ইলেকট্রনিক্স প্র্রিয় সকলকে অভিনন্দন । অধুনিক যান্ত্রিক যুগে তাল মেলাতে গিয়ে আমরাও কিছুটা রোবট হয়ে যাচ্ছি। নিজে থেকে কোন কিছু করার প্রয়োজন হচ্ছে না। সব কিছুই বাজারে কিনতে পাওয়া যাচ্ছে। কিন্তু এর মাঝে এক শ্রেনীর মানুষ আছেন যাদের অদম্য আগ্রহ আর নেষায় তৈরী হচ্ছে নতুন নতুন আবিষ্কার। আবার অনেকের হয়তবা আবিষ্কার করার মত সময় সুযোগ থাকে না। তার পরও তাদের অগ্র্রহ থাকে নিজের হাতে কিছু তৈরী করতে । কারন নিজের হাতে কিছু তৈরী করার যে আনন্দ তা তারাই জানবেন যাদের এই নেষা আছে।
আর আজকাল তো উন্নত দেশে ব্যস্ত এই সমস্ত মানুষের নেষা কাটানোর জন্য কিছু প্যাকেজ পাওয়া যায়। যেখানে একটি প্যাকেটের মধ্যে সকল যন্ত্রপাতি, ডায়াগ্রাম এবং ম্যানুয়েল দেওয়া থাকে । ব্যাস আপনি শুধুমাত্র সোল্ডারিং আয়রন নিয়ে বসে পড়ুন আর নিজেকে একজন আবিষ্কারক বা বিজ্ঞানী ভাবুন। কিন্তু আমাদের জন্য সে ব্যবস্থা নেই !!!!
আজ আমি আপনাদেরকে এমন একটি বই দিব যা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং চাইলে নিজেরাও বানাতে পারবেন । দরকার শুধুমাত্র ধৈয্য আর ইচ্ছা শক্তি। আমি আর কথা বাড়াবো না। এখনই ডাউনলোড করে নিন আর হারিয়ে যান আবিষ্কারের রাজ্যে.....
-------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------
যেকোন সমস্যায় ফেসবুকে: AC MART BD
ধন্যবাদ সবাইকে 🙂
আমি জ্ঞান পিপাসু (R@FIZ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ। বইটা কি বাংলায় লেখা?