আসুন বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহার করি!!!

"বিসমিল্লাহির রাহমানির রাহিম"

শিরোনাম দেখে অবিশ্বাস বা চমকানোর দরকার নাই, প্রথমে ভালো করে পড়ুন চিন্তা করুন তারপর যেখানে বুঝতে সমস্যা সেটা প্রশ্ন করুন।

প্রথমে বলে রাখি ইলেক্ট্রিক বিষয়ে আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তাই হয়তো বিষয়টা ভালো করে বুঝাতে পারবো কিনা জানি না। যদি রুবেল ভাই বা সেন্টু ভাই এই বিষয়ে টিউন করতো তাহলে হয়তো সবাই পনির মত বুঝতে পারতো। যাইহোক আমি আমার সাধ্যমত চেষ্টা করবো।

এই পদ্ধতিতে আপনি হয়তো বেশি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন না, হতে পারে মাসে তিন ইউনিট বা তার একটু বেশি আর এতে ভোল্ট পাবেন ৫-১২ এর মত, তাতে কি এই পদ্ধতি মোডিফাই করে হয়তো কোনো টিউনার আরো কোনো ভালো উপায় বের করবেন।

মূল টিউনে আসি, আমরা জানি বাসা বাড়ির সিঙ্গেল ফেজ লাইনে দুইটা তার থাকে একটা পজেটিভ আর একটা নিউট্রাল। আমরা জানি নিউট্রালে কোনো কারেন্ট থাকে না! সত্যই কি তাই? আপনার কাছে যদি ভোল্ট মিটার থাকে তাহলে নিউট্রাল আর ভালো কোনো আরথিং এর ভিতরে ভোল্ট মেপে দেখেন! কি পেলেন? হাঁ ক্ষেত্র বিশেষে ২০ থেকে ৪০ ভোল্ট পাবেন। এখন এই কারেন্ট আপনি ধুমাইয়া ব্যবহার করেন কোনো বিদ্যুৎ বিল উঠবেনা। হি: হি:

কিন্তু এই কারেন্ট ব্যবহার করতে হলে তাকে একটু প্রসেস করে ব্যবহার উপযোগী করে নিতে হবে। খুবই সহজ! উপরে আমরা যে কারেন্ট পেয়েছি সেটা এসি কারেন্ট আর ২০-৩০ ভোল্ট এসি কারেন্ট আমাদের কোন কাজেই লাগবে না কিন্তু এটাকে যদি আমরা ডিসি কারেন্ট করে নিতে পারি তাহলে এটা দিয়ে এলইডি লাইট বা ডিসি ফ্যান চালাতে পারবো। ছোট একটি ডায়োড যার দাম ৩ বা ৫ টাকা লাগিয়ে দিলেই এসি কারেন্ট ডিসি হয়ে যাবে। তবে আমি পরামর্শ দিবো ৪টি ডায়োড দিয়ে ব্রিজ করে নিতে। কি খুবই সহজ! তাই না? আর একটু কাজ বাকি আছে!

আমরা এখানে যে কারেন্ট পাবো তা উঠা নামা করবে। যখন সন্ধ্যার সময় বাসার সব লোড পরবে তখন আমাদের ভোল্টেজ বেরে যাবে আবার যখন রাতে বাসার ভোল্টেজ বাড়বে তখন আমাদের ভোল্টেজ কমে যবে। তাছাড়া আমারা যখন আমাদের ফ্রি কারেন্টে কোনো লোড দেবো কখনো এর ভোল্টেজ কমে যবে। এর জন্য আমাদের ছোট একটি আইসি ব্যবহার করতে হবে L7805 বা L7812 । ৫ভোল্ট চাইলে L7805 আর ১২ ভোল্ট চাইলে L7812 দাম ১৫টাকার মত সংযোগ দেওয়া একদম সহজ নিচের ছবিতে দেখুন । মাঝ খানেরটা নিউট্রাল বাম পাশেরটা ইনপুট আর ডান দিকে আউটপুট। কাজ শেষ। কিছু কথা...

