আপনার UPS কে বানিয়ে ফেলুন IPS

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আপনাদের দোয়াতে ভালো আছি। আপনারা সবাই আল্লার রহমতে ভালো আছেন। গরমে আর কেমন থাকবো বুঝতে পাছেনা? বুঝতে পেরেছি তাই তো  গরম থেকে কিছটা মুক্তি করতে চাই আপনাদের। আমাদের অনেকের IPS কিনার ইচ্ছা থাকলেও কিতে পারি না কারন সমস্থ নেই। তাই UPS কে IPS বানান খুব সহজে।

 

কী ভাবে UPS কে IPS বানতে যা যা প্রয়োজন:-

একটি UPS, একটি ১২ ভোল্ট ব্যাটারী, একটি ১২ ভোল্ট চাজার অটোমেটিক,

 

প্রথম আমরা যেটা করবো UPS এর যে ব্যাটারীর লাইন টা খুলব তার পর ১২ ভোল্ট ১৩০ AMP ব্যাটারীতে কানেকসান দিতে হবে এবং UPS একটা কুলিং ফান লাগাতে হবে কারন ভিতোরের বোডটা যোতে ঠান্ডা থাকে।

এখন যে ভাবে UPS থেকে ব্যাটারীতে এবং চাজার থেকে ব্যাটারীতে কানেকসান করবো। ঠিক এই ছবি টার কানেকসান দিতে হবে্। UPS এর (+) আর ব্যাটারীর (+) আবার  UPS এর (-) আর ব্যাটারীর (-)এ ঠিক করে কানেকসান। চাজার কানেকসান ঠিক একই রকুম করে দিতে হবে। সাবধান শালাস মাইনাস ওলট পালট হলে এযা ছারা বলার কিছু থাকরেনা তাই কানেকসান করার সময় সাবধানে কাজ করতে হবে। মেন কানেকসান সেম IPS এর মতই করে দিতে হবে।

এবার আমারা UPS Watt সমন্দে জাবো কারন হলো Watt এর ওপর নিবভর করে লাইট ফান ইত্যাদি জলার। Watt জতো বেশি হবে লাইট ফান ততো বেশি বাবোহার করতে পাবেন।

 

New PriceWithout Battery price
UPS650VA390 Watt700TK
UPS1200VA720 Watt1200-TK
UPS1500VA930 Watt

 

UPS দিয়ে IPS করতে কত টাকা লাগবে এবার আমরা দেখব:

১। UPS, 1200VA, 720 Watt: ১২০০-১৪০০ টাকা (যে কোন কম্পিউটারের দোকানে পাবেন)

২। চাজার, ১২ভোল্ট অটোমেটিক : আনুমানিক ১৫০০-২০০০টাকা (যে কোন ইলেক্ট্রনিক্স দোকানে পাবেন)

৩। ব্যাটারী ১৩০AMP : ১৪৩০০টাকা (যে কোন ব্যাটারী দোকানে পাবেন, আমি কিনেছি ১৪৩০০ টাকা দিয়ে)

তাহলে UPS দিয়ে মোট কত টাকা হচ্ছে: (১২০০+২০০+১৪৩০০= মোট ১৭০০০ টকা) এই কনফিগার দিয়ে আনি ৫টা ফান ৬টা এনাজী বাল্প ৩০ Watt বেকাপ দিবে নিমনে ৪ ঘন্টা। নিচে RAHIMAFROOZ IPS  WATT PRICE LIST  দেওয়া হল:

 

RAHIMAFROOZ IPS SET - 12 Month Warranty 

Sl. No.IPS ModelBack upWattBatt.
Volt
Total TakaConsumption pattern
01Radiant 3502 HR28012Volt20,9902 Tube + 2 Fan
02Radiant 5502 HR40012 Volt27,5003 Tube + 3 Fan
03VLX Sinewave 675 VA2 HR50012 Volt32,5004 Tube + 2 Fan + 1 TV 21" or alternate combination
04DB Sinewave 875 VA2 HR60012 Volt42,9004 Tube + 3Fan + 1 TV 21" or alternate combination
05ION (Luminus)1000 VA2 HR75012 Volt44,9005 Tube + 4 Fan + 1 TV 21" or alternate combination
06ION 1500 VA2 HR120024 Volt63,2009 tube + 7 Fan + One 21" TV or alternate combination
07ION 2KVA2 HR150024Volt83,60011 tube + 9 Fan + One 21" TV or alternate combination
08ION 3.0 KVA2 HR230048Volt1,25,00017 Tube + 14 Fan + 1 TV 21" or alternate combination
09JUMBO 6 KVA2 HR4500120Volt3,27,000upon survey
10JUMBO 10 KVA2 HR7500180Volt4,99,000upon survey

 

এবার সিধান্ত আনার একটু ভেবে দেখুন নিচয় বুঝতে পাবেন। আজ এখানে শেষ আগামিতে আবার আসবো নতুন কিছু নিয়ে। ধন্যবাদ সবাইকে।

লিখার বানান ভুল হলে খমা করবেন।

Level 0

আমি মো খালেকুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vi battery charger ar line ki sobsomoy dia rakbo?

