আসসালামু আলাইকুম, আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো যে কিভাবে আমরা খুব সহজ পদ্ধতিতে একটি মাল্টি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই সার্কিট তৈরি করতে পারি ।
অনেক সময় দেখা যায় আমরা একটা সার্কিট তৈরি করলাম যার সাপ্লাই ভোল্টেজ ৫ ভোল্ট কিন্তু আমার ট্রান্সফরমার এর আউটপুট এ আছে ১২ ভোল্ট বা ৯ ভোল্ট বা ৬ ভোল্ট আর এই ক্ষেত্রেই আমরা সবথেকে বড় সমস্যার সম্মুখীন হই আর এই সময় যদি আমার একটি মাল্টি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই বানানো থাকে তাহলে আমি খুব সহজেই সার্কিটটি পরীক্ষা করতে পারবো । যাই হোক অনেকক্ষন ফালতু প্যাচাল পারলাম এখন আমরা সরাসরি টিউন শুরু করবো...............
প্রয়োজনীয় যন্ত্রপাতি :
এরপর উপরের চিত্রের মত করে সংযোগ করুন ।
নবীন হবিস্টদের হয়তো রেগুলেটর এর পা নিয়ে একটু সমস্যা থাকতে পারে, তাই আমি রেগুলেটর এর পায়ের ব্যাপারটাও ক্লিয়ার করে দিচ্ছি জাস্ট ওয়েট , রেগুলেটরের ৩টি পা থাকে , ১ম পা হচ্ছে ইনপুট, ২য় টা গ্রাউন্ড এবং ৩য় পা হচ্ছে আউটপুট এখনও হয়তো বলবেন যে আমরা কিভাবে পাগুলো কে চিনতে পারবো ??
হ্যা এতকিছু যেহেতু চিনতে পেরেছেন তো রেগুলেটর এর পা চিনতেও সময় লাগবে না 😉
উপরের চিত্রের মত রেগুলেটরকে সোজা করে ধরলে একদম বাম পাশের পা হবে ১ম পা এরপরে যথাক্রমে ২য় এব ৩য় পা.................. আশা করি সার্কিট টা সম্পূণ ভালো ভাবে বুঝতে পেরেছেন তারপরেও যদি কোন সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সতো খোলাই আছে আর আমার এই টিউন থেকে যদি আপনাদের একবিন্দু ও উপকার হয় তবে আমার এই টিউন সার্থক হবে............
ও হ্যা আরেকটা কথা এইটা আমার লাইফের ফাস্ট টিউন জানি হয়তো অনেক ভুল হইছে বা লিখাটা অনেক বোরিং হইছে , আশা করি সবাই নতুন টিউনার হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন..................
আমি তৌহিদ ইমাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি তৌহিদ ইমাম ২০১৫ সালে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছি প্রযুক্তি বিষয়ে জানতে খুব ভালো লাগে । টিটি থেকে অনেক কিছু পেয়েছি আজও অনেক কিছুই পাচ্ছি আর পাওয়াগুলো কাজে লাগিয়ে যদি নিজের দেশের জন্য কিছু করতে পারি তাহলেই উপকৃত হব ।
ভাইয়া এতো কিছুর পরিবর্তে lm317 ব্যবহার করে যেকোন মানের ভোল্টেজ নেওয়াটাই বেটার ছিল না।