 

সর্তকতা: মূল লাইন থেকে নিউট্রাল সঠিকটা চিনে নিন। ছবিতে দেখেন যে পয়েন্টে টেস্টটার জলে তার পাশের টা থেকে নিন। আইসির সাথে একটি ভালো হিটসিন ব্যবহার করুন। যারা ৩০/৪০ ভোল্টকে ৫ করতে চান তারা প্রথমে ১২ ভল্টে রুপান্তর করুন তারপর ১২ কে ৫ বানান। না হলে আইসি টিকসই হবে না।

 

যাদের ওখানে আরথিং করা সমস্যা বা যারা দুতালা-তিনতালার উপরে থাকেন তারা আমার মত ডিস লাইনকে আরথিং হিসাবে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ডিস তারের উপরের দিকে জালের মত যে তার থাকে সেটার সাথে সংযোগ দিতে হবে।

এটা কোনো চুরি নয় এমন কি জাতীয় গ্রিডেরও কোনো ক্ষতি হচ্ছেনা বরং তাদের নিউট্রালকে পরোক্ষ ভাবে আরথিং এর সাথে সংযোগ করে কিছুটা তাদের উপকার করছেন।

যাদের মনে সন্দেহ এতে মূল মিটারে বিল উঠে কিনা তারা মেইন লাইনের উপরের দিকে যে এলোমিনিয়ামের খুলা তার থাকে তার সাথে সরাসরি সংযোগ দিতে পারেন কেউ কিছ্ছু বলবেনা।

আপনি যদি ৫ ওয়াট করে দুইটা ড্রিম লাইট ব্যবহার করেন তাহলে ১০ দিনে ১ ইউনিট বিদ্যুৎ সেভ করতে পারবেন। আর যদি আপনি ডিসি ফ্যান দিয়ে দিনে রাতে হাওয়া খান তবে সেভের পরিমান আরো বেশি করতে পারবেন।

 

যেহেতু টিউনে আমার হাত পাক নয় তাই  গুছিয়ে করতে পারলাম না বলে অনেকের বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন বা মতামত দিতে পারেন ফ্রিলি...

সবাইকে ধন্যবাদ!

আপডেট: আপনি যদি একটি মাত্র ডায়োড ব্যবহার করতে চান তাহলে মাল্টিপ্লাগ থেকে নিউট্রাল এনে ডায়োডের কালো মাথায় সংযোগ দিন সাদা মাথা দিয়ে ডিসি হয়ে কারেন্ট বের হবে

আর যদি ব্রিজ করতে চান নিচের ছবির মত ২ ও ৪ নং পয়েন্টে এসি লাইন ইন করেন, ১ নং দিয়ে ডিসি পজেটিভ আর ৩ নং দিয়ে ডিসি নেগেটিভ আউট হবে।

 

আমিতো ৬ ভোল্ট ডিসি ফ্যান দিয়ে ভালোই বাতাস খাচ্ছি

Level New

আমি Arman Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাসা বাড়িতে টু ফেজ না, সিঙ্গেল ফেজ থাকে। ভুলটা ঠিক করে নিন

Level New

ভাই ঠিক বলেছেন , এখনই ঠিক করে দিচ্ছি।
ধন্যবাদ!

ভাল 🙂

Level 0

ভাই অসাম, যদি সত্যি হয়, আর যদি ট্রাই করতে গিয়া না মরে,

    Level New

    @chetamal: ভাই ঘটনা সত্য। আমি নিজে ব্যবহার করছি। আর শুধু নিউট্রালটা চিনার সময় একটু সতর্ক থাকতে হবে, তাছাড়া আর কোনো রিক্স নাই।

      @Arman Hossain: vai onek risk ase kintu dhora porar na morar…. pls post ta soriye felen cz ajkalk j bozropat hosse oita ki kheyal ase? nutral ta use er karon ase aita evabe use korle ki ki side effect ase ta aktu buze nin google e search kore… dui poysar jonno manuser pranhanir chance ase….

        Level New

        @navid.rashik: কিছুটা মনে হয় রিক্স আছে! তবে শুধু দুই পয়সা সেভের জন্য নয়, প্রথম যখন এই আইডিয়াটা মাথায় আসে এবং প্র্যাকটিক্যালি দেখলাম সত্যই কাজ করে তখন বিষন একসাইটেড হই। তাই সবার সাথে শেয়ার করলাম। নতুন কিছু আবিষ্কারের মজাই আলাদা। সতর্কের জন্য আপনাকে ধন্যবাদ!

          @Arman Hossain: vai kompokhe risk er kothata post er surute bole den tahole manusjon try korar agr prepared thakbe….

