বিদ্যুতের সমস্যা থেকে সমাধান চান? খুব স্বল্প মূল্যে আপনাকে সমাধান দিতে পারে “সোলার”। আসুন বিস্তারিত জানি…

বিদ্যুতের সমস্যা থেকে সমাধান চান? খুব স্বল্প মূল্যে আপনাকে সমাধান দিতে পারে “সোলার”। আসুন বিস্তারিত জানি...

ইলেকট্রনিক্স প্রিয় সবাইকে অভিনন্দন। আশা করি সবাই খুব ভালো আছেন। গরম শুরু হয়ে গেছে। তাই এখনই বিদ্যুতের সমস্যার একটা সমাধান করা গেলে মন্দ হয় না। আবার যারা বেশ উচু শ্রেনীর মানুষ তারা আই.পি.এস এর উপর বেশ নির্ভরশীল। তবে আই.পি.এস বেশ ব্যববহুল হওয়ায় অনেকে এটি ব্যবহার করতে চান না বা পারেন না। তবে সব শ্রেনীর মানুষের জন্য সোলার হতে পারে একটি উত্তম সমাধান।

সোলার কি?: সোলার একটি কমপ্লিট প্যাকেজ। এর মধ্যে প্যানেল, কন্ট্রোলার, ব্যটারী এবং অনুসাঙ্গিক কিছু সরঞ্জাম। এছাড়া ব্যবহার অনুযায়ী বাল্ব, ফ্যান ইনভার্টার ইত্যাদি। সোলার প্যানেল সুর্য থেকে প্রাপ্ত আলোক শক্তিকে বিদ্যুত শক্তিতে রুপান্তর করে। যা কন্ট্র্রলারের মাধ্যমে ব্যাটারীকে চার্জিত করে। এই চার্জ দিনে বা রাতে প্রয়োজন মত ব্যবহার করা যায়। যেহেতু সোলারের মাধ্যমে ব্যাটারী চার্জ হতে কোন বিদ্যুতের প্রয়োজন হয় না তাই প্রত্যন্ত এলাকায় সোলার সিস্টেমই একমাত্র ভরসা।

সোলার প্যানেল: সোলার প্যানেল দুই প্রকার।

solar panel

১। মোনো ক্রিস্টালাইন সোলার প্যানেল: মোনো বা একক কোষ থেকে উৎপাদিত সোলার প্যানেলকে বলা হয় মোনো ক্রিস্টালাইন সোলার প্যানেল। এই পদ্ধতি উদ্ভাবিত হয় ১৯৭৫ সালে। এটির দাম অপেক্ষাকৃত বেশী। এবং এটির জনপ্রিয়তা বেশী। একই ওয়াটের পলি প্যানেলের তুলনায় মনো প্যানেলের আয়তন কম। প্রচন্ড উত্তাপেও এটির কর্মক্ষমতা ভালো থাকে।

২। পলি ক্রিস্টালাইন সোলার প্যানেল: পলি কিস্টালাইন সোলার প্যানেল উদ্ভাবিত হয় ১৯৮৫ সালে। এটিতে  একাধিক কোষকে একটি কিস্টাল আকারে গঠিত করে সোলার প্যানেল প্রস্তুত হয়। এটি আনুপাতিক সস্তা। আটির আকার বড়। এটির কর্মদক্ষতা মনো থেকে কম।

কন্ট্রল বক্স: সোলার প্যানেলের খেকে প্রাপ্ত বিদ্যুত শক্তি আলোর তারমম্যের সাথে সাথে পরিবর্তিত হয়। এই বিদ্যুত ব্যাটারীর চার্জের জন্য ক্ষতিকর। তাই এটিকে ফিন্টার করা প্রয়োজন। কন্ট্রোল বক্স এই বিদ্যুতকে নিয়ন্ত্রন করে ব্যটারীর জন্য উপযুক্ত করে। এছাড়া ব্যটারীর ওভার ভোল্টেজ ও আন্ডার ভোল্টেজ (লো কাট) থেকে রক্ষা করে।

কন্ট্রোল বক্স দুই প্রকার:

ক) পি.এম.ডব্লিউ (PMW)-Pulse Wide Modulation: এটি সস্তা এবং বহুল ব্যবহৃত সাধারণ প্রযুক্তি।
solar control box

খ) এম.পি.পি.টি (MPPT)-Maximum power point Tracing: এটি আধুনিক, সাইজে বড় এবং দামী। এটির সবচেয়ে বড় সুবিধা হলো এটি ভোল্টেজকে এ্যম্পিয়ারে রুপান্তর করতে পারে। ফলে চার্জ দ্রুত হয়।

mppt charge controller

ব্যাটারী: বাজারে প্রচলিত সব ধরনের ব্যটারী আপনি ব্যবহার করতে পারবেন। তবে সোলারের জন্য কিছূ ব্যটারী পাওয়া যায় । এগুলোতে টিউবুলার প্লেট ব্যবহার করা হয়। ফলে এগুলোর স্থায়ীত্ব বেশী দিন হয়। এই ব্যটারী গুলো দেখতে একটু বড় হয়ে থাকে। আপনি হ্যামকো বা ভলভো ব্যাটারী কিনলে ৫ বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন। তবে ইনভার্টার ব্যবহার করলে বিক্রয়োত্তর সেবা পাবেন না।

