চাইনিজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি (Xiaomi) এর জন্য ২০১৪ সালটা বেশ ভালোই কেটেছে। Xiaomi কোম্পানি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি ।অনেকটা হঠাৎ করেই বাজারে এসে ব্যবহারকারীদের মাঝে জনপ্রিয়তা পেয়ে যাওয়া এই কোম্পানিটি জানিয়েছে, গত বছরে ৬ কোটিরই বেশি স্মার্টফোন বিক্রি করেছে। আর নতুন বছরে সেই সংখ্যা ছাড়িয়ে যাওয়ার প্রস্তুতিই নিচ্ছে শাওমি। Xiaomi চাইনিজ কোম্পানির মোবাইল ফোন গুলো বাংলাদেশের মানুষের কাছে অনেক জনপ্রিয়। কারন সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি ফিচার সমৃদ্ধ ফিচারের ভরপুর মোবাইল , ট্যাব, পাওয়ার ব্যাংক সহ আরও কত কি ডিভাইস উৎপাদন করে যাচ্ছে। Mi3, Mi4 , Redme 1s, Redme 2s অনেক সাড়া ফেলেছে বাংলাদেশে।
বর্তমানে শাওমি (Xiaomi) এর আরেকটি Gadget বাংলাদেশে অনেক সাড়া ফেলেছে। নামঃ Xiaomi Usb WiFi Router । এই ডিভাইসটি পিসি ইউজারদের জন্য একটি আদর্শ ডিভাইস হিসাবে বর্তমানে বিবেচ্য হচ্ছে। কারন আপনি পিসির ইন্টারনেট কে WiFi করতে পারবেন না যদি না Wlan Card থাকে। এই ডিভাইসটি Wlan Card হিসাবে কাজ করে এবং WiFi Receiver হিসাবেও কাজ করে ।
এছাড়া আরও অনেক অনেক সুবিধা পাবেন এই ছোট ডিভাইসটিতে।
অনলাইনে অনেকেই সেল করছে এই ডিভাইসটি । এখন বর্তমানে সেল হচ্ছে ৬৫০ - ৯০০ টাকা পর্যন্ত । আমি কিনেছি ৬৫০ টাকা দিয়ে একটি অনলাইন শপ থেকে। চাইলে আপনিও কিনতে পারেন ফ্রি হোম ডেলিভারি রয়েছে।
আমার কাছে এই Gadget টি খুব ই ভাল লেগেছে তাই সবাইকে জানানোর উদ্দেশেই এই পোস্ট লিখে ফেললাম। কেমন হয়েছে আমার লিখা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত । সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ
smile emoticon
আসসালামুয়ালাইকুম।
আমি রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I can supply this by only for 500 BDT