আমরা সকলেই ডিসি মটর দেখেছি, ছটদের খেলনা গাড়ি তে থাকে, এগুল সাধারণত ব্যাটারি তে চলে, এখন একটা ডিসি মটর এ এসি কারেন্ট দিলে কি হবে? মেসিন টা সাপ্লাই ভোল্টেজ এর কম্পাংক এ কাঁপতে সুরু করবে। এবার একটা মজার জিনিস বলি, আপ্নার CD/DVD/AMPLIFIER এর অউটপুট কিন্তু একটি এসি সিগনাল, এবার এক কাজ করুন খেলনা মটরের দুটি তার জএন করুন CD/DVD /AMPLIFIER এর সাথে, মটর টি দেখবেন কাঁপতে সুরু করেছে, এবার একটা বড় কিছুর (জেমন টেবিল) সাথে চেপে ধরুন, দেখুন মজা, আজ তবে এখানেই থাক, good night
আমরা সকলেই ডিসি মটর দেখেছি, ছটদের খেলনা গাড়ি তে থাকে, এগুল সাধারণত ব্যাটারি তে চলে, এখন একটা ডিসি মটর এ এসি কারেন্ট দিলে কি হবে? মেসিন টা সাপ্লাই ভোল্টেজ এর কম্পাংক এ কাঁপতে সুরু করবে। এবার একটা মজার জিনিস বলি, আপ্নার CD/DVD/AMPLIFIER এর অউটপুট কিন্তু একটি এসি সিগনাল, এবার এক কাজ করুন খেলনা মটরের দুটি তার জএন করুন CD/DVD /AMPLIFIER এর সাথে, মটর টি দেখবেন কাঁপতে সুরু করেছে, এবার একটা বড় কিছুর (জেমন টেবিল) সাথে চেপে ধরুন, দেখুন what happens, আজ তবে এখানেই থাক, good night
আমি অভিজিত মাইতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কি লিখলেন তা বুঝা কস্টকর, তবে ডিসি মটর কারেন্টে চালাতে এডাপ্টার ব্যবহার করলে তো আর সমস্যা দেখি না। হুদাই এত্তো ঝামেলা করা লাগে না।