বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আপনাদের দোয়াতে ভালো আছি। আপনারা সবাই আল্লার রহমতে ভালো আছেন। গরমে আর কেমন থাকবো বুঝতে পাছেনা? বুঝতে পেরেছি তাই তো গরম থেকে কিছটা মুক্তি করতে চাই আপনাদের। আমাদের অনেকের IPS কিনার ইচ্ছা থাকলেও কিতে পারি না কারন সমস্থ নেই। তাই UPS কে IPS বানান খুব সহজে।
কী ভাবে UPS কে IPS বানতে যা যা প্রয়োজন:-
একটি UPS, একটি ১২ ভোল্ট ব্যাটারী, একটি ১২ ভোল্ট চাজার অটোমেটিক,
প্রথম আমরা যেটা করবো UPS এর যে ব্যাটারীর লাইন টা খুলব তার পর ১২ ভোল্ট ১৩০ AMP ব্যাটারীতে কানেকসান দিতে হবে এবং UPS একটা কুলিং ফান লাগাতে হবে কারন ভিতোরের বোডটা যোতে ঠান্ডা থাকে।
এখন যে ভাবে UPS থেকে ব্যাটারীতে এবং চাজার থেকে ব্যাটারীতে কানেকসান করবো। ঠিক এই ছবি টার কানেকসান দিতে হবে্। UPS এর (+) আর ব্যাটারীর (+) আবার UPS এর (-) আর ব্যাটারীর (-)এ ঠিক করে কানেকসান। চাজার কানেকসান ঠিক একই রকুম করে দিতে হবে। সাবধান শালাস মাইনাস ওলট পালট হলে এযা ছারা বলার কিছু থাকরেনা তাই কানেকসান করার সময় সাবধানে কাজ করতে হবে। মেন কানেকসান সেম IPS এর মতই করে দিতে হবে।
এবার আমারা UPS Watt সমন্দে জাবো কারন হলো Watt এর ওপর নিবভর করে লাইট ফান ইত্যাদি জলার। Watt জতো বেশি হবে লাইট ফান ততো বেশি বাবোহার করতে পাবেন।
New Price | Without Battery price | ||||
UPS | 650VA | 390 Watt | 700TK | ||
UPS | 1200VA | 720 Watt | 1200-TK | ||
UPS | 1500VA | 930 Watt | |||
UPS দিয়ে IPS করতে কত টাকা লাগবে এবার আমরা দেখব:
১। UPS, 1200VA, 720 Watt: ১২০০-১৪০০ টাকা (যে কোন কম্পিউটারের দোকানে পাবেন)
২। চাজার, ১২ভোল্ট অটোমেটিক : আনুমানিক ১৫০০-২০০০টাকা (যে কোন ইলেক্ট্রনিক্স দোকানে পাবেন)
৩। ব্যাটারী ১৩০AMP : ১৪৩০০টাকা (যে কোন ব্যাটারী দোকানে পাবেন, আমি কিনেছি ১৪৩০০ টাকা দিয়ে)
তাহলে UPS দিয়ে মোট কত টাকা হচ্ছে: (১২০০+২০০+১৪৩০০= মোট ১৭০০০ টকা) এই কনফিগার দিয়ে আনি ৫টা ফান ৬টা এনাজী বাল্প ৩০ Watt বেকাপ দিবে নিমনে ৪ ঘন্টা। নিচে RAHIMAFROOZ IPS WATT PRICE LIST দেওয়া হল:
RAHIMAFROOZ IPS SET - 12 Month Warranty
Sl. No. | IPS Model | Back up | Watt | Batt. Volt | Total Taka | Consumption pattern |
01 | Radiant 350 | 2 HR | 280 | 12Volt | 20,990 | 2 Tube + 2 Fan |
02 | Radiant 550 | 2 HR | 400 | 12 Volt | 27,500 | 3 Tube + 3 Fan |
03 | VLX Sinewave 675 VA | 2 HR | 500 | 12 Volt | 32,500 | 4 Tube + 2 Fan + 1 TV 21" or alternate combination |
04 | DB Sinewave 875 VA | 2 HR | 600 | 12 Volt | 42,900 | 4 Tube + 3Fan + 1 TV 21" or alternate combination |
05 | ION (Luminus)1000 VA | 2 HR | 750 | 12 Volt | 44,900 | 5 Tube + 4 Fan + 1 TV 21" or alternate combination |
06 | ION 1500 VA | 2 HR | 1200 | 24 Volt | 63,200 | 9 tube + 7 Fan + One 21" TV or alternate combination |
07 | ION 2KVA | 2 HR | 1500 | 24Volt | 83,600 | 11 tube + 9 Fan + One 21" TV or alternate combination |
08 | ION 3.0 KVA | 2 HR | 2300 | 48Volt | 1,25,000 | 17 Tube + 14 Fan + 1 TV 21" or alternate combination |
09 | JUMBO 6 KVA | 2 HR | 4500 | 120Volt | 3,27,000 | upon survey |
10 | JUMBO 10 KVA | 2 HR | 7500 | 180Volt | 4,99,000 | upon survey |
এবার সিধান্ত আনার একটু ভেবে দেখুন নিচয় বুঝতে পাবেন। আজ এখানে শেষ আগামিতে আবার আসবো নতুন কিছু নিয়ে। ধন্যবাদ সবাইকে।
লিখার বানান ভুল হলে খমা করবেন।
আমি মো খালেকুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vi battery charger ar line ki sobsomoy dia rakbo?