বাল্ব, ফ্যান: আপনি  যদি কোন ইনভার্টার না ব্যাবহার করেন সে ক্ষেত্রে ডি.সি অর্থাৎ 12 ভোল্ট এর বাল্ব বা ফ্যান অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর যদি ইনভার্টার ব্যবহার করেন তবে 220 ভোল্টে চলে এমন সব ডিভাইস চালাতে পারবেন। তবে ডিসি প্যাকেজের সবচেয়ে বড় সুবিধা হলো এটির স্থায়ীত্ব বেশী। তাই চেষ্টা করুন ডিসি ভোল্টে চালাতে।

দরদাম:

প্যানেল:

১। মনোক্রিস্টালাইন প্রতি ওয়াট ৭০-৯০ টাকা

২। পলিক্রিস্টিলাইন প্রতি ওয়াট ৫৫-৬৫ টাকা

কন্ট্রোল বক্স:

১। পি.এম.ডব্লিউ- ৩৫০-১০০০ টাকা

২। এম.পি.পি.টি- ১৫০০-৩৫০০ টাকা

ব্যাটারী:

১। ভলভো- ৪২০০-২০০০০ টাকা

২। হ্যামকো- ৬৫০০-৩০০০০ টাকা

অন্যান্য: বাল্ব- ৮০-৩৫০ টাকা, ফ্যান- ৬৫০-৩৫০০ টাকা, তার- ২৫-৪৫ গজ।

  • বাজার দর পরিবর্তনশীল।

সময় পেলে ঘুরে আসতে পারেন এই সাইট থেকে

কোন প্রশ্ন থাকলে ফেসবুকে পাবেন: FACEBOOK

Level 0

আমি জ্ঞান পিপাসু (R@FIZ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

তথ্যবহুল টিউন। অনেকের কাজে লাগবে।ধন্যবাদ আপনাকে।

    @faruk78: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনাদের কাজে লাগলে আমার উদ্দেশ্য সফল হবে।

টোটাল কত পলিক্রিস্টিলাইন ওয়াট লাগতে পারে ?ধন্যবাদ আপনার সুন্দর টিউনের জন্য ।

সুন্দর টিউন। কিন্ত একটি কম্পিউটার একটি লাইট এবং একটি ফ্যান চলাতে কত টাকার সরংজাম লাগবে।

@জ্ঞান পিপাসু (R@FIZ): ১ফ্যান ,২ লাইট , ১ পিসি ৬ ঘন্টা চালানোর জন্য কত পলিক্রিস্টিলাইন ওয়াট লাগতে পারে ? আর এই পাওয়ার এর ব্যাটারি কত টাকা পরতে পারে ?

আচ্ছা,আমি এমন যন্ত্রপাতি কোথায় পাবো যা সাধারণের তুলনায় ওজনে অনেক হাল্কা?
অসাধারণ তথ্যবহুল টিউন।সোলার পেনেল নিয়ে জানার ইচ্ছা ছিল।অনেক কিছু জানতে পারলাম।
ধন্যবাদ

    @জিয়া উদ্দিন আহমাদ: ধন্যবাদ ভাই আপনার মতামতের জন্য। তবে আপনার প্রশ্নটি আমার কাছে ঠিক পরিষ্কার না। আপনি ওজনে হালকা এমন যন্ত্রপাতি কোথায় পাবেন তা জানতে চেয়েছেন। কি জাতীয় যন্ত্র?

Nice Tune.

Level 2

Class 1 Tune. Many Thanks.

    @shimul71: অসংখ্য ধন্যবাদ শিমুল ভাই আপনার কমেন্টের জন্য। এধরনের মতামতের জন্য টিউন করার আগ্রহ পাই।

Level 0

eigula die ki laptob charge deua sombob?

আপনার এই টিউন আমার অনেক ভালো লেগেছে। আমি অনেক দিন ধরে ভাবছি, বাড়িতে ব্যাকআপ পাওয়ার হিসেবে, আইপিএস ব্যবহার না করে, সোলার ব্যবহার করবো। আপনার এই টিউন আমাকে আরো উৎসাহিত করলো। আপনাকে ধন্যবাদ।

    @গ্রীন হোস্টিং: ভাই শুনে ভালো লাগলো যে আপনার সোলারের ব্যপারে আগ্রহ আছে। আমি নিজেও বাসায় সোলার ব্যবহার করি। এটি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব। মতামতের জন্য ধন্যবাদ।

ইনভার্টার ব্যবহার করলে কি Warrenty দিবেনা? কি কারন?

