Xiaomi নিয়ে এলো পিসি ইউজারদের জন্য Portable Usb WiFi Router

চাইনিজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি (Xiaomi) এর জন্য ২০১৪ সালটা বেশ ভালোই কেটেছে। Xiaomi কোম্পানি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি ।অনেকটা হঠাৎ করেই বাজারে এসে ব্যবহারকারীদের মাঝে জনপ্রিয়তা পেয়ে যাওয়া এই কোম্পানিটি জানিয়েছে, গত বছরে ৬ কোটিরই বেশি স্মার্টফোন বিক্রি করেছে। আর নতুন বছরে সেই সংখ্যা ছাড়িয়ে যাওয়ার প্রস্তুতিই নিচ্ছে শাওমি। Xiaomi চাইনিজ কোম্পানির মোবাইল ফোন গুলো বাংলাদেশের মানুষের কাছে অনেক জনপ্রিয়। কারন সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি ফিচার সমৃদ্ধ ফিচারের ভরপুর মোবাইল , ট্যাব, পাওয়ার ব্যাংক সহ আরও কত কি ডিভাইস উৎপাদন করে যাচ্ছে। Mi3, Mi4 , Redme 1s, Redme 2s অনেক সাড়া ফেলেছে বাংলাদেশে।

বর্তমানে শাওমি (Xiaomi) এর আরেকটি Gadget বাংলাদেশে অনেক সাড়া ফেলেছে। নামঃ Xiaomi Usb WiFi Router । এই ডিভাইসটি পিসি ইউজারদের জন্য একটি আদর্শ ডিভাইস হিসাবে বর্তমানে বিবেচ্য হচ্ছে। কারন আপনি পিসির ইন্টারনেট কে WiFi করতে পারবেন না যদি না Wlan Card থাকে। এই ডিভাইসটি Wlan Card হিসাবে কাজ করে এবং WiFi Receiver হিসাবেও কাজ করে ।

আসুন এক নজরে দেখে নেই কি কি করতে পারবেন Xiaomi Usb WiFi Router দিয়ে:

  • আপনার পিসিকে WiFi Hotspot করে অন্য ডিভাইসে ইউজ করতে পারবেন।
  • আশে পাশের WIFi, আপনার PC তে রিসিভ করে WiFi Internet চালাতে পারবেন।
  • ডাটা ক্যাবল ছাড়া ফাইল আদান প্রদান করতে পারবেন।
  • আরেক রুম এ বসে পিসি অফ করে দিতে পারবেন।
  • ১টা পিসির ইন্টারনেট আরেকটা পিসিতে শেয়ার করতে পারবেন ২টা ডিভাইস লাগিয়ে।
  • ক্লাউড স্টোরেজ সুবিধা রয়েছে।
  • রেঞ্জঃ ১০০০+ স্কয়ার ফিট।
  • ৩০ টা ডিভাইস কানেক্ট করতে পারবেন একসাথে।
  • Password দিয়ে Protect করে রাখতে পারবেন।
  • Speed Upto 150Mbps (আপনার নেট স্পিড যা সেটাই পাবেন)

এছাড়া আরও অনেক অনেক সুবিধা পাবেন এই ছোট ডিভাইসটিতে।

কিভাবে ইউজ করবেন এই ডিভাইস:

  • এটা ইউজ করতে আপনার পিসি/ল্যাপটপ এ ইন্টারনেট থাকতে হবে। Modem, Broadband যেকোন ইন্টারনেট থাকলেই হবে।
  • তারপর এই ডিভাইস Pendrive এর মত USB Port এ লাগাবেন, ১টা সফটওয়্যার ইন্সটল করবেন আর সাথে সাথে আপনার পিসির ইন্টারনেট WIFI HotSpot হয়ে যাবে।
  • আপনি সরাসরি এই WIFI Router এ "সিম / Broadband" লাইন ইউজ করতে পারবেন না। পিসির মাধ্যমে করতে হবে।
  • এটা USB Portable WiFi Router। এর কাজ আপনার পিসি / ল্যাপটপের ইন্টারনেট কে WIFI করা।

এছাড়া আপনি যদি এই ডিভাইসটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে এই লিঙ্ক এ যেতে পারেন: CLICK HERE

এখন প্রশ্ন জাগতে পারে কোথায় পাবেন এই ডিভাইসটি ??????

অনলাইনে অনেকেই সেল করছে এই ডিভাইসটি । এখন বর্তমানে সেল হচ্ছে ৬৫০ - ৯০০ টাকা পর্যন্ত । আমি কিনেছি ৬৫০ টাকা দিয়ে একটি অনলাইন শপ থেকে। চাইলে আপনিও কিনতে পারেন ফ্রি হোম ডেলিভারি রয়েছে।

যেখান থেকে কিনেছি সেই Online Shop এর গ্রুপ লিঙ্কঃ Click Here

আমার কাছে এই Gadget টি খুব ই ভাল লেগেছে তাই সবাইকে জানানোর উদ্দেশেই এই পোস্ট লিখে ফেললাম। কেমন হয়েছে আমার লিখা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত । সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ
smile emoticon
আসসালামুয়ালাইকুম।

Level 0

আমি রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

I can supply this by only for 500 BDT

Level 0

Ami eta use kori..
1st eta 1000sq dei na, max hoito 500sq valo dibe
2nd Wifi connect korte problem hoi
But valo dik holo etar price
onek function add kora ase
advance kisu option paben ja already rana vy bolesen… Own risk e try kore dekhte paren.. amar mote price er dik theke eta 7/10 ar service 4/10… But ami ekhonno use kori.. kharap lage na