আমার দুটি চার্জার ফ্যান আছে। প্রতিটি 30 ওয়াটের। এগুলো চলে 6 ভোল্ট 7 অ্যাম্পিয়ারের ব্যাটারী দিয়ে। সমস্যা হলো ব্যাটারিগুলো 3 ঘন্টার বেশী ব্যাকআপ দিতে পারে না এবং প্রতিবার ফুল চার্জ হতে 10/12 ঘন্টা সময় নেয়। এখন আমি চাই দুটো ফ্যানকে একটি 12 ভোল্টের গাড়ির ব্যাটারী দিয়ে চালাতে। এর জন্য আমার কি করা উচিত? 12 ভোল্টের কত অ্যাম্পিয়ার ব্যাটারী ব্যাবহার করা উচিত? অথবা অন্যকোনো পরামর্শ থাকলে দিয়ে সহযোগিতা করলে উপকৃত হবো।
আমি সজল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
7805 আইসি দিয়ে ৫ ভোল্টে রেগুলেট করা যায়, তবে ৭৮০৬ পাওয়া যায় কিনা জানা নেই। ৭৮০৫ দিয়ে ৫ ভোল্টে রেগুলেট করা হলেও আইসিটি বেশ গরম হতে পারে। আর যদি পারেন ১২ ভোল্টেরও ডিসি মটর পাওয়া যায়। আকার প্রায় একই রকমের। পারলে ১২ ভোল্টেরটাই লাগানোর চেষ্টা করুন। ভঅল হবে।, ৬ ভোল্টোরটা অত্যাধিক গরম হতে পারে ১২ ভোল্ট দিলে।