চলুন নিজেই বানাই OTG CABLE একদম ফ্রীতে

বিসমিল্লাহির রাহ্ মানীর রাহিম

 

পরম করুণাময় মহান আল্লাহ এর নামে শুরু করিতেছি, আজকের টিউন বহুল আলোচিত OTG ক্যাবল তৈরি করা নিয়ে আর কথা না বাড়িয়ে চলুন কাজে লেগে যাই।

চলুন আগে কালেক্ট করে নেই যা যা লাগবে ক্যাবলটি বানাতে আর বসে যাই কাজে নিচের লিস্ট মত জিনিষ গুলো কালেক্ট করে নিন

 

১. একটি ইউ এসবি ক্যাবল ।

২. একটি ফিমেইল কানেক্টর।

৩. কিছু কস্টেপ।

৪. একটা চাকু ( কাটিং এর জন্য যে কোনো কিছু )

৫. একটি সোল্ডারিং মেশিন।

চলুন একে একে জিনিসপত্র গুলো দেখে নেওয়া যাক:

এটি একটি USB CABLE যা আমরা সব ধরনের স্মার্টফোন এর সাথে পেয়ে থাকি।

এটি একটি ফিমেইল কানেক্টর আপনি এটি বাজারে কিনতে পাবেন তবে বাড়িতে যদি নষ্ট কোনো ক্যাবল চার্জার থাকে তবে সেখান থেকে সংগহ করতে পারেন তবে সোল্ডারিং ছাড়া খুলতে গেলে একটু সাবধান হবেন কারন এর ৪ টা পিন যাতে ঠিক রেখে খুলতে পারেন সে ব্যাপারে সাবধান হবেন।

 

এইবার চলুন কাজে লেগে পরা যাক প্রথমেই আপনার ক্যাবল এর যেই প্রান্ত ফোনে লাগাবেন সেই প্রান্ত USB CABLE থেকে কেটে ফেলুন তারপর নিচের মত করে তারগুলো জুড়ে দেন:

 

লক্ষ্য করুন: ফোনের প্রান্তের ক্যাবলটি

এই প্রান্তে লক্ষ্য করুন ৫ টি পয়েন্ট আছে নিচের ছবির মত যদি ৫ টি না থাকে তবে হবে না

এখন এইভাবে ছুলে নিন ক্যাবলটির প্রান্তটি নিচের ছবিতে দেখুন:

এখানে খেয়াল করুন পয়েন্ট ৫ টি হলেও ৪ টি তার লাগানো আছে যথাক্রমে লাল, নিল, সবুজ, আর পরের পয়েন্টার টা খালি এবং শেষ পয়েন্ট এ কালো তার কানেক্ট দেওয়া আছে এখন কালো তারটি এর পাশে থাকা খালি পয়েন্টার এ কানেক্ট দিন ব্যাস এই প্রান্তের কাজ শেষ।

এই বার ফিমেইল কানেক্টর এর সাথে লাল, নিল, সবুজ কালো ৪ টি তার কানেক্ট দিন আর কস্টেপ দিয়ে পেচিয়ে নিন ব্যাস তৈরি হয়ে গেলো আপনার ক্যাবল।

 

যদি ঠিক ভাবে করতে পারেন তবে অবশ্যই কাজ করবে আমি নিজে বানিয়েছি তবে ছবি গুলো গুগোল থেলে নেওয়া।

 

বি: দ্র: সকল প্রকার ভুল ভ্রান্তি ক্ষমার চোখে দেখবেন আর ভুলগুলো ধরিয়ে দিবেন,

দয়া করে বাজে কমেন্ট করা থেকে বিরত থাকবেন।

 

ধন্যবাদ টিউনটি পড়ার জন্য তবে টিউনমেন্ট করতে ভুলবেন না।

ফেসবুকে আমি: http://www.facebook.com/ripul80

Level 0

আমি রিপুল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গুড জব। 🙂

এতো কষ্ট করার কি দরকার ভাই? বাজারে ৩০ টাকাই কিনতে পাওয়া যায়।

আইফোন ৬ প্লাস বানানো যাবে না?

ধরুন কেবেল টা তৈরি করলাম, এবার কি ভাবে বুঝবো যে সেটা ঠিক হয়েছে কি না?

এটা দিয়ে চার্জার এর কাজ হবে । অনেক সময় সোল্ডারিং এর কারনে ডাটা কানেকশন পায় না । এর চেয়ে ৩০/৩৫ টাকা দিয়ে OTG ক্যাবল কিনে নেয়া ভালো ।

দুইজন দেখলাম লেখছেন দাম ৩০/৩৫ টাকা কিন্তু আমাদের এখানে দাম ২০০ টাকা।

ধন্যবাদ দারুন একটি পোস্ট করার জন্য।

@mukhlesur.millon: সত্যি বলতে ক্যাবলটার দাম এইরকম ই তবে পাওয়া যায় না বলে দোকানীরা ৪গুন দামে বিক্রি করে।

আপনাকেও ধন্যবাদ টিউনমেন্ট এর জন্য।

@বিশ্বজিৎ রায়: ভাইয়া আপনি একটু কষ্ট করে আমার আগের টিউনটি পড়ুন : http://www.techtunes.io/android/tune-id/335359

আমি আজ গুলশান থেকে কিনলাম মাত্র ৪০ টাকা দিয়ে। কিন্তু আমার ফোনে কাজ হচ্ছে না। সিম্ফনি w68 ব্যবহার করি। সমাধান প্লিজ…

banaisi……… Akta nosto USB cable dia…… Its working…. Also using mouse and pendrive in nokia E6…….. Thanks boss