, তাহলে দুর্ঘটনা বসত thunder strike এর হাত থেকে আপনার পিসি বেচে যেতে পারে…