আসুন টিভি ট্রান্সমিটার তৈরী করি।চেষ্টা করে দেখুন।আপনিও পারবেন।

নমষ্কার!কেমন আছেন সবাই।আশাকরি ভাল আছেন।আমিও মোটামুটি ভাল আছি।বেশ কয়েক মাস কোন আরটিকেল লিখিনি।আসলে ব্যস্ততার কারণে সময় করে উঠতে পারছিনা।

যাহোক,আজ আমি আপনাদের দেখাবো কিভাবে টিভি ট্রান্সমিটার তৈরী করবেন।অনেকে এর আগে এফ এম ট্রান্সমিটার তৈরী করছেন কিন্তু বাংলা ব্লগিং এ টিভি ট্রান্সমিটার তৈরী নিয়ে এটাই প্রথম আর্টিকেল হতে যাচ্ছে এবং আপনি শতভাগ নিশ্চিত থাকুন যে আপনি টিভি ট্রান্সমিটার তৈরী করতে পারবেন।

প্রায় ১ বছরেরও বেশী সময় আগে আমি টিভি ট্রান্সমিটার তৈরী করার চেষ্টা করেছিলাম।কিন্তু কয়েকবার ব্যার্থ হবার পর এবং সময়ের অভাবে ওদিকে আর তাকায়নি।গত ৩০ এপ্রিল কোথা থেকে যেন অনেক উৎসাহ পেলাম।এরপর গত দুদিনের চেষ্টায় গতকাল সফল হয়েছি।

জেনে রাখুনঃ আমরা নতুন কোন সার্কিট তৈরী করবোনা।বহুল ব্যবহৃত একটি সার্কিট আমরা নিজেদের প্রয়োজনে নিজেদের মত করে কানেকশন করে সেটাকে টিভি ট্রান্সমিটারে রুপান্তর করবো।

যা যা প্রয়োজনঃ

  • একটি RF BOX .
  • একটি ৫ ভোল্টের পাওয়ার সাপ্লাই।
  • প্রয়োজন মত তার।

RF BOX কি?কোথায় পাবেন?

RF BOX: RF box এর কাজ মূলত VCD Player থেকে প্রাপ্ত ডেটাকে রেডিও ফিকোয়েন্সিতে রুপান্তর করা।এটা VCD Player এ ব্যবহার করা হয়।

RF BOX কোথায় পাবেনঃ RF box আপনি মার্কেটে সম্ভবত পাবেননা।কারণ এখন এটা আর ব্যবহার করা হয়না।এটা আপনাকে পুরোনো VCD Player থেকে ম্যানেজ করতে হবে।পুরোনো VCD Player আপনি ইলেকট্রনিকস মেকারের দোকান অথবা পূরোনো মার্কেটে খোজ করলে পাবেন।চলুন দেখে নিই RF box দেখতে কেমন।

এটা হল RF box.RF Circut.কিন্তু VCD Player এর মধ্যে এটা আপনি এই অবস্থায় দেখতে পারবেন না।কারণ এটা টিনের একটা প্লেট দিয়ে ঢাকা থাকে।চলুন দেখে নিই VCD Player এর ভিতর এটা কোন অবস্থায় থাকে।

এটা হল মূল সার্কিট।লাল মার্ক করা স্থান থেকে ঢাকনা টা উঠালে আপনি RF Circut টা দেখতে পাবেন।লক্ষ্য করবেন,মূল সার্কিটের সাথে RF box টা ৫ টা পিনের সাহায্যে লাগানো থাকে।আপনাকে সাবধানতার সাথে সোল্ডারিং আইরোনের সাহায্যে মূল সার্কিট থেকে RF box সহ সার্কিট টা আলাদা করতে হবে।তাহলে সার্কিট টা দেখতে নিচের মত লাগবে।

চলুন দেখে নিই কিভাবে কানেকশন করবেনঃ

লক্ষ্য করুন,RF Circut এর বাম দিকে ৪ টা পিন আছে।চলুন এগুলোর কোনটার কি কাজ জেনে নিই।১ম পিন টার কাজ অডিও ইনপুট করা,২য় পিন টার কাজ ৫ ভোল্ট ডিসি ইনপুট নেওয়া,৩য় পিন টার কাজ ভিডিও ইনপুট করা এবং ৪র্থ পিন টা গ্রাউন্ড।বুঝতে অসুবিধা হলে নিচের ইমেজ টা দেখুন।

