সোলার প্যানেল দিয়ে কম্পিউটার ও ল্যাপটপ চালান (যে সব এলাকাই বিদ্যুত নাই)

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু  আলাইকুম কেমন  আছেন  সবাই?  আপনাদের দোয়াতে  ভালো  আছি।  আপনারা  সবাই  আল্লার  রহমতে  ভালো  আছেন।

এখনো যে সব এলাকাই বিদ্যুত যানি বা কেউ কনে করছেন যে আমি সোলার দিয়ে কম্পিউটার, মোবাইল চাজ, লাইট, ফ্যান চালাতে পরেন। এর জন্য আপনাকে যাযা প্রয়জন নিচে দেওয়া হল:-

১। সোলার প্যানেল (আপনার এলাকাই যে কোন ইলেক্ট্রনিক্স দোকানে পাবেন)

২। সোলার চাজার কন্টোলার একটা (আপনার এলাকাই যে কোন ইলেক্ট্রনিক্স দোকানে পাবেন)

৩। এক টি DC to AC ইনভেটার (আপনার এলাকাই যে কোন ইলেক্ট্রনিক্স দোকানে পাবেন)

৪। ব্যাটারী (আপনার এলাকাই যে কোন ব্যাটারী দোকানে পাবেন)

আপনাদের মোনে প্রশ্ন জাগতে পারে সোলার প্যানেল কয় টা লাগাতে হবে? এটা আপনার প্রয়জন অনুজায়ী লাগাতে হবে যেমন আপনি ব্যাটারী কত AMP ব্যাবোহার করবেন সই অনুজায়ী সোলার প্যানেল এর ওয়াট হিসেব করে কিনতে হবে। ধরেন আপনি এক টা ১৩০ AMP এর ব্যটারী ব্যাবোহার করলে আনাকে এক টি ১০০ ওয়াট এর সোলার প্যানেল নিতে হবে। সে অনুজায়ী চাজার কন্টোলার নিতে হবে।

ইনভেটারে আপনি সরাসরি AC ভোল্ট পাবেন। আপনি কত ওয়াট ব্যাবোহার করবেন আপনার ইচ্ছে মত ব্যাবোহার করতে পারেন।

যেমন: আপনি লাইট ব্যাবোহার করবেন কয়টা ফ্যান ব্যাবোহার করবেন কয়টা সে অনজায়ী আপনাকে ওয়াট হিসেব করে ইনভেটার নিতে হবে। আপনার ফ্যান হচ্ছে ১০০ ওয়াট এনারজী লাইট হচ্ছে ৩০ ওয়াট লাপটপ হচ্ছে আমার টা ৩০ ওয়াট এবং CPU হচ্ছে ২০০-২৫০ ওয়াট। এখন আপনি সব কিচ্ছু হিসেব করে ইনভেটার আয়ুটপুট ওয়াট কিনবেন।

এবার আমরা এক নজর সোলার প্যানেল সোলার চাজার কন্টোলার ইনভেটার এবং ব্যাটারীর ছবি দেখে নিব।

প্রথমে আমরা সোলার প্যানেল এর ছবি দেখব:

সোলার প্যালেন

এটা হচ্ছে সোলার প্যানেল। এবার আমরা সোলার চাজার কন্টোলার এর ছবি দেখব নিচে দেওয়া হলো:

 

 

 

  চাজার কন্টোলার এর ছবি

এটা হচ্ছে সোলার চাজার কন্টোলার এটা দিয়ে ব্যাটারী চাজ করা হয়। এরাব দেখব ইনভেটার এর ছবি নিচে দেওয়া হল:

এটা হচ্ছে DC to AC ইনভেটার।

 

এটা হচ্ছে DC to AC ইনভেটার। এই ইনভেটার DC থেকে সরাসরি AC ফলে আপনি AC যে কোন জিনিস ব্যাবোহার করতে পাবেন। এট বিভিন্ন ওয়াটের হয়।

এবার আমরা ব্যাটারী সমন্ধে জাবো: ব্যাটারী বিভিন্ন কমপানির আছে বিভিন্ন AMP এর ব্যাটারী আছে। সোলার পানেল এর ওয়াট সাথে ম্যাচ করে ব্যাটারী নিতে হবে। নিচে ব্যাটারীর ছবি দেওয়া হলো:

ব্যাটারী

 

হ্যামকো সোলার ব্যাটারী। আমি এ ব্যাটারী ব্যাবোহার করী রেজাল খুব ভালো। ৫ বছর এর ওয়ারেন্টি আচ্ছে এই ব্যাটারীতে।

এবার আমরা দেখব কি ভাবে কানেশংন করব নিচের ছবিতে দেখানো হলো:

 

 

