পরম করুণাময় মহান আল্লাহ এর নামে শুরু করিতেছি, আজকের টিউন বহুল আলোচিত OTG ক্যাবল তৈরি করা নিয়ে আর কথা না বাড়িয়ে চলুন কাজে লেগে যাই।
চলুন আগে কালেক্ট করে নেই যা যা লাগবে ক্যাবলটি বানাতে আর বসে যাই কাজে নিচের লিস্ট মত জিনিষ গুলো কালেক্ট করে নিন
১. একটি ইউ এসবি ক্যাবল ।
২. একটি ফিমেইল কানেক্টর।
৩. কিছু কস্টেপ।
৪. একটা চাকু ( কাটিং এর জন্য যে কোনো কিছু )
৫. একটি সোল্ডারিং মেশিন।
চলুন একে একে জিনিসপত্র গুলো দেখে নেওয়া যাক:
এটি একটি USB CABLE যা আমরা সব ধরনের স্মার্টফোন এর সাথে পেয়ে থাকি।
এটি একটি ফিমেইল কানেক্টর আপনি এটি বাজারে কিনতে পাবেন তবে বাড়িতে যদি নষ্ট কোনো ক্যাবল চার্জার থাকে তবে সেখান থেকে সংগহ করতে পারেন তবে সোল্ডারিং ছাড়া খুলতে গেলে একটু সাবধান হবেন কারন এর ৪ টা পিন যাতে ঠিক রেখে খুলতে পারেন সে ব্যাপারে সাবধান হবেন।
এইবার চলুন কাজে লেগে পরা যাক প্রথমেই আপনার ক্যাবল এর যেই প্রান্ত ফোনে লাগাবেন সেই প্রান্ত USB CABLE থেকে কেটে ফেলুন তারপর নিচের মত করে তারগুলো জুড়ে দেন:
লক্ষ্য করুন: ফোনের প্রান্তের ক্যাবলটি
এই প্রান্তে লক্ষ্য করুন ৫ টি পয়েন্ট আছে নিচের ছবির মত যদি ৫ টি না থাকে তবে হবে না
এখন এইভাবে ছুলে নিন ক্যাবলটির প্রান্তটি নিচের ছবিতে দেখুন:
এখানে খেয়াল করুন পয়েন্ট ৫ টি হলেও ৪ টি তার লাগানো আছে যথাক্রমে লাল, নিল, সবুজ, আর পরের পয়েন্টার টা খালি এবং শেষ পয়েন্ট এ কালো তার কানেক্ট দেওয়া আছে এখন কালো তারটি এর পাশে থাকা খালি পয়েন্টার এ কানেক্ট দিন ব্যাস এই প্রান্তের কাজ শেষ।
এই বার ফিমেইল কানেক্টর এর সাথে লাল, নিল, সবুজ কালো ৪ টি তার কানেক্ট দিন আর কস্টেপ দিয়ে পেচিয়ে নিন ব্যাস তৈরি হয়ে গেলো আপনার ক্যাবল।
যদি ঠিক ভাবে করতে পারেন তবে অবশ্যই কাজ করবে আমি নিজে বানিয়েছি তবে ছবি গুলো গুগোল থেলে নেওয়া।
বি: দ্র: সকল প্রকার ভুল ভ্রান্তি ক্ষমার চোখে দেখবেন আর ভুলগুলো ধরিয়ে দিবেন,
দয়া করে বাজে কমেন্ট করা থেকে বিরত থাকবেন।
ধন্যবাদ টিউনটি পড়ার জন্য তবে টিউনমেন্ট করতে ভুলবেন না।
ফেসবুকে আমি: http://www.facebook.com/ripul80
আমি রিপুল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গুড জব। 🙂