পাওয়ার সাপ্লাইঃ উপরের ইমেজে দেখিয়েছি কোন কোন পিনের মাধ্যমে এই সার্কিটে পাওয়ার সাপ্লাই দিবেন।পাওয়ার সাপ্লাই হিসাবে আপনি ট্রান্সফরমার অথবা ব্যাটারি ব্যবহার করতে পারেন।তবে আপনি যদি পাওয়ার সাপ্লাই হিসাবে ব্যাটারি ব্যবহার করেন তাহলে ট্রান্সফরমার অপেক্ষা ভাল ফল পাবেন।৫ ভোল্টের পাওয়ার সাপ্লাই তৈরীর জন্য আপনি রেগুলেটর আইসি ৭৮০৫ ব্যবহার করতে পারেন।

অডিও এবং ভিডিও ইনপুটঃ এই সার্কিটে অর্থাৎ RF Circut এ অডিও এবং ভিডিও ইনপুট দেবার জন্য আপনি ডিভিডি প্লেয়ার ব্যবহার করতে পারেন।ব্যাক্তিগত ভাবে আমি ডিভিডি প্লেয়ার ব্যবহার করেছি।এছাড়া অন্য ডিভাইসও ব্যবহার করতে পারেন যেগুলোতে ভিডিও এবং অডিও আউটের লাইন আছে।লক্ষ্য করবেন,অডিও এবং ভিডিও ক্যাবলের মধ্যে দুইটা তার সাথে এবং আপনি শুধু সিগনাল টাই ব্যবহার করবেন।নিচের ইমেজ টা দেখুন।

এন্টিনা কানেকশনঃ এই সার্কিটের ডান পাশে দেখবেন একটা পিন আছে যেটা 104pf এর একটা লেগ থেকে বের হয়েছে।এটাতে এন্টিনা হিসাবে কয়েক হাত তার যুক্ত করে তারের অপর প্রান্ত উচু স্থানে বেঁধে দিবেন।নিচের ইমেজ দেখুন।

ঠিকঠাক ভাবে কানেকশন করতে পারলে আপনার টিভি ট্রান্সমিটার,আপনার নিজস্ব টিভি চ্যানেল তৈরী হয়ে যাবে। 😛

টেলিভিশন টিউনিংঃ এবার আপনার টেলিভিশন টিউন করুন।দেখবেন VHF ব্রান্ডে নতুন একটা চ্যানেল দেখা যাবে।ওটায় আপনার চ্যানেল।এবার প্রতিবেশীদের জানিয়ে দিন,আপনার তৈরী নতুন চ্যানেল সম্পর্কে। 😛

অডিও এবং ভিডিও এডজাষ্টঃ যদি দেখেন আপনার টেলিভিশনে শুধু ভিডিও দেখা যাচ্ছে অডিও শোনা যাচ্ছেনা অথবা এর উল্টো টা হচ্ছে তাহলে RF Circut এর নীল কালারের ভেবিয়েবল ক্যাপাসিটর টা স্ক্রু ড্রাইভার দিয়ে আস্তে আস্তে ঘুরান।যখন দেখবেন অডিও এবং ভিডিও দুইটায় পাচ্ছেন তখন ভেরিয়েবল ক্যাপাসিটর টি আর ঘুরাবেন না।

সিগনাল ট্রান্সমিট রেঞ্জঃ আপনার এই টিভি ট্রান্সমিটার কতদূর দূরর্তে আপনার সম্প্রচার কে পৌঁছে দেবে সেটা আমি আপনাকে বলবোনা।ওটা আপনিই দেখবেন।তবে,আপনার সম্প্রচারকে কিভাবে ১ কিলোমিটার দূরর্তে সম্প্রচার করবেন সেটা নিয়ে পরবর্তীতে কোন একদিন লিখব।

 

কপিরাইটঃ বাংলা ব্লগিং এর জগতে টিভি ট্রান্সমিটার তৈরি নিয়ে লেখা এটাই প্রথম আর্টিকেল (কোন ডাউট থাকলে দু'মিনিট সময় নিয়ে খুজে দেখুন)।আমি জানি এটা প্রচুর জায়গায় কপি পেষ্ট করা হবে।তো আপনাকে কপি পেষ্ট করতে নিষেধ করলে আমি জানি আপনি শুনবেন না।কপি পেষ্ট করেন সমস্যা না।তবে সামান্যতম মনুষ্যত থাকলে সোর্স হিসাবে আমার ব্লগের অথবা টেকটিউনসের লিংক দিবেন।