    @সাইফুল ইসলাম: অটো চাজার হলে সবসময় লাগিয়ে রাখতে পারেন। আর যদি অটো না হয় তাহলে চাজ ফুল হলে কানেকসান খুলে নিতে হবে।

এর চাইতে আরো ৫/৭ হাজার টাকা মিলিয়ে বাজার থেকে IPS কেনাই ভালো

মোট ২২ / ২৩ হাজার টাকা দিয়ে

    @জিলানী: ২২ হাজার টাকা দিয়ে পাবেন ৩০০ ওয়াট ১৬ হাজার টাকা দিয়ে ৭২০ ওয়াট আর এটাতে বেকাপ ও বেশি পাবেন।আর ব্যাটারী কম আ্যমপিয়ার নিলে দাম আরও কমে যাবে।

ভালো হইছে, আসলে 12 volt ব্যাটারী যে কোন টাই তো ব্যবহার করা যাবে। না কোন প্রবলেম হবে। ছোট বড় জেকোন টাই।

ধন্যবাদ ।

হ্যাঁলো, হিসেব টা মনে হয় একটু ভুল হইছে, ভালো করে দেখেন – UPS, 1200VA, 720 Watt: ১২০০/-. চাজার, ১২ভোল্ট অটোমেটিক : আনুমানিক ১৫০০/-,ব্যাটারী ১৩০AMP : ১৪৩০০/- সমান =১৭০০০/- টাকা,

রেজাউল করিম (রেজা) আমি@ 1200Va UPS দিয়ে 130 amp ব্যাটারী বাবোহা করেছি। কোন প্রবলেম হইনি।

রেজাউল করিম (রেজা)@ ভুল ধরিয়ে দেওয়া জন্য ধ্যনবাদ।

হুম।।। সব কিছুই দেখলাম তবে আমার মনে হয় এই সিস্টেমে কোন এক জায়গায় প্রব্লেম অাছে। আমিও কিছুদিন যাবত জিনিসটা নিয়ে ভাবছি। আপনার কাছে প্রশ্ন, আপনি ইউপিএস এর সাথে ব্যাটারি কানেকশন দেওয়ার সময় ইউপিএস এর ভিতরে সিস্টেমের পরিবর্তন করেছেন? মানে, অাগের ব্যাটারির চার্জিং ব্যবস্থা বন্ধ করেছেন? না করে থাকলে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি।
কারণ এক সাথে কখনো ২ টা চার্জিং ব্যবস্থা চালু রাখা ঠিক হবে না। এতে মাশুল দিতে হবে ইউপিএস এবং ব্যাটারিকে। যার ফল অল্পদিনে ব্যাটারি ড্যামেজ, অথবা ইউপিএস নষ্ট।
আর ব্যাটারির এ্যাম্পিয়ারের বিষয় মাথায় রাখলে আশা করি বিষয়টা বুঝবেন।

    @জুবায়ের হাসান রনি: কিছু হওয়া সম্বনা নই করন ইউপিএস এর চার্জিং কাজ হবেনা। কারন ৭.৫amp এর বেশি চাজ কতে পারেনা।

খালেকুজ্জামা ভাই, প্রব্লেমটাতো এখানেই, কারণ ইউপিএস ৭.২ Amp চার্জ দিবে তখন অপর দিক দিয়ে যখর আপনি ১৫০ Amp ব্যাটারির চার্জ দেওয়ার জন্য চার্জার ব্যবহার করবেন তখন নিশ্চই এই চার্জারের ক্ষমতা অরেক বেশি হবে। যার কারনে ইউপিএস থেকে আসা দূর্বল সিগনাল কে বিপরিত দিক থেকে আসা শক্তিশালী সিগনাল প্রেশার দিবে। যার দরুন সিগনাল অন্যকোন রাস্তা না পেয়ে আবার দূর্বল দিকে চলতে থাকবে, মানে ইউপিএসের দিকে। এতে ইউপিসের সমস্যা হওয়াটা স্বাভাবিক।আমার ক্যালকুলেশন তাই বলে। সার্কিটের হিসাব অনুযায়ী তাই হয়। তাই ইউপিএস এর চার্জিং ব্যবস্থা যে ভাবেই হোক বন্ধ করতে হবে। আর নয়তো ২ দিবের দুই চার্জারের মাঝে ২ ওয়ে সুইচ ব্যবহার করতে হবে।