সার্কিটের সব সাইট ভাল করে দিন | কিছু বুজা যাচ্ছে না | সব এলমেল লাগছে | তবে পোস্ট টি গুরুত্ব পূর্ণ |আরেকটু সাজিয়ে লিখে ঠিক করে দিন |ধন্যবাদ

    Level New

    @এমডি পাভেল: কোথায় বুঝতে সমস্যা আছে বললে সমাধানের চেষ্টা করতাম। আর সার্কিট বলতে শুধু একটা আইসি। ১৫ টাকা দিয়ে কিনে আনেন নিজেই সেট করতে পারবেন। না পারলে টিটি তো আছেই….

ভাই আমার একটা qus ছিলো। সেটা হলো।বাসায় কারেন্ট চলে গেলেও কি এটা ব্যবহার করা জাবে?

    Level New

    @শ্রাবন শেখ: ভাই কারেন্ট চলে গেলে এটা ব্যবহার করতে পারবেন না। তবে কিছু কিছু এলাকায় জেনারেটর ব্যবসায়ীরা পিডিবি র নিউট্রাল ব্যবহার করে, সে ক্ষেত্রে কিছু ভোল্ট পেতে পারেন তবে সেটা অল্প। ধন্যবাদ!

আরেকি কথা এখানে ডায়ট কত পাওয়ারের দিছেন in4007G এটা ব্যবহার করছেন?

কথা সত্য আমি এইমাত্র পরীক্ষা করে দেখলাম

কথা সত্য আমি এইমাত্র পরীক্ষা করে দেখলাম। একটা এলইডি জালাইছি। আসলে আমাদের যে আর্থিং টা আছে তা নিউট্রলের সাথে লাগানো। তাই বিল্ডিং এর একটা রডকে আর্থিং হিসেবে ব্যবহার করলাম। ভোল্টেজ খুব কম। কারণ আর্থিং ভালো না। দেখি কোনো মোডিফিকেশন করতে পারি কিনা।

    Level New

    @নাদিমুল হক জুলাস: ঠিক বলেছেন ভাই। আর্থিং যত ভালো হবে ভোল্টেজ ততো ভালো পাবেন। আর সন্ধ্যার সময় যখন বাসার ভোল্টেজ কমবে তখন আরো বেশি ভোল্টেজ পাবেন । তাই আইসি ব্যবহার না করলে এলইডি লাইট নষ্ট হয়ে যেতে পারে।

ভাই এটি ভিডিওি আকারে করে দিলে দেখালে সহজ হত।

    Level New

    @আল আমিন: ভাই বিষয়টা একেবারেই সহজ! আপতত মনে হয় ভিডিও আকারে দিতে পারছিনা তবে ঠিক কোথায় বুঝতে সমস্যা সেটা বললে আর একটু সহজ করে বলার চেষ্টা করতাম।
    আপনাকে ধন্যবাদ!

টিউন এর বিষয় বস্তুু খুব ই ভাল লাগল কিন্তু আরো বিস্তারিত বললে ভাল হত। আর পিডিবি যেহেুতু ট্রান্সফরমার থেকে নিউট্রল বার করে সেহেুত কারেন্ট চলে গেলে বা পিডিবির ডেল্টা বা ব্রেকার পরে গেলে এই সিস্টেম কাজ করবে না। যদি কারেন্ট চলে যাওয়ার পর এটা কাজ করত সব থেকে ভাল হত।কারন সামান্য 3 ইউনিটের জন্য খাজনার থেকে বাজনা ই বেশি পরে যায়। আর আর্থিং প্রসেস টা কেমন হবে বললে ভাল হত যেহেতু আপনার আর্থিং করা আছে এবং আপনি সেটা ব্যাবহার করছেন। আমার বাসায় অবস্য 5 ফিট লোহা দিয়ে আর্থিং করা ওইটা দিয়ে কি ভাল ফল পাওয়া যাবে? আপনাকে অনেক ধন্যবাদ নতুন একটা বিষয় আমাদের জানানোর জন্য এবং এই বিষয় টা নিয়ে আরো বিস্তারিত টিউন চাই।

    Level New

    @মোহাম্মদ আপন: ভাই আপনি ঠিক বলেছেন, কারেন্ট চলেগেলে এটা কাজ করবে না। আর আপনি প্রপার ইউজ করলে ৩ ইউনিটের অনেক বেশি ব্যবহার করতে পারবেন। আর এর খাজনা খুব বেশি না ৩০ থেকে ৪০ টাকার মধ্যেই সব হয়ে যাবে। আমি আর্থিং হিসাবে ডিস লাইনকে ব্যবহার করি। আমার মনে হয় ৫ ফিট লোহার আর্থিং ভালোই কাজ করবে।
    আমি আশা করবো টিটির মেধাবী টিউনারগন এটাকে আরো মোডিফাই করে আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করবেন।
    মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ!