উৎসর্গঃ আমার লাইফের সব থেকে বেশী সময় নিয়ে লেখা এই আর্টিকেল টা আমি আমার শ্রদ্ধেয় দাদা ইঞ্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর আলম (মিঠু) কে উৎসর্গ করলাম।যিনি আমাকে এই প্রজেক্ট টা করতে প্রয়োজনীয় সময় এবং তর্থ্য দিয়ে সাহায্য করেছেন।

ব্যাস্ততার মাঝেও প্রচুর সময় নিয়ে আর্টিকেল টা লিখলাম।আপানাদের প্রয়োজনে আসলে পরিশ্রম সার্থক।আপনাদের কাজে আসলে মন্তব্য করে যেতে ভূলবেন না।

আজ এ পর্যন্ত।আপনাদের জন্য অনেক শুভ কামনা রইল।ধৈয্য নিয়ে লেগে থাকুন আপনিও পারবেন।তবে আপনার কোন দোষের/ভূলের বোঝা আমার ঘাড়ে চাপাতে আসবেন না।দেখা হবে অন্যকোন আর্টিকেলে।ভাল থাকবেন সবাই।

Level 2

আমি এস কে জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেরকম দামী কেউ না। খুব সাধারণ একজন মানুষ।প্রোগ্রামিং আর ইলেকট্রনিক্স সব থেকে বেশী ভাল লাগে। তাই এই দুইটাকেই জীবনের কাজ আর শখ হিসাবে যুক্ত করে নিয়েছি।ভাল লাগে শিখতে আর শেখাতে।ব্যাস এতটুকুই!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার টিউন করেছেন। শুধু ধন্যবাদ দিলে আপনাকে ছোট করা হবে। আপনাকে কয়েকশত ধন্যবাদ 🙂

    Level 2

    @সানিম মাহবীর ফাহাদঃ সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ,ভাই!ভাল থাকবেন!

    Level 2

    @সামছুর রহমান: আপনাকেও ধন্যবাদ!

Level 2

চমত্কার আইডিয়া ! আমাদের বাসায় যে কেবল টিভির সংযোগ থাকে (অনেক চ্যানেল ) সেটিকে এরকম তারবিহীন সম্প্রচার করা যাবে কিনা ? যদি করা যায় তাহলে জানাবেন প্লিজ।

    Level 2

    @Polash: হ্যা ভাই,কেবল টিভির চ্যানেল আপনি এই সার্কিটে ইনপুট করে ট্রান্সমিট করতে পারবেন!তার জন্য আপনার যে টেলিভিশনে কেবল সংযোগ আছে তার পেছনে দেখুন বেশকিছু পোর্ট আছে।সেখান থেকে Audio & Video out নামের পোর্ট দুইটা খুজে বের করুন।এবার ঐ পোর্ট দুইটা থেকে সংযোগ নিয়ে ট্রান্সমিটারে ইনপুট করেন তাহলে দেখবেন আপনার টেলিভিশনে যে চ্যানেল টা চলছে সেটা আপনার ট্রান্সমিটারের মাধ্যমে অন্যরা দেখতে পাবে!

ভাই ডিভিডি ছাড়া পিসির মাধ্যমে কি চালানো যাবে না

বা ডিস চ্যানেল তার বিহিন সম্প্রচার করা যাবে নাকি

    Level 2

    @জিলানী: ভাই,কেবল মাত্র ডিভিডি প্লেয়ার না অডিও & ভিডিও আউটের ব্যবস্থা আছে এরকম সকল ডিভাইসের মাধ্যমে ইনপুট দিতে পারবেন!

    মন্তব্যের জন ধন্যবাদ! ভাল থাকবেন!