আমি ৩০্অ্যাম্পিয়ার ব্যাটারী ব্যবহার করি। কোন অতিরিক্ত চার্জার লাগাইনি।ডেক্সটপ ৩ঘন্টা চলে।

ব্যাটারি ছাড়া ups পাওয়া যায়?সব ব্রান্ডের ইউপিএস তো ব্যাটারি সহ…

    @আরিফিন রাতুল: পুরাতন ups সেকেনড হেন্ড কম্পিউটারের দোকানে খোজ করতে হবে।

Level 0

Amra friends ra 3 years age thekei use korchi…kono prob nai. IPS er theke valo kaj kore. IPS e 1second pulse ache but UPS e nai. pulse thakle electricity chole jaoyar sathe sathe computer restart hoi. Problem khali ektai j sobjaigai battery chara ups paoya jai na. r charger diye manualy charge korte hoi.

ধন্যবাদ,
সময়োপোযোগী টিউন করায়। কিন্তু কিছু প্রশ্ন রইল প্রথমত, অটো চার্জার সম্পর্কে বিস্তারিত বললে ভাল হতো। কত এম্পেয়ার, কোন কম্পানীর ইত্যাদি। দ্বিতীয়ত, জুবায়ের হাসান রনি ভাইয়ের প্রশ্নটা আমাকেও ভাবাচ্ছে। একই সাথে দ্বৈত চার্জিং ব্যাবস্থায় কারও না কারও (সার্কিট/ব্যাটারী/চার্জার) ক্ষতি হবার সম্ভাবনা মনে হয় থেকেই যায়। তৃতীয়ত, আমার ইউ.পি.এস ৬৫০ ভোল্ট/এম্পেয়ার এর, আপনার পরামর্শ অনুসরন করে ভাবছি, ইউ.পি.এস থেকে পি.সি চালালাম আর বিদ্যুত চলে গেলে সরাসরি ব্যাটারি থেকে ডি.সি এল.ই.ডি বা ফ্যান চালালে ব্যাকাপও বোধহয় বেশি পাওয়া যাবে। আর আমরা অধিকাংশই মেইন্টেন্যান্স ফ্রী ব্যাটারী ব্যাবহার করি তাই, এই ব্যাটারীর মেইন্টেন্যান্স (এসিড/পানি) সম্পর্কে জানালেও ভাল হত

    @K. M. Alauddin: অটো চার্জার হচ্ছে ব্যাটারী চাজ ফুল হলে একাই একাই বন্ধ হয়ে যাবে আর চাজ কমে গেলে একাই একাই চাজ হবে। আপার যদি ডবল চার্জিং ভায় থাকে তাহলে ট্রান্সফরমার টা খুলেনিলে আর কোন অসুবিদে হবে না আমার মনে হয়। আমি এভাবে বাবোহার করতাম।

      @খালেকুজ্জামান: ধন্যবাদ, আমি জানতে চেয়েছিলাম, ১৩০AMP ব্যাটারী চার্জ করতে কত এম্পেয়ারের অটো চার্জার লগবে? কারন ১২ ভোল্টের চার্জার অটো হলেও তাদের এম্পেয়ারে ভিন্নতা থাকতে পারে।

Thanks for tips, আচ্ছা সোলারের ব্যটারি দ্বারা ল্যপটপ চালাবো কীভাবে…?

    @<মাহমুদ কলি।: আপনী কী সোলার পানেল দিয়ে ব্যাটারী চাজ করেন? তাহলে আপনি Inverter 500w ব্যাবোহার করেন তাহলে ল্যপটপ এর সাথে লাইট ফান মোবাই চাজ করতে পারবেন। এটা যে কোন ইলেক্ট্রনিক্স দোকানে পাবেন।

সুন্দর এবং প্রয়োজনীয় একটি টিউনের জন্য আপনাকে ধন্যবাদ ভাই।!

ভাই, ১২ ভোল্ট 2000 এম্পেয়ারের এডাপ্টারের পরিবর্তে ১২ ভোল্ট 7AH ব্যাটারি ইউজ করা যায় কি?

    @নাছের মিয়াজী: ১২ ভোল্ট সিরিজের যে কোন ব্যাটারী ইউজ করা যাবে।

আমি ৩০ Ah ব্যাটারী দিয়ে কম্পিউটার এবং ৪ টা DC লাইট জ্বালাচ্ছি লাইটগুলো কম্পিউটার ব্যবহার না করলে লাইট অনেক্ষন ব্যাকআপ দেয়। প্রায় ৭/৮ ঘন্টার উপর যদি অল্টারনেটিভ করে জ্বালাই

সবই বুঝলাম,
প্রশ্ন ছিল; নিঃসন্দেহে কি এটা চলবে বলে আশা করা যাই?
যদি সত্যিই এটা আশানুরুপ কাজ করে, অবশ্যই আমার ব্যবসার কম্পিউটারের জন্য তৈরি করব।
2-3 টা কম্পিউটার চালালে কতক্ষন ব্যাকাপ দিতে পারে বলে আপনি মনে করেন?
জানালে উপকৃত হতাম……।

    @কম্পিউটার হোম: কাজতো অবশ্যই করবে। আপনি যত WATT আপনার UPS টার WATT তার চাইতে বেশি হতে হবে। 1200VA হচ্ছে 720 Watt এবং 1500VA হচ্ছে 930 Watt এবং 650VA হচ্ছে 390 Watt এখন আপনি দেখে ব্যাবোহার করবেন।

চেষ্টা করবো অবশ্যই, কারন আমার একটা ups আছে যার ব্যাটারি নষ্ট,এটা চলবে তো আসা করি, আর যদি অটো চার্জার ছাড়া ইউপিএস এর চার্জার ব্যবহার করা যেত খরচটা আরো কমে যেত।

ভাইয়া, ব্যাটারির দাম যদি লিস্ট করে দিতে পারতেন খুব উপকার হত, যেমন
12v 30amp=
12v 40amp=
12v 50amp=
12v 80amp=
etc

ভাইয় ব্যাটারীর দাম লিস্ট কারা সম্ভব নয় কারন বিভিন্ন কমপানী আছে একাক কমপানীর একাক রকুম দাম আছে। আপনি যদি ব্যাটারী কিনেন তাহলে আমি বলবো হামকো সোলার ব্যাটারী কীনতে কারন হামকো ব্যাটারী তে আছে ৫ বছরের ওয়ারেন্টি।

vi amar 2200 vr ar ups ache jetate 12 vl ar 2 ta battery lage akhon ami Jodi big 1 ta battery bebohar kori tahole ki hobe na ki amar 2 ta battery lagbe?

ফাটয়ে দিয়েছো মামা অসাধারন করেছো আমার ভালো লেগেছে।

আচ্ছা ভাই প্রাইভেট কার এ যে ব্যাটারী গুলা ব্যবহার করা হয়…ঐটা কি ব্যবহার করা যাবে? এবং ওই ব্যাটারী এর দাম কতো পরবে?

    ১২ ভোল্ট যে কোন ব্যাটারী ব্যবহার করা জাবে আর দামতা আপনার এলাকাই যে কোন ব্যাটারীর দোকানে দাম টা জেনে নিতে পােরন

ভাইয়া 1200 ভিএ ইউপিএস 2 টা 12 ভোল্টের ব্যাটারী থেকে সেখানে কি 1টা 12 ভোল্টর বেশী এম্পিয়ারের ব্যাটারী ব্যবহার করা যাবে ?

    Hasan Tarek@ 12 ভোল্টের বেশী এম্পিয়ারের ব্যাটারী ব্যবহার করা যাবে কিন্তু আলাদা চার্জার ব্যবহার করতে হবে। ধন্যবাদ

কি ভাবে করতে হবে জানাবেন। 2টা ব্যাটারীর পরিবর্ততে 1 টা ব্যাটারী দিয়ে কি ভাবে কাজ করতে…

৫০০ ওয়াট এসি আউটপুট এর জন্য ইনভাটার না ups ভালো হবে, মানে কোনটা ব্যাবহার করলে ব্যাকাপ ভালো পাবো

khub sundor post kintu ups ar line ki buddut line dea rak ta hobe???

ব্যাটরি নতুন কিন্তু ২ মিনিট এর বেশি চলছে না

ইউপিএস এর দাম জানতে ভিসিত করুন
https://www.bdstall.com/ups/