Level 0

দারুন !dea 🙂 ট্রাই করে দেখি ………।

    Level New

    @Alx: ভাই আজই ট্রাই করুন। আর ফলাফল কি, কোথাও সমস্যা হলো কিনা জানাবেন কিন্তু!

      Level 0

      @Arman Hossain: ami sophol hi-chi. 🙂 thanks

        Level New

        @Alx: জেনে ভালো লাগলো। আপনাকেও ধন্যবাদ!

এভাবে আমি ৩ বছর ধরে এভাবে সোলার বাল্প চালাইতেসি। কিন্তু, অনন্য কাজে ব্যাবহার করতে পারিনি। এসি কে ডিসিতে রুপান্তর করার নিয়ম টা আজ জানলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি টিউনের জন্য…

    Level New

    @শহিদুল ইসলাম: আপনাকেও ধন্যবাদ!
    আপনি কিভাবে সোলার বাল্ব জ্বালাচ্ছেন জানার আগ্রহ থাকলো….

      @Arman Hossain: বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক খুটি হতে একটা তার মাটিতে পোতা থাকে। সেই তার হতে একটু দূরে একটি রড পুততে হবে। এবার বৈদ্যুতিক খুটি হতে মাটিতে পোতা তার হতে একটি সংযোগ ও মাটিতে পোতা রড হতে একটি সংযোগ দিয়ে সোলার বাল্ব বা LED বাল্বের দুই প্রান্তে লাগালই জ্বলে উঠবে…

        Level New

        ধন্যবাদ ভাই! এইটা আর আপনারটার মূল থিম একই!

অনেক কাজের একটা টিউন করেছেন। দেখি ট্রাই করে। ধন্যবাদ আপনাকে 😀

Level 0

প্রতিটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করলে আরও ভাল হতো.. আপনি ডিস এর তার থেকে কিভাবে লাইন নিলেন .. কিভাবে ইনপুট আউটপুট করলে.. এইগুলা পরিস্কার ছবিসহিত আলোচনা করার জন্য অনুরোধ করছি..

    Level New

    @Zahid: ঠিক আছে দেখি, সবাই বললে আর একটি বিস্তারিত টিউন করবো ইনশাআল্লাহ।
    ডিস লাইন থেকে আর্থিং নেওয়া একধম সহজ। ডিস লাইনে দুইটি তার থাকে একটি ভিতরে মোটা তামার তার, অন্যটি উপরে জালের মত স্টীলের তার । উপরের জালের মত তারটির সাথে একটি তার জয়েন্ট করে দিন বাস হয়ে গেলো আপনার আর্থিং।
    আইসির ইনপুট আউটপুট ও সহজ আইসিতে তিনটা পা থাকে। মাঝখানেরটা কমন নিউট্রাল মনে ইনপুটেরও নিউট্রাল হবে আউটপুটের ও নিউট্রাল হবে। এবার বাম পাশের পা দিয়ে ভোল্টেজ ঢুকবে আর ডান পাশের পা দিয়ে আউটপুট হবে। আমি আরএকটি ছবি আপলোড করছি আপনাদের বুঝার জন্য।
    বেশি ঝামেলা মনে হলে দোকানদার কে বললেও আপনাকে কিছু তার ঝালাই করে দিয়ে ইনপুট আউটপুট দেখিয়ে দিবে। মন্তব্যের জন্য ধন্যবাদ!