আমার দেখা টিটি এর সেরা টিউন গুলোর একটি এটি। ধন্যবাদ দিলে আপনাকে ছোট করা হবে।
একটা প্রশ্ন, মোবাইল দিয়ে কাজ টি কি করা যেতে পারে।

    Level 2

    @ শহিদুল ইসলাম: ভাই,কিছু কিছু Band এর ফোন আছে যেগুলোতে ভিডিও আউটের ফিচার আছে!আপনার ফোনে যদি এই ফিচার টি থেকে থাকে তাহলে সম্ভব!

    সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ!ভাল থাকবেন!

এখন করার মত সময় নেই হাতে । কপি করে রাখলাম। সময় পেলে বানিয়ে নেবো । 😀

অসাধারন টিউনটার জন্য ধন্যবাদ দিলে ছোট করা হবে । তবুও … মিনি মিনি ট্যাংকিউ 😀

    Level 2

    @ জনিআহমেদ: সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ!আশাকরি, সময় করে বানাবেন।ভাল থাকবেন!

ভাই কম্পিউটার দিয়ে চালানোর ব্যপারটি একটু বুঝিয়ে বলবেন কি???

    Level 2

    @হ্যারি: ভাই,কম্পিউটার দিয়ে চালানোর জন্য আপনাকে সম্ভবত আলাদা কোন ভিডিও কার্ড আপনার কম্পিউটারের মাদারবোর্ডের সাথে ব্যবহার করতে হবে।তবে,HDMI এবং VGA পোর্টের মাধ্যমেও হয়ত চালানো যেতে পারে,সেক্ষেত্রে আপনাকে হতে পারে কোন কনভার্টার ব্যবহার করতে হবে।এবিষয়ে আমি খুব বেশী জানিনা বলে আপনাকে বিস্তারিত তর্থ্য দিয়ে সাহায্য করতে পারলাম না।

    ধন্যবাদ।

এস.কে জয় আপনি কি ( RF Circut এর নীল
কালারের ভেবিয়েবল
ক্যাপাসিটর টা স্ক্রু ড্রাইভার
দিয়ে আস্তে আস্তে ঘুরান।যখন
দেখবেন অডিও এবং ভিডিও দুইটায়
পাচ্ছেন তখন ভেরিয়েবল
ক্যাপাসিটর টি আর ঘুরাবেন না।) এই লেখাটির কাজের একটি screenshot দিবেন কি?

    Level 2

    @হ্যারি: ভাই,RF Circuit টার উপরের দিকে মাঝামাঝি অংশে লক্ষ্য করুন,একটা নীল কালারের পার্টস দেখতে পাবেন যার চারপাশ স্টীল দিয়ে মোড়া এবং পার্টসটার মাথায় একটা বিয়োগ চিহ্ন আছে!ওটায় ভেরিয়েবল ক্যাপাসিটর!

    ব্যাস্ত থাকায় স্ক্রিনশট দিতে পারলামনা বলে দুঃখিত!

      ভাই S.k.joy আপনাকে অনেক ধন্যবাদ কমেন্টের রিপলাই দেওয়ার জন্য।

      এবং ১ কিলোমিটার দূরর্তে সম্প্রচার
      করার টিউনের আশায় রয়লাম।

ভাই আপনার সুন্দর টিউনের জন্য ধন্যবাদ। আমার একটা FM Transmitter লাগবে । এ রকম কোন সার্কিট আপনার কাছে আছে কি?? থাকলে শেয়ার করবেন। ধন্যবাদ…

    Level 2

    @মোঃ সামসুল আলম: ভাই,এফ এম ট্রান্সমিটার সার্কিট আছে!তাছাড়া আপনি একটু গুগল করলেই অনেক সার্কিট ড্রায়াগ্রাম পাবেন!

    তবে এধরণের সার্কিট বানাতে গেলে কিছু বিষয় মেনে চলতে হয় নতুবা সার্কিট থেকে প্রচুর নয়েজ আসতে পারে।

    তো,আপনি যদি নতুন হন তাহলে মার্কেট থেকে এফ এম ট্রান্সমিটার মাইক্রোফোন কিনে একটু মডিফাই করে এফ এম ট্রান্সমিটার হিসাবে ব্যবহার করতে পারেন!

    মন্তব্যের জন্য ধন্যবাদ! ভাল থাকবেন!

Nice tune, Valo laglo, Bro Apnar fb id link deya jabe pls.