    @মোঃ মহিউদ্দিন: ইনভার্টার ব্যবহার করলে ওয়রেন্টি না দেওয়ার কারন – ” ইনভার্টার ডিসি থেকে এসি তে রুপান্তর করে । এই প্রসেসে ব্যাটারীর উপর খুব বেশী চাপ পড়ে। ফলে সেল দ্রুত নষ্ট হয়। এখানে ব্যাটারী দীর্ঘস্থায়ী হয় না বলে প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিক্রয়োত্তর সেবা দিতে চান না।

ভাই আপনারেইতো আমি খুজতেছি !!!! আগে আপনার মোবাইল নাম্বার টা দিন যদি কিছু মনেনা করেন বিরক্ত করলে। আর আমার একটা প্রশ্ন আছে সেটা হলঃ আমি যে আইপিএস চালাচ্ছি কম্পান্নি কিভাবে এটা বুঝে নেই?? আমি তো মনে মনে সন্দেশ খাচ্ছিলাম এটা ভেবে যে আমি একটা সোলার ব্যাটারি কিনব আর ব্যাবহার করব আইপিএস এ তাহলে আমি ৫ বছর ওয়রেন্টি পাবো। তাড়া তাড়ি উত্তর দেন ভাই। আর আপনার এই সুন্দর পষ্টের জন্য অনেক অভিনন্দন। আর এরকম পোষ্ট আপানর কাছ থেকে আশা করছি ভাই।

    @তারিকুল ইসলাম: ভাই তরিকুল আপনার উৎসাহ দেখে খুব ভালো লাগলো। আপনি আই.পি.এস চালাচ্ছেন না সোলার চালাচ্ছেন সেটা ব্যাটারী কোম্পানির জানার কথা না। তবে তারা জানে সোলারে চালালে ব্যাটারী খুব একটা নষ্ট হয় না । তাই এক-দুই বছরের মধ্যে আপনার ব্যাটারী নষ্ট হয়ে গেলে সার্ভিস পেলেও দ্বিতীর বার নিয়ে গেলে তারা হয়ত সন্দেহ করলেও করতে পারে।
    আমাকে এখানে পাবেন http://facebook.com/acmartbd
    ধন্যবাদ আপনার মতামতের জন্য।

Level 0

কম্পিউটার ব্যবহার করার জন্য কত ওয়াটের প্যানেল প্রয়োজন হতে পারে আর কি মানের ব্যাটারির প্রয়োজন? জানালে উপকৃত হব।
বিঃদ্রঃ এলসিডি মনিটর 18.5”

    @rosesamiul: ৩০ ওয়াট প্যানেল, ৩০ এ্যম্পিয়ারের ব্যাটারী এবং কন্ট্রোলবক্স সহ ৭-৮ হাজার টাকার মধ্যে পাবেন। ব্যাকআপ ডেস্কটপে ৩ ঘন্টা পাবেন আশা রাখি।

Level New

Vai Solar er jinis gula Dhaka kothay paowa jete pare? Amar Solar Niyea Kaj korar Khub Echa…

    @nightflower33: গুলিস্থানে মুক্তিযোদ্ধা মার্কেট এ পাবেন। এখানকার অনেক মার্কেটে সোলার এবং অন্যান্য ডিভাইস পাবেন। এছাড়া বঙ্গবন্ধু স্টেডিয়ামের কিছু দোকানে পাওয়া যায়।

ভাল টিউন । কম্পিউটার চালানোর জন্য কি রকম ওয়াট এর সোলার লাগবে ?

    @সুজন আল মামুন: ৩০ ওয়াট প্যানেল, ৩০ এ্যম্পিয়ারের ব্যাটারী এবং কন্ট্রোলবক্স সহ ৭-৮ হাজার টাকার মধ্যে পাবেন। ব্যাকআপ ডেস্কটপে ৩ ঘন্টা পাবেন আশা রাখি। আর ল্যাপটপে তো বলার অপেক্ষা থাকে না…..

ভাল টিউন । কম্পিউটার চালানোর জন্য কি রকম ওয়াট এর সোলার লাগবে ?

    @ফ্রি বিডি: ৩০ ওয়াট প্যানেল, ৩০ এ্যম্পিয়ারের ব্যাটারী এবং কন্ট্রোলবক্স সহ ৭-৮ হাজার টাকার মধ্যে পাবেন। ব্যাকআপ ডেস্কটপে ৩ ঘন্টা পাবেন আশা রাখি। আর ল্যাপটপে তো বলার অপেক্ষা থাকে না…..

Level 0

Nice tune

৮ বাতি,১টি Airtel HD ডিস ও ১টি ল্যাপটপ/ টিভি চালানোর জন্য কি রকম ওয়াট এর সোলার+ ব্যাটারী(কত প্লেট হলে ভাল হয়) লাগবে ?

    প্লেট হিসাব হয় গাড়ীর ব্যটারীতে। সোলার বা আইপিএস এ এ্যম্পিয়ার । আপনি কতক্ষন চালাতে চান তার উপর নির্ভর করবে ব্যাটারী এ্যম্পিয়ার। বাজেট সমস্যা না থাকলে 150-200 এ্যম্পিয়ারের ব্যাটারী এবং সম-ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করতে পারেন। ধন্যবাদ…

Level 0

ধন্যবাদ রাফিজ ভাই। তবে সত্যিই কি এত কমে কম্পিউটার চালাতে পারবো?