ভাই আপনার আইডিয়া টা খুব ভালো লাগলো ,অনেক ধন্যবাদ ৷ যদিও ভয় লাগছে তারপরও দেখি ট্রাই করে৷

    Level New

    @সাফায়েত দীপ্ত: আপনাকেও ধন্যবাদ!
    ভয় পাবার কোন কারন নাই, শুধু মেইন লাইন থেকে নিউট্রালটা সঠিক ভাবে চিনবেন। তার পর আর কোথাও শক খাবার সম্ভবনা নেই। ২০/৩০ ভোল্ট এসি বা ডিসিই হোক আপনাকে শক করবে না।

খুব ভালো লাগলো আপনার টিউন টা

ভাই একটা সমস্যা। ৪টি ডায়োড দিয়ে ব্রিজ করবো কিভাবে + ব্রিজ এর লাইন কোথায় সংযোগ দিবো

    Level New

    @শ্রাবন শেখ: ঠিক আছে ভাই, আমি টিউনটা আপডেট করে কিভাবে ব্রিজ করবেন দেখাচ্ছি।

valo tune….

খুব ভালো লাগলো

Level 0

আপনার টিউনের জন্য ধন্যবাদ। আর এই বিষয়ে আমার মন্তব্য হল পর্যাপ্ত ইলেকট্রিক বিষয়ে জ্ঞান না থাকলে এভাবে বিদ্যুৎ ব্যবহার করা যে কোন সময় দুর্ঘটনার কারণ হতে পারে কেননা একটি ইলেকট্রিক লাইনের নিউট্রাল হল সার্কিটের শেষ অংশ অর্থাৎ বিদ্যুৎ এর নির্গমন পথ। ফেস এ সংযুক্ত লোড (বাতি, ফ্যান, এসি, ইলেকট্রিক মোটর ইত্যাদি) ফেস থেকে এনার্জি নিয়ে তা বিভিন্ন শক্তিতে রুপান্তর করে। আপনি যদি নিউট্রাল থেকে লোড এর নিউট্রাল তার বিচ্ছিন্ন করেন এবং সেখানে ভোল্টেজ পরিমাপ করেন, দেখেন তা সোর্স এর সমান হবে। আমাদের দেশের বিদ্যৎ ব্যবস্থায় নিউট্রাল এর অবস্থা লাজুক তাই এভাবে নিউট্রালে সামান্য ভোল্টেজের বিদ্যুৎ পাচ্ছেন। এবার এই পদ্ধতিকে কেন বিপদজনক বল্লাম তা একটু ব্যাখ্যা করি, ধরুন আপনি দেখানো সিষ্টেম অনুযায়ি বিদ্যুৎ ব্যবহার করছেন, এমন সময় আপনার নিউট্রাল ট্রান্সফরমার থেকে কোন কারন বশত বিচ্ছিন্ন হয়ে গেল। তখন আপনার সার্কিট + যে ডিভাইসটি চালাচ্ছেন তার অবস্থা কি হবে একবার ভেবে দেখেছেন? ঐ নিউট্রাল এর সঙ্গে সংযুক্ত সকল লোডের কারেন্ট এর গতিপথ হবে আপনার ডিভাইস এর মাধ্যমে সংযুক্ত আর্থিং এর দিকে। ফলে মূহুর্তে আপনার সমস্ত কিছু পুড়ে বিপদ জনক কিছু হতে পারে। তো সাবধান।

    Level New

    @Mamun: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ! আপনি ঠিকই বলেছেন, আমাদের দেশের বিদ্যুৎ ব্যবস্থায় নিউট্রাল দুর্বল বলে এই ভাবে আমরা ২০/৩০ ভোল্ট পাই। বাহিরের দেশে নিউট্রাল আর আর্থিং এর মাঝে ১.৫-২ ভোল্ট এর বেশি থাকে না।
    আপনি বললেন এক্সিডেন্টলি যদি নিউট্রাল ট্রান্সফরমার থেকে বিছিন্ন হয়ে যায় তাহলে বিপদ হবে, হ্যাঁ ভাই এক্সিডেন্ট হলে তো বিপদ হবেই তবে যেহেতু প্রত্যেকটি খুঁটিতে এবং বাসার প্রত্যেকটি মিটারের সাথে আর্থিং থেকে তাই একে বরে বড় এক্সিডেন্ট হবার সম্ভবনা কম। আপনাকে আবার ধন্যবাদ!

Level 0

ভালই লাগল। একটু বিস্তারিত বলি, দেখুন তো ঠিক আছে কি?
১। মাল্টি প্লাগের (শুধু মাত্র) নেগেটিভ লাইন থেকে আইসি 7805 বা 7812 এর বাম পাশে লাগবে।(ইনপুট)
২। মাঝখানের টাতে বাড়ির আর্থি বা ডিশ লাইনের সিলভার রংএর পাতলা কাগজের মত (নিউট্রাল)
৩। ডান পাশের পিন হতে আউট পুট 7805 হলে 5 ভোল্ট এবং 7812 হলে 12 ভোল্ট (আউটপুট)
ভাই ঠিক বললাম কি?

    Level New

    @skytipsbd: ভাই ঠিক বলেছেন তবে মাল্টি প্লাগের নেগেটিভ লাইন থেকে আইসিতে লাইন দেবার আগে মাঝখানে একটি ডায়োড ব্যবহার করে এসি কারেন্ট কে ডিসি করে নিতে হবে। আর সব ঠিক আছে!

      Level 0

      @Arman Hossain: ধন্যবাদ ভাই, কিন্তু আপনার ছবিতে ইনপুট এ তো ডায়োড লাগানো নাই, শুধু আউটপুটে একটি ডায়োড লাগানো আছে। কিন্ত আপনি বললেন…..
      …………………….তবে মাল্টি প্লাগের নেগেটিভ লাইন থেকে আইসিতে লাইন দেবার আগে মাঝখানে একটি ডায়োড ব্যবহার করে এসি কারেন্ট কে ডিসি করে নিতে হবে…………..(বুঝলাম)
      কিন্তু এটি কিভাবে হবে? একটু বললে কৃতজ্ঞ থাকব।

        Level New

        @skytipsbd: ধন্যবাদ ভাই! প্রথম ছবিতে দেখেন মাল্টিপ্লাগ থেকে লাইন প্রথমে ব্রিজ হয়ে আইসিতে ঢুকেছে। আর আমার আইসিতে আউটপুটে যে ডায়োড টা দেখছেন সেটা না হলেও চলবে। আমি সেই ডায়োডটা মূলত রেস্টেন্স হিসাবে কাজে লাগিয়েছি মানে ৫ ভোল্ট কে ৪ কারার জন্য। এলইডি লাইট জালাইতে তাই।

        ডায়োড দিয়ে কিভাবে এসি কে ডিসি করবেন আপডেটে বলেছি, দেখেন খুবই সহজ ।

দারুনত, ঘুম থেকে উঠেই কাজে লেগে পরব। ধন্যবাদ

    Level New

    @Raihan Khan: ঠিক আছে ভাই! কাজ হলো কিনা জানাবেন কিন্তু!

যে সব এলাকায় ট্রান্সফরমারে স্টার পয়েন্ট (নিট্রাল) এর সাথে আর্থ করা থাকে সেই সব এলাকায় এটা কাযে আসবেনা
আর যে এলাকায় এটা কাজ করে সেই এলাকার দুটা প্রব্লেম আছে
১ সেই এলাকায় নিট্রাল একটু দুর্বল থাকবে
২ সেই এলাকার ট্রান্সফরমারে সেকেন্ডারি কোয়েলের ট্রান (পেচ) কম বেশি এতে ৩ ফেয ডিভাইস ক্ষতি গ্রহস্থ হতে পারে

    Level New

    @প্রবাশি টেল: ভাই আপনাকে বাসার মিটারের সাথে যে আর্থিং আছে সেটা ব্যবহার করলে হবে না। আলাদা কোন আর্থিং ব্যবহার করতে হবে।
    ২ নং টা বুঝি নাই
    আপনাকে ধন্যবাদ!

thats really a good idea bro!
wish ur good luck!

ভুল ক্রমে বিদ্যুতের খুটি বা মূল সংযোগ স্থলের ফেস-নিউট্রেল পরিবর্তন হলেই কেল্লা ফাতে। আর্থিং লাইন হবে আর লাইন আর্থিং হবে।

    Level New

    @জামান: ভুল ক্রমে এইরকম হবার সম্ভবনা খু্বই কম। আপনি খুঁজ নিয়ে দেখেন বিগত ১০ বছরে কারো ক্ষেত্রে এই রকম হয়েছে কিনা। ধন্যবাদ!

Level 0

ধন্যবাদ এত সুন্দর একটা আইডিয়া দেবার জন্য। বাসাই গেলে ট্রাই করে দেখবো।

ভাই আপনার whatsapps বা viber account থাকলে বলেন।প্লিজ।।।।

    Level New

    @Abu Bakar Siddik: আমার whatsapps বা viber account নাই। তবে কোন উপকারে লাগতে পারি মনে হলে জানাতে পারেন।

ভাই মিটারেতো ঠিকই ৩০-৪০ ভোল্টের মতো দেখায়। ডায়োড ব্রিজ ব্যবহার করে এরপর ৫ ভোল্টের রেগুলেটর আইসি দিয়ে কনভার্ট করছি। কিন’ লাইট ও ফ্যান কিছুইতো ব্যবহার করতে পারিনা। শুধু ছোট ইন্ডিকেটর গুলো জ্বলে।

    Level New

    @নাদিমুল হক জুলাস:সম্ভবত আপনার আর্থিং ভালো না, যে করনে লোড পরলে ভোল্টেজ কমে যায়। ভালো আর্থিং সোর্স ব্যবহার করুন। ফ্যান না চললোও ৮/১০ টা এলইডি লাইট আরামছে চলবে…..

ভাই tune টা সুন্দর। AC current এর ক্ষেত্রে negative বা positive নাই। Phase and neutral.

ভাই আমি IC থেকে কোন output পাচ্ছি না । 7805 বা 7812 কোনটাতেই না।

    Level New

    @আমিরুল ইসলাম: আমার ধারনা আপনি যে আর্থিং ব্যবহার করেছেন তা কোন ভাবে আপনার মূল নিউট্রালের সাথে সংযোগ আছে। আপনি আলাদা আর্থিং ব্যবহার করেন কাজ হবে। আর প্রথমে কম লোড যেমন এলইডি লাইট দিয়ে টেস্ট করেন আসলে কোনো ভোল্ট পাচ্ছেন কিনা। ধন্যবাদ!

      @Arman Hossain: IC এর ইনপুট এ একটা ডায়োড দেওয়াতে আউটপুট পেয়েছি কিন্তু খুবিই সামান্য,একটা এলইডি ও জলে না।

        Level New

        @আমিরুল ইসলাম: আপনি আলাদা আর্থিং ব্যবহার করে দেখন। তাছাড়া যাদের বাসায় ভোল্টেজ ভালো (২২০ এর মত) তারা বেশি ভোল্ট পাবেন না।

ভাই আমি বাসায় ট্রায় করার প্রস্তুতি নিয়েছি তবে আমার একটু বুঝতে সমস্যা হলো
১২ ভোল্ট এর আইসির বাম পার্শে ডায়াট এর কোন দিক লাগাবো??? কালো দিক নাকী সাদা কোনটা কোনদিকে হবে একটু বললে কৃতঙ্গ হবো।

ভাই অনেক খোজাখুজির পর ৩ বছর আগে করা এই টিউটোরিয়ালটি খুজে পেলাম।
আপনাকে একটু ডিস্টার্ব করতে আসছি।কিছু মনে কইরেন না প্লিজ।
আপনি বললেন AC কে DC তে রুপান্তরিত করতে হলে ডায়ট লাগবে।কিন্তু দোকানে গিয়ে কি বলব?এর কি কোনো নির্দিষ্ট নাম বা কোড আছে?
বললেন ৪ টা ডায়ট দিয়ে ব্রিজ কানেকশন করতে।সেটা কিভাবে করব??
আপনার এইখানে তো মাত্র একটা ছবি শো করছে।যেখানে একটি আইছি দেখতেছি।আমি ১২ বোল্ট ব্যবহার করতে চাচ্ছি।এখন কথা হলো এই আইসি ব্যবহার করলেকি কোনো প্রাকার ডায়টের প্রয়োজন নেই?
আপনার ছবিতে বললেন আইছির মাঝে নিউট্রাল কানেক্ট করা,কিন্তু সেখানে ২ টি তার কেনো?আর বা পাশে ইনপুট বলেছেন।সেটা কিসের ইনপুট?ডান পাশে আউটপুট বলেছেন সেটা কিসের আউটপুট,তাছাড়া ডান পাশে আউটপুটের সাথে দেখলাম ছোট একটা রেজিস্টেন্স আছে,সেটা কিসের জন্য?সেটার নাম কি বা কত পাওয়ারের?
আশা করি সবগুলো প্রশ্নের উত্তর বুঝিয়ে বলবেন।
চাইলে আপনার ফোন নাম্বার/ইমু নাম্বার অথবা ফেসবুক আইডি লিংক দিতে পারেন,যাতে আপনার সাথে যোগাযোগ করে ব্যাপারগুলো সঠিকভাবে জানতে পারি।
ধন্যবাদ