জাহাঙ্গীর আলম মিঠু কি এই ব্যক্তি??????
https://www.facebook.com/jimsonic.mithoo.7

ভাইয়া,
বলছিলাম যে কোনো ক্যামেরা দ্বারা ইনপুট দেওয়া যাবে?
আর গ্রাউন্ড মানে কি মাইনাস পাওয়ার সাপ্লাই?
আমি একটা এফ এম ট্রানাসমিটার বানিয়েছি।
এটার মতো ডিরেক্ট ভিডিও ট্রানাসমিটার বানানোর ট্রিক চাই।
আপনি যেটা দিয়েছেন সেটা অনেক অনেক ভালো।
আপনাকে ধন্যবাদ।
ক্যামেরা কানেক্টের ট্রিকটা বলবেন।
thanks a lot once again.

    Level 2

    @ সুমন ইসলাম: ভাই,সিসি টিভি ক্যামেরা থেকে ভিডিও ইনপুট দেওয়া যাবে!তাছাড়া, ভিডিও আউটের ব্যবস্থা আছে এরকম যেকোন ডিভাইস থেকে ভিডিও ইনপুট দিতে পারবেন!আমি যেহেতু ওটা ট্রাই করিনি তাই আপনাকে স্টেপ বাই স্টেপ হেল্প করতে পারলাম না বলে দুঃখিত!

    আর,গ্রাউন্ড বলতে মাইনাস বুঝিয়েছি!

    মন্তব্যের জন্য ধন্যবাদ!ভাল থাকবেন।

      @S.k.joy: ধন্যবাদ আপনাকে ।
      অন্যকারোর টিউনের আশায় থাকলাম।

        Level 2

        @ সুমন ইসলাম: ঠিক বুঝতে পারলাম না,ভাই!আমি কি আপনাকে হেল্প করতে পারলাম না?

        আপনি চাচ্ছেন নিজের হাতেই পুরো সার্কিট বানাতে?খুব ভাল।গুগল করেন,কাজ করে এমন অনেক সার্কিট পাবেন!তবে ইলেকট্রনিক্সে দক্ষ্যতা না থাকলে এটা খুব যন্তনাদায়ক হবে।

        যাহোক,শুভ কামনা রইল!

@S.k.joy: আমি দুঃখিত।
আমার আপনার টিউনটি প্রচন্ড ভালো লেগেছে।
তাছাড়া এতো সহজ টিভি ট্রান্সমিটার আগে ভাবিও নি।
আপনি আমার শখের 90% পূরণ করেছেন।
আপনাকে অনেক ধন্যবাদ।
আমি শুধু এখন মিনি টিভি ট্রান্সমিটার মিনি ক্যামেরাসহ বানাতে চাই।
বলতে পারেনSPY CAM।
আপনার টিউনি অবশ্যয়ই আমার অনেক কাজে লাগবে।
আমি আপনাকে দুঃখ দিয়ে থাকলে দয়া করে আমাকে ক্ষমা করবেন।
আবারো আপনাকে অনেক ধন্যবাদ।
সুন্দর সুন্দর টিউনের আশায় থাকলাম।
আশা করি আপনি তা আমাদের দিবেন।

এতো সুন্দর একটি টিউন উপহার দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    Level 2

    আপনাকেও ধন্যবাদ কষ্ট করে টিউনটা পড়ার জন্য।উপকারে আসলে পরিশ্রম সার্থক।ভাল থাকবেন।

Bi tv carcit nia aktu lekhaban plz

    Level 2

    সময় পেলে লিখব।ধন্যবাদ।ভাল থাকবেন।

RF সাকিট কি কিনে পাওয়া যাবে?? পাওয়া গেলে কত টাকা লাগতে পারে??

    Level 2

    দুঃখিত ভাই।এখন আর নতুন RF সার্কিট কিনতে পাওয়া যায়না।তবে আপনি একটু কষ্ট করলে ভাংড়ি দোকানে অনেক পুরোনো সিডি প্লেয়ার পাবেন। যেখান থেকে আমার দেওয়া নির্দেশনা মত RF সার্কিট টি খুলে নিবেন।তাহলেই হবে।শুভ কামনা রইল।

ভাই আপনাকে অসখ্য ধন্যবাদ । ভাই য়দি পারেন একটা USB থেকে TV Circuit তৈরী করে দিবেন ।

ভাই Circuit টাতে আর্থিং করতে হবে । Line In এর সাথে ।