ঠিক এ ভাবে কানেকশান দিতে হবে

 

ঠিক এভাবে কানেকশন দিতে হবে। আর সোলার প্যানেলে + এর সাথে চাজার কন্টোলারে + এ কানেকশন ও সোলার প্যানেলে - এর সাথে চাজার কন্টোলারে – এ কানেকশন ভালো করে দিতে হবে। চাজার কন্টোলার থেকে ব্যাটারী কানেকশন ঠিক একই ভাবে করতে হবে এবং DC to AC ইনভেটার টু ব্যাটারীর কানেশন যে ঠিক একই ভাবে করতে হবে ব্যাটারীর + এর থেকে DC to AC ইনভেটার এর + এরং ব্যাটারীর – এর থেকে DC to AC ইনভেটার – এ সংযোগ দিতে হবে। বাস আপনার কাশে এখন আপনি ইচ্ছে মতন ল্যাপটপ কম্পিউটার ব্যাবোহার করুন। আপনি নিজে ব্যাবোহার করুন আর আপনার বন্ধু ক চমকে দিন। ভালো থাকনে সবাই আল্লাহ হাফেজ।

আবার আবো অন্যকোন মজার বিষয় নিয়ে আজ তাহলে এই পযন্ত। দোয় করবেন সবাই আবার যেনো নতুন কোন টিপ নিয়ে আসতে পারি আপনাদের সামনে।

 

 

 

 

Level 0

আমি মো খালেকুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

dhonnobad bhaia.

এভাবে ব্যবহার করা যায় ঠিক আছে তবে চার্জ কতক্ষন থাকবে তা তো বলেন নাই। আমার বাসায় ৬৫ ওয়াটের সোলার প্যানেল আছে (ব্যাটারী ৮৫ এম্পিয়ারের) আবার ইউপিএস আছে যার ব্যাটারীটা নষ্ট হয়ে গেছে। নষ্ট ব্যাটারীটা ফেলে দিয়ে সোলারের ব্যাটারীতে সাথে ক্লিপ দিয়ে লাগিয়ে ২২০ ভোল্ট এসি আউটপুট পাই।
বিদ্যুত না থাকলে ইমার্জেন্সী হিসেবে এটি দিয়েই খেলা দেখাসহ ২০-২৫ ওয়াটের এসি ভাল্ব জ্বালাই। কিন্তু কখনোও ডেস্কটপ পিসি চালাইনি তবে ল্যাপটপ চালিয়েছি। ডেস্কটপ চালালে কতক্ষণ চার্জ থাকতে পারে?

    @Md Shah Alam: ভাই আপনার ইউপিএস টা কত 650VA না 1200VA যদি 650VA হয় তাহলে আপনার ইউপিএস এর আউটপুট ওয়াট হবে ৩৯০ ওয়াট আর যদি 1200VA ইউপিএস এর আউটপুট ওয়াট হবে ৭২০ ওওয়াট। চার্জ কতক্ষন থাকবে এটা আপনার ওয়াট ব্যাবহারের উপর নিভর করেব।

এটা করতে কত টাকা খরচ হতে পারে।

    @শাওন: আপনি ব্যাটারী AMP কত সোলার প্যানেল ওয়াট কত DC to AC ইনভেটার আউট পুট কত নিবেন সে অনুজায়ী খরচ আসবে। ধ্যনবাদ ভাইয়া কমেন্ট করার জ্যন।

কম্পিউটার, মোবাইল চাজ, লাইট, ফ্যান চালাতে কত টাকা খরচ হতে পারে।

    @আকাশ সৌদি: শাওন ভায়ের উত্তরে বলে দিয়েছি। কমেন্ট করার জ্যন ধ্যনবাদ

খরচ কেমন পরবে ।

    @মুস্তাফা কামাল: উত্তর পেয়ে গেছেন নিচয়। কমেন্ট করার আপনাকেও ধ্যনবাদ

আমাদের এলাকায় বিদ্যুৎ নেই এই পদ্ধতি ৪ বছর যাবত ব্যবহার করে আসছি…..তবে বিদ্যুতের কাজ চলছে আশা করি সামনের মাসে পেয়ে যাব 🙂

    @খালিকুজ্জামান নবীন: ধ্যনবাদ ভাই কমেন্ট এর জন্য। আপনি কী ইনভেটার বাবোহার করেন না সোলার চাজার কন্টোলার ব্যাবোহার করেন।

      @খালেকুজ্জামান: ইনভেটারই ব্যবহার করি… ৮৫ ওয়াট সোলার আর ১৩০ AH ব্যটারি প্রায় সারা দিনই ল্যাপটপ ব্যবহার করতে পারি বৃষ্টির দিন কিছু ঝামেলা হয় 🙂 তবে ভালই চলে 🙂

ভাল টিউন, এই ধরন টিউন করে জান।

ভাই, আমি একটা ১২ v 2 এম্পেয়ারের রিসিবারে ইউপিএস ব্যটারি ইউস করি, ক্ষতি হবে কি?

ইউপিএস ব্যটারি থেকে ইনভেন্টর ব্যবহার করে সার্ভিস কেমন পাব? কি জাতীয় ডিভাইস ইউজ করতে পারব?

ছোট কিছু ইনভেটার আছে, মোবাইল চার্জার হিসাবে বিক্রি হয়, সেগুলো দিয়ে কি মিনি পোর্টেবল ডিভিডই ইউজ করতে পারব?

আমার একটা ইউপিএস চার্জ নে না কিন্তু এডাপ্টার ঠিক আছে, অন্য ব্যাটারি লাগিয়ে দেখলাম আউটপুট দেয়, কি ভাবে চার্জ দিই?

আর আপনার টিউনে খরছ উল্লেখ করলে ভাল হত,,, ধন্যবাদ

DC to AC ইনভেটার। এর দাম কত..? আমার সোলার এর ব্যটারি ( 12 V 30 ah @ 10 hr ) এটা থেকে ল্যপটপ ব্যবহার করবো, কতখন ব্যবহার করা যাবে, আমার সেলারের ব্যটারি নতুন 1-01-2015 তারিখ থেকে ব্যবহার শুরু করি।

DC to AC ইনভেটার এটা আপনার ওয়াট এর উপর দাম নিভর করে আপনি যত বেশি ওয়াট নিবেন তত বেশি দাম। আপনি ১০০ ওয়াট নিলে ল্যপটপ ব্যাবহার করতে পাবেন। সুধু ল্যপটপ ব্যাবহার করলে প্রায় ১০-১২ ঘন্টা দিতে পারে নতুন ব্যাটারীতে।

ধন্যবাদ ভাইয়া, সুন্দর টিউন করার জন্য। এ ধররের ভাল টিউন আমাদের মাঝে মাঝে উপহার দিয়েন। ধন্যবাদ।

Level 2

শুধুমাত্র একটা ডেক্সটপ পিসি চালানোর জন্য সোলার প্যানেল, চার্জার কন্ট্রোলার, ইনর্ভাটার কত ওয়ার্টের করে নিতে হবে? আর এতে খরচ কত হতে পারে?

    @Md. Jashim: আপনি ব্যাটারী কত AMP নিবেন সেটার উপর নিভর করবে সোলার প্যানেল এর ওয়াট কারন ব্যাটারী চার্জ এর ব্যাপর আছে আর একটা ডেক্সটপ পিসি চালানোর জন্য ৫০০ ওয়াট ইনর্ভাটার নিলে হবে।

ভাই ল্যপটপ এর ব্যাটারির কোন সমস্যা হবে কি? আর ব্যাটারীর চার্জ ধারন ক্ষমতা কমে যাবে কি????

    @বিধান সূত্রধর: ভাই ল্যপটপ এর ব্যাটারী যদি ফুল চার্জ হয়ে গেলে হয় ল্যপটপ থেকে ব্যাটারী খুলে নিতে অথবা চার্জার লাইন খুলে নিতে হবে এটাই নিয়ম আর যদি আপনি ব্যাটারী লুিগয়ে ব্যাবহার করেন তাহলে ব্যাটারী ব্যাকাপ কমে যাবে।

ল্যপটপ চালানো জন্য কত ওয়াটের সোলার উপযোগী?????????????

    @বিধান সূত্রধর: আপনা ইচ্ছে যত খুসি তত কারন এখানে ইনর্ভাটার ব্যাবহার করছেন ইনর্ভাটার আউটপুট আর কারেন্ট এর আউটপুট সেম।

মামা মজা পাইলাম তোমর টিউনে। আবার মজা দিও

১২v 45amp ব্যাটারির জন্য কত ওয়াট সোলার লাগবে, সোলার এর খরচ কেমন পরবে। ৫০০ ওয়াট এসি আউটপুট এর জন্য ইনভাটার না ups ভালো হবে, মানে কোনটা ব্যাবহার করলে ব্যাকাপ ভালো পাবো

শুধু মাত্র একটা ল্যাপটপ দিনে দুইবার ফুল চার্য করতে সোলার প্যানেল, ব্যাটারি, ইনর্ভাটার কেমন লাগবে? কত খরচ হতে পারে? laptop = hp probook 4540s

vai apnar ai inverter ta kon companyr aktu bolben plz…………

আমার কাছে 650va UPS Asa But Battery Problem ame only cpu and monitor Use korte Chai sa jono koto ah Batterry and Koto wat solar lagba amar 5